ভর্তি ও পরীক্ষার রেজিস্ট্রেশন অনলাইনে করতে পারবে ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও মাস্টার্স ভর্তি এবং বিভিন্ন বর্ষের পরীক্ষার রেজিস্ট্রেশন ফরম পূরণ অনলাইনে করতে পারবে শিক্ষার্থীরা। আগামী সোমবার থেকে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরীর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভর্তি বিলম্ব ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ভর্তি ও পরীক্ষার ফি ছাড়া যাবতীয় ফি পরীক্ষার পর আদায়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা।

শনিবার, ১৯ জুন ২০২১ , ৫ আষাঢ় ১৪২৮ ৭ জিলকদ ১৪৪২

ভর্তি ও পরীক্ষার রেজিস্ট্রেশন অনলাইনে করতে পারবে ঢাবি শিক্ষার্থীরা

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও মাস্টার্স ভর্তি এবং বিভিন্ন বর্ষের পরীক্ষার রেজিস্ট্রেশন ফরম পূরণ অনলাইনে করতে পারবে শিক্ষার্থীরা। আগামী সোমবার থেকে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরীর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভর্তি বিলম্ব ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ভর্তি ও পরীক্ষার ফি ছাড়া যাবতীয় ফি পরীক্ষার পর আদায়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা।