প্রকাশ হলো হায়দার হোসেনের নতুন গান

তিন দশকেরও বেশি সময় ধরে ব্যতিক্রমধর্মী গান করে শ্রোতাদের মুগ্ধ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন। তিনি একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, গিটারবাদক। তার গানে সবসময় উঠে আসে আমাদের জীবনের নিত্যনৈমিত্তিক ঘটনা। করোনাকালেও তিনি কাজ করার চেষ্টা করছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি গান কণ্ঠে তুলেছেন এ সংগীতশিল্পী। এর শিরোনাম ‘ভাবতে কি লাগে ভালো’। গানের কথাও লিখেছেন হায়দান হোসেন। সুর ও সংগীতায়োজন করেছেন অনিক ফয়সাল। এটি গতকাল শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এ গান প্রসঙ্গে হায়দার হোসেন বলেন, ‘আমার গানের প্রথম দুটি লাইন শুনলেই বুঝতে পারবেন গানটি কাদের নিয়ে লিখেছি। এ সময় নিম্ন-মধ্যবিত্ত মেয়েরা যেসব ভুল করছে, তারই প্রতিছবি ফুটে উঠেছে এ গানের মধ্য দিয়ে। আমি ধন্যবাদ জানাই গিটারিস্ট কমলকে। তার কারণে এমন একটি গান করতে আমি সাহস করেছি। একটা গানের যে গল্প আছে সেটা সে গিটারের সুরে ফুটিয়ে তুলেছে। ’

শিগগির গানটি ভিডিও তৈরি হবে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। এ গান প্রসঙ্গে ওয়ারফেজের গিটারিস্ট কমল বলেন, ‘এমন একজন গুণী মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। হায়দার ভাইকে চিনি অনেক আগে থেকে। এই প্রথম তার কোনো গানের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’ হায়দার হোসেনের প্রায় সব গানের সুর ও সংগীত করেন অনিক ফয়সাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হায়দার ভাই সব সময় গান করেন সমসাময়িক নানা বিষয় নিয়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা গানটির মিউজিক ভিডিওর পরিকল্পনা করছি। শিগগিরই দর্শক সেটা দেখতে পাবেন।’

রবিবার, ২০ জুন ২০২১ , ৬ আষাঢ় ১৪২৮ ৮ জিলকদ ১৪৪২

প্রকাশ হলো হায়দার হোসেনের নতুন গান

বিনোদন প্রতিবেদক |

image

তিন দশকেরও বেশি সময় ধরে ব্যতিক্রমধর্মী গান করে শ্রোতাদের মুগ্ধ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন। তিনি একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, গিটারবাদক। তার গানে সবসময় উঠে আসে আমাদের জীবনের নিত্যনৈমিত্তিক ঘটনা। করোনাকালেও তিনি কাজ করার চেষ্টা করছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি গান কণ্ঠে তুলেছেন এ সংগীতশিল্পী। এর শিরোনাম ‘ভাবতে কি লাগে ভালো’। গানের কথাও লিখেছেন হায়দান হোসেন। সুর ও সংগীতায়োজন করেছেন অনিক ফয়সাল। এটি গতকাল শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এ গান প্রসঙ্গে হায়দার হোসেন বলেন, ‘আমার গানের প্রথম দুটি লাইন শুনলেই বুঝতে পারবেন গানটি কাদের নিয়ে লিখেছি। এ সময় নিম্ন-মধ্যবিত্ত মেয়েরা যেসব ভুল করছে, তারই প্রতিছবি ফুটে উঠেছে এ গানের মধ্য দিয়ে। আমি ধন্যবাদ জানাই গিটারিস্ট কমলকে। তার কারণে এমন একটি গান করতে আমি সাহস করেছি। একটা গানের যে গল্প আছে সেটা সে গিটারের সুরে ফুটিয়ে তুলেছে। ’

শিগগির গানটি ভিডিও তৈরি হবে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। এ গান প্রসঙ্গে ওয়ারফেজের গিটারিস্ট কমল বলেন, ‘এমন একজন গুণী মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। হায়দার ভাইকে চিনি অনেক আগে থেকে। এই প্রথম তার কোনো গানের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’ হায়দার হোসেনের প্রায় সব গানের সুর ও সংগীত করেন অনিক ফয়সাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হায়দার ভাই সব সময় গান করেন সমসাময়িক নানা বিষয় নিয়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা গানটির মিউজিক ভিডিওর পরিকল্পনা করছি। শিগগিরই দর্শক সেটা দেখতে পাবেন।’