গানে-আবৃত্তিতে বাবা দিবসের গান ‘বাতিঘর’

অধরা জাহান তার নিজের উদ্যোগে বাবা দিবসকে ঘিরে বাবা দিবসের একটি গান তৈরি করেছেন। ‘বাতিঘর’ শিরোনামের গানটি তিনি নিজেই লিখেছেন। গানটির সুর করেছেন শিবলী এবং সংগীতায়োজন করেছেন বিনোদ রায় ও অধরা জাহান। গানটিতে কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার ও ইউসুফ আহমেদ খান। ‘বাতিঘর’ শিরোনামের এই গানের একটি অংশে রয়েছে অধরা জাহানের আবৃত্তি। আবৃত্তির অংশটুকু লেখা এবং পাঠ করা অধরা জাহানেরই।

এ গান গাওয়া প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘গানটি গাওয়ার সময় বারবার আব্বুর চেহারাটাই চোখের সামনে চলে আসছিলো। আমার বাবা’সহ পৃথিবীর সকল বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা।’ ইউসুফ আহমেদ খান বলেন, ‘বাবা মানে ছায়া, মাহাসি মুখে বাইরের সব রোদ-বৃষ্টি ঝড় গায়ে সয়ে ঘরে ঢুকে হাসি মুখে বুকে জড়িয়ে ধরার নাম বাবা- আমার কাছে বাবা মানে একটা বটবৃক্ষ। আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। এই শ্রেষ্ঠ বাবাকেই উৎসর্গ করছি বাতিঘর’ গানটি’। অধরা জাহান বলেন, ‘আমার বাবা হায়দার জাহান খান। গানটি লিখতে গিয়ে বারবার তাকেই অনুভব করেছি। ভালো থাকুক পৃথিবীর সব বাবা। গানে আমার কবিতার কথা গুলো আমার বাবাকে ঘিরেই আমার উপলব্ধি। যে বাবাকে আমি হারিয়েছি সেই কলাবেনি করে গাঁয়ের মেঠোপথে দৌড়ে বেড়ানো কিশোরী বয়সে। তবু আজও জীবনবোধের ঊর্বরতার গভীরে প্রবেশের শক্তি পাই বাবার রেখে যাওয়া আদর্শের পৃথিবী থেকেই।’ গানটি আজ বিকেলে অধরা’স ক্রিয়েশন’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

রবিবার, ২০ জুন ২০২১ , ৬ আষাঢ় ১৪২৮ ৮ জিলকদ ১৪৪২

গানে-আবৃত্তিতে বাবা দিবসের গান ‘বাতিঘর’

বিনোদন প্রতিবেদক |

image

অধরা জাহান তার নিজের উদ্যোগে বাবা দিবসকে ঘিরে বাবা দিবসের একটি গান তৈরি করেছেন। ‘বাতিঘর’ শিরোনামের গানটি তিনি নিজেই লিখেছেন। গানটির সুর করেছেন শিবলী এবং সংগীতায়োজন করেছেন বিনোদ রায় ও অধরা জাহান। গানটিতে কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার ও ইউসুফ আহমেদ খান। ‘বাতিঘর’ শিরোনামের এই গানের একটি অংশে রয়েছে অধরা জাহানের আবৃত্তি। আবৃত্তির অংশটুকু লেখা এবং পাঠ করা অধরা জাহানেরই।

এ গান গাওয়া প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘গানটি গাওয়ার সময় বারবার আব্বুর চেহারাটাই চোখের সামনে চলে আসছিলো। আমার বাবা’সহ পৃথিবীর সকল বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা।’ ইউসুফ আহমেদ খান বলেন, ‘বাবা মানে ছায়া, মাহাসি মুখে বাইরের সব রোদ-বৃষ্টি ঝড় গায়ে সয়ে ঘরে ঢুকে হাসি মুখে বুকে জড়িয়ে ধরার নাম বাবা- আমার কাছে বাবা মানে একটা বটবৃক্ষ। আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। এই শ্রেষ্ঠ বাবাকেই উৎসর্গ করছি বাতিঘর’ গানটি’। অধরা জাহান বলেন, ‘আমার বাবা হায়দার জাহান খান। গানটি লিখতে গিয়ে বারবার তাকেই অনুভব করেছি। ভালো থাকুক পৃথিবীর সব বাবা। গানে আমার কবিতার কথা গুলো আমার বাবাকে ঘিরেই আমার উপলব্ধি। যে বাবাকে আমি হারিয়েছি সেই কলাবেনি করে গাঁয়ের মেঠোপথে দৌড়ে বেড়ানো কিশোরী বয়সে। তবু আজও জীবনবোধের ঊর্বরতার গভীরে প্রবেশের শক্তি পাই বাবার রেখে যাওয়া আদর্শের পৃথিবী থেকেই।’ গানটি আজ বিকেলে অধরা’স ক্রিয়েশন’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।