৬৭ কেন্দ্রে সিনোফার্মের টিকা দেয়া শুরু

ফাইজারের পরীক্ষামূলক প্রয়োগ কাল থেকে

সিনোফার্মের টিকার প্রয়োগ গতকাল শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান শুরুর প্রথম দিন শুধু বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া হয়। গতকাল সারাদেশের ৬৭টি কেন্দ্রে টিকা দেয়া হয়। এরমধ্যে চারটি ঢাকা জেলায়, বাকি ৬৩ জেলায় একটি করে কেন্দ্র।

এদিকে, ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা প্রয়োগ শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হবে। নিবন্ধন করেও যারা টিকা পাননি, তাদের মধ্য থেকে আপাতত ১২০ জনকে দেয়া হবে ফাইজারের ডোজ। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, এদিন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং বেসরকারি ইবনে সিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা দেয়া হয়। ‘আমরা আজ শুধু এই দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দিচ্ছি। আমাদের দুটি বুথে চারশ’র মতো শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ঢাকা মেডিকেল কলেজসহ আরও দুটি বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

‘আমাদের এখানে যে তালিকা এসেছে সে অনুযায়ী প্রায় ৩০০ জনের মতো মেডিকেল স্টুডেন্টকে টিকা দেয়া হচ্ছে। আমরা তালিকা অনুযায়ী টিকা দিচ্ছি, সাধারণ মানুষ যারা তাদের তালিকা এখনও আসেনি। এলে আমরা দিয়ে দেব।’ স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএইচের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বলেন, টিকার জন্য নিবন্ধন করেছেন এমন নাগরিকদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রাথমিকভাবে সম্মুখসারির যোদ্ধা হিসেবে অগ্রাধিকার তালিকায় থাকা মেডিকেল শিক্ষার্থীরা টিকা পাচ্ছেন। ‘যেসব জেলায় মেডিকেল কলেজ নেই সেখানে নার্সিং বা মিডওয়াইফারি বা হেলথ টেকনোলজিস্টরা টিকা নেবেন। কিন্তু আগামী ৩-৪ দিন আমরা শুধু স্বাস্থ্য খাতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরই টিকা দেব।’

পরের বিষয়ে তিনি বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে অন্যদের টিকা দেয়া শুরু করলে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এ কারণে আগে তাদের দিয়ে শেষ করে দেব, তিন/চার দিন পর সবার জন্য উন্মুক্ত করে দেয়ার চিন্তাভাবনা করছি আমরা।’ সিনোফার্মের মোট ১১ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। তা দিয়ে সাড়ে ৫ লাখ ব্যক্তিকে টিকা দেয়া যাবে।

সিনোফার্মের প্রথম চালান আসার পর ২৫ মে ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতাকে টিকা দেয়ার মধ্যদিয়ে দেশে দ্বিতীয় ধরনের টিকা প্রয়োগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরে আরও ছয় লাখ ডোজ টিকা আসে। দেশে ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়।

ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ উদ্বোধনের দিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিত থাকার কথা রয়েছে। এদিন টিকা গ্রহীতা ১২০ জনের বেশিরভাগই থাকবেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। জানা গেছে, পরীক্ষামূলক প্রয়োগের পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখার জন্য সাত দিন প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একযোগে দেয়া হবে ফাইজারের টিকা। গত ৩১ মে রাত ১১টা ১৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে ফাইজারের টিকা দেশে পৌঁছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ফাইজার সংরক্ষণ করতে মাইনাস ৬০ ডিগ্রি থেকে মাইনাস ৯০ ডিগ্রি তাপমাত্রার রেফ্রিজারেটর দরকার। ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে পাঁচ দিন। আর রেফ্রিজারেটরের বাইরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে দুই ঘণ্টা।

নারায়ণগঞ্জ : আবারও নারায়ণগঞ্জে টিকা দান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল চীনের সিনোফার্মের তৈরি টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। কেবল কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে টিকা প্রদান করা হচ্ছে।

কিশোরগঞ্জ : সিনোফার্মের টিকা কিশোরগঞ্জে পুশ করা শুরু হয়েছে। সকালে আনুষ্ঠানিকভাবে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।

নওগাঁ প্রতিনিধি জানান, সিনোফার্মের টিকার প্রথম ডোজ শুরু হয়েছে নওগাঁয়। গতকাল বেলা সাড়ে ১১টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তয় তলায় প্রথমে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর দেহে এই টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু হয়।

রবিবার, ২০ জুন ২০২১ , ৬ আষাঢ় ১৪২৮ ৮ জিলকদ ১৪৪২

৬৭ কেন্দ্রে সিনোফার্মের টিকা দেয়া শুরু

ফাইজারের পরীক্ষামূলক প্রয়োগ কাল থেকে

নিজস্ব বার্তা পরিবেশক

image

সিনোফার্মের টিকার প্রয়োগ গতকাল শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান শুরুর প্রথম দিন শুধু বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া হয়। গতকাল সারাদেশের ৬৭টি কেন্দ্রে টিকা দেয়া হয়। এরমধ্যে চারটি ঢাকা জেলায়, বাকি ৬৩ জেলায় একটি করে কেন্দ্র।

এদিকে, ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা প্রয়োগ শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হবে। নিবন্ধন করেও যারা টিকা পাননি, তাদের মধ্য থেকে আপাতত ১২০ জনকে দেয়া হবে ফাইজারের ডোজ। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, এদিন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং বেসরকারি ইবনে সিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা দেয়া হয়। ‘আমরা আজ শুধু এই দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দিচ্ছি। আমাদের দুটি বুথে চারশ’র মতো শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ঢাকা মেডিকেল কলেজসহ আরও দুটি বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

‘আমাদের এখানে যে তালিকা এসেছে সে অনুযায়ী প্রায় ৩০০ জনের মতো মেডিকেল স্টুডেন্টকে টিকা দেয়া হচ্ছে। আমরা তালিকা অনুযায়ী টিকা দিচ্ছি, সাধারণ মানুষ যারা তাদের তালিকা এখনও আসেনি। এলে আমরা দিয়ে দেব।’ স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএইচের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বলেন, টিকার জন্য নিবন্ধন করেছেন এমন নাগরিকদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রাথমিকভাবে সম্মুখসারির যোদ্ধা হিসেবে অগ্রাধিকার তালিকায় থাকা মেডিকেল শিক্ষার্থীরা টিকা পাচ্ছেন। ‘যেসব জেলায় মেডিকেল কলেজ নেই সেখানে নার্সিং বা মিডওয়াইফারি বা হেলথ টেকনোলজিস্টরা টিকা নেবেন। কিন্তু আগামী ৩-৪ দিন আমরা শুধু স্বাস্থ্য খাতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরই টিকা দেব।’

পরের বিষয়ে তিনি বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে অন্যদের টিকা দেয়া শুরু করলে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এ কারণে আগে তাদের দিয়ে শেষ করে দেব, তিন/চার দিন পর সবার জন্য উন্মুক্ত করে দেয়ার চিন্তাভাবনা করছি আমরা।’ সিনোফার্মের মোট ১১ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। তা দিয়ে সাড়ে ৫ লাখ ব্যক্তিকে টিকা দেয়া যাবে।

সিনোফার্মের প্রথম চালান আসার পর ২৫ মে ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতাকে টিকা দেয়ার মধ্যদিয়ে দেশে দ্বিতীয় ধরনের টিকা প্রয়োগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরে আরও ছয় লাখ ডোজ টিকা আসে। দেশে ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়।

ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ উদ্বোধনের দিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিত থাকার কথা রয়েছে। এদিন টিকা গ্রহীতা ১২০ জনের বেশিরভাগই থাকবেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। জানা গেছে, পরীক্ষামূলক প্রয়োগের পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখার জন্য সাত দিন প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একযোগে দেয়া হবে ফাইজারের টিকা। গত ৩১ মে রাত ১১টা ১৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে ফাইজারের টিকা দেশে পৌঁছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ফাইজার সংরক্ষণ করতে মাইনাস ৬০ ডিগ্রি থেকে মাইনাস ৯০ ডিগ্রি তাপমাত্রার রেফ্রিজারেটর দরকার। ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে পাঁচ দিন। আর রেফ্রিজারেটরের বাইরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে দুই ঘণ্টা।

নারায়ণগঞ্জ : আবারও নারায়ণগঞ্জে টিকা দান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল চীনের সিনোফার্মের তৈরি টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। কেবল কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে টিকা প্রদান করা হচ্ছে।

কিশোরগঞ্জ : সিনোফার্মের টিকা কিশোরগঞ্জে পুশ করা শুরু হয়েছে। সকালে আনুষ্ঠানিকভাবে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।

নওগাঁ প্রতিনিধি জানান, সিনোফার্মের টিকার প্রথম ডোজ শুরু হয়েছে নওগাঁয়। গতকাল বেলা সাড়ে ১১টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তয় তলায় প্রথমে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর দেহে এই টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু হয়।