ঘোড়াঘাটে ঘরের মেঝেতে গাঁজার চাষ, বাড়ির মালিক গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে শহিদ জামাল (৫০) নামের এক ব্যক্তি নিজ বাড়ির ছাউনিবিহীন ঘরের মেঝেতে গাঁজা চাষ করার অভিযোগে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। জব্দ করা হয়েছে ৬টি গাঁজার গাছ। আটক শহিদ জামাল ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের দেবীপুর (সাউথগাড়ী) গ্রামের মৃত, আকাব্বর প্রামাণিকের পুত্র।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তার বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মালিক শহীদ জামালকে আটক করে পুলিশ। এ ঘটনায় শহিদ জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শুক্রবার সকালে দিনাজপুরের আদালতে তাকে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক খুরশীদ আলম জানান, শহিদ জামাল তার নিজের বাড়ির উঠোনে সেমিপাকা ঘর নির্মান করেছে।

তবে ঘরের উপরে এখনও টিনের ছাউনি দেয়া হয়নি। সেই ঘরের মেঝেতে সে বিশেষ কায়দায় গাঁজার চাষ করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল দেয়ালের উপর দিয়ে পালানোর চেষ্টা করেছিল।

রবিবার, ২০ জুন ২০২১ , ৬ আষাঢ় ১৪২৮ ৮ জিলকদ ১৪৪২

ঘোড়াঘাটে ঘরের মেঝেতে গাঁজার চাষ, বাড়ির মালিক গ্রেপ্তার

প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে শহিদ জামাল (৫০) নামের এক ব্যক্তি নিজ বাড়ির ছাউনিবিহীন ঘরের মেঝেতে গাঁজা চাষ করার অভিযোগে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। জব্দ করা হয়েছে ৬টি গাঁজার গাছ। আটক শহিদ জামাল ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের দেবীপুর (সাউথগাড়ী) গ্রামের মৃত, আকাব্বর প্রামাণিকের পুত্র।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তার বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মালিক শহীদ জামালকে আটক করে পুলিশ। এ ঘটনায় শহিদ জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শুক্রবার সকালে দিনাজপুরের আদালতে তাকে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক খুরশীদ আলম জানান, শহিদ জামাল তার নিজের বাড়ির উঠোনে সেমিপাকা ঘর নির্মান করেছে।

তবে ঘরের উপরে এখনও টিনের ছাউনি দেয়া হয়নি। সেই ঘরের মেঝেতে সে বিশেষ কায়দায় গাঁজার চাষ করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল দেয়ালের উপর দিয়ে পালানোর চেষ্টা করেছিল।