বেশিরভাগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রণোদনা সুবিধা পায়নি

প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সুরক্ষার জন্য কিছু সুবিধা পেলেও বেশিরভাগই পাননি বলে মন্তব্য এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

তিনি বলেন, ‘প্রস্তাবনায় আমাদের পক্ষ থেকে ৬৩টি প্রস্তাব দেয়া হলেও ১৪টি গৃহীত হয়েছে। আগামীকালের মধ্যে আবারও বেশকিছু সুযোগ-সুবিধা নিয়ে প্রস্তাবনা পাঠানো হবে।’

গতকাল ‘বাজেট ২০২১-২২ : এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। এসএমই ফাউন্ডেশন আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন পরিচালনা করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. মফিজুর রহমান।

ড. মো. মাসুদুর রহমান বলেন, ‘প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটে আমাদের চাওয়ার সবগুলো পাইনি, আবার অনেককিছু দেয়াও হয়েছে। তবে বৃহৎ শিল্প উদ্যোক্তারা যেভাবে পেয়েছেন সেভাবে আমরা পাইনি। গত কয়েকটি বাজেটে এসএমইকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে। আমাদের দাবি আরও গুরুত্ব পাবে। আমরা আগামীকালের (সোমবার) মধ্যেই না পাওয়া অনেক প্রস্তাব পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয়ে পাঠাব। হয়তো সেখান থেকে আরও কিছু প্রস্তাব গৃহীত হবে।’

সোমবার, ২১ জুন ২০২১ , ৭ আষাঢ় ১৪২৮ ৯ জিলকদ ১৪৪২

বেশিরভাগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রণোদনা সুবিধা পায়নি

অর্থনৈতিক বার্তা পরিবেশক

প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সুরক্ষার জন্য কিছু সুবিধা পেলেও বেশিরভাগই পাননি বলে মন্তব্য এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

তিনি বলেন, ‘প্রস্তাবনায় আমাদের পক্ষ থেকে ৬৩টি প্রস্তাব দেয়া হলেও ১৪টি গৃহীত হয়েছে। আগামীকালের মধ্যে আবারও বেশকিছু সুযোগ-সুবিধা নিয়ে প্রস্তাবনা পাঠানো হবে।’

গতকাল ‘বাজেট ২০২১-২২ : এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। এসএমই ফাউন্ডেশন আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন পরিচালনা করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. মফিজুর রহমান।

ড. মো. মাসুদুর রহমান বলেন, ‘প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটে আমাদের চাওয়ার সবগুলো পাইনি, আবার অনেককিছু দেয়াও হয়েছে। তবে বৃহৎ শিল্প উদ্যোক্তারা যেভাবে পেয়েছেন সেভাবে আমরা পাইনি। গত কয়েকটি বাজেটে এসএমইকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে। আমাদের দাবি আরও গুরুত্ব পাবে। আমরা আগামীকালের (সোমবার) মধ্যেই না পাওয়া অনেক প্রস্তাব পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয়ে পাঠাব। হয়তো সেখান থেকে আরও কিছু প্রস্তাব গৃহীত হবে।’