শুভদীপ-চিরন্তনের রুদ্র স্মরণ

আজ কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রয়াণ দিবসকে কেন্দ্র করে কলকাতার আবৃত্তিশিল্পী শুভদীপ চক্রবর্তী ও সংগীতশিল্পী চিরন্তন ব্যানার্জী গান ও কবিতার সমন্বয়ে কবিকে শ্রদ্ধা জানানোর জন্য তৈরি করেছেন বিশেষ নির্মাণ।

এছাড়াও ওই একইদিনে শুভদীপ চক্রবর্তীর পরিচালনায় শ্রুতিবৃত্তের পক্ষ থেকে পরিবেশিত হবে একটি অনলাইন অনুষ্ঠান যার শিরোনাম- ‘ভালো আছি ভালো থেকো’। এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন বিশিষ্ট সাহিত্যিক আনিসুল হক, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ফারজানা করিম এবং কলকাতা থেকে শিল্পী স্বপ্না দে, শিল্পী শুভদীপ চক্রবর্তী ও শিল্পী চিরন্তন ব্যানার্জী। অনুষ্ঠানটি দেখা যাবে বাংলাদেশ সময়ে রাত ১০টায় শ্রুতিবৃত্তের অফিসিয়াল পেজ থেকে। ইতিমধ্যেই শুভদীপের কথায় ও চিরন্তনের সুরে বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কটি গান প্রকাশ পেয়েছে।

সোমবার, ২১ জুন ২০২১ , ৭ আষাঢ় ১৪২৮ ৯ জিলকদ ১৪৪২

শুভদীপ-চিরন্তনের রুদ্র স্মরণ

বিনোদন প্রতিবেদক |

image

আজ কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রয়াণ দিবসকে কেন্দ্র করে কলকাতার আবৃত্তিশিল্পী শুভদীপ চক্রবর্তী ও সংগীতশিল্পী চিরন্তন ব্যানার্জী গান ও কবিতার সমন্বয়ে কবিকে শ্রদ্ধা জানানোর জন্য তৈরি করেছেন বিশেষ নির্মাণ।

এছাড়াও ওই একইদিনে শুভদীপ চক্রবর্তীর পরিচালনায় শ্রুতিবৃত্তের পক্ষ থেকে পরিবেশিত হবে একটি অনলাইন অনুষ্ঠান যার শিরোনাম- ‘ভালো আছি ভালো থেকো’। এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন বিশিষ্ট সাহিত্যিক আনিসুল হক, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ফারজানা করিম এবং কলকাতা থেকে শিল্পী স্বপ্না দে, শিল্পী শুভদীপ চক্রবর্তী ও শিল্পী চিরন্তন ব্যানার্জী। অনুষ্ঠানটি দেখা যাবে বাংলাদেশ সময়ে রাত ১০টায় শ্রুতিবৃত্তের অফিসিয়াল পেজ থেকে। ইতিমধ্যেই শুভদীপের কথায় ও চিরন্তনের সুরে বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কটি গান প্রকাশ পেয়েছে।