সার্ক ফাইন্যান্স সেলের ওয়েবিনার আজ

সার্কভুক্ত দেশগুলোতে কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার, নীতি প্রণয়ন ও তার প্রভাব শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টায় ওয়েবিনারটি আয়োজন করবে বাংলাদেশ ব্যাংকের সার্ক ফাইন্যান্স সেল। গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবিনারে সার্কভুক্ত দেশগুলো করোনা মহামারীর সংকটকালীন সময়ে তাদের নিজ নিজ দেশের অভিজ্ঞতা বিনিময় করবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কোভিড পরবর্তী সংকট উত্তরণে নীতিগত পদক্ষেপ এবং চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে বিস্তর আলোচনা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশীষ কুমার দাশগুপ্ত। অনুষ্ঠানে কি- নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার নির্বাহী পরিচালক ড. মৃদুল কুমার সাগর।

ওয়েবিনারে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক একেএম ফজলুল হক মিঞা। ওয়েবিনারে কর্ম অধিবেশনের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. হাবিবুর রহমান। এছাড়া বাংলাদেশসহ সার্ক ফাইন্যান্স নেটওয়ার্কের অধীনে সার্কভুক্ত দেশগুলোর মনোনীত উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ওয়েবিনারে অংশ নেবেন।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কর সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান।

সার্কভুক্ত এ আটটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থ সচিবদের সমন্বয়ে ১৯৯৮ সালে ১০ম সার্ক সামিটের সিদ্ধান্তের সূত্রে সার্ক ফাইন্যান্স নেটওয়ার্ক গঠিত হয়। সামষ্টিক অর্থনীতির খাতগুলোর বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণে সার্কভুক্ত দেশগুলো অভিজ্ঞতা ও মতামত আদান প্রদান করাই এই নেটওয়ার্কের মূল উদ্দেশ্য।

মঙ্গলবার, ২২ জুন ২০২১ , ৮ আষাঢ় ১৪২৮ ১০ জিলকদ ১৪৪২

সার্ক ফাইন্যান্স সেলের ওয়েবিনার আজ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সার্কভুক্ত দেশগুলোতে কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার, নীতি প্রণয়ন ও তার প্রভাব শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টায় ওয়েবিনারটি আয়োজন করবে বাংলাদেশ ব্যাংকের সার্ক ফাইন্যান্স সেল। গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবিনারে সার্কভুক্ত দেশগুলো করোনা মহামারীর সংকটকালীন সময়ে তাদের নিজ নিজ দেশের অভিজ্ঞতা বিনিময় করবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কোভিড পরবর্তী সংকট উত্তরণে নীতিগত পদক্ষেপ এবং চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে বিস্তর আলোচনা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশীষ কুমার দাশগুপ্ত। অনুষ্ঠানে কি- নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার নির্বাহী পরিচালক ড. মৃদুল কুমার সাগর।

ওয়েবিনারে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক একেএম ফজলুল হক মিঞা। ওয়েবিনারে কর্ম অধিবেশনের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. হাবিবুর রহমান। এছাড়া বাংলাদেশসহ সার্ক ফাইন্যান্স নেটওয়ার্কের অধীনে সার্কভুক্ত দেশগুলোর মনোনীত উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ওয়েবিনারে অংশ নেবেন।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কর সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান।

সার্কভুক্ত এ আটটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থ সচিবদের সমন্বয়ে ১৯৯৮ সালে ১০ম সার্ক সামিটের সিদ্ধান্তের সূত্রে সার্ক ফাইন্যান্স নেটওয়ার্ক গঠিত হয়। সামষ্টিক অর্থনীতির খাতগুলোর বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণে সার্কভুক্ত দেশগুলো অভিজ্ঞতা ও মতামত আদান প্রদান করাই এই নেটওয়ার্কের মূল উদ্দেশ্য।