পিপলস লিজিং পুনর্গঠিত হবে কিনা সিদ্ধান্ত ২৮ জুন

বিদেশে পলাতক পিকে হালদার কা-ে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পুনর্গঠন হবে কিনা সে বিষয়ে আগামী সোমবার আদেশের জন্য দিন ঠিক করেছে হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ দিন ঠিক করে দেয়। আদালত ২৮ জুন বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শুনবে বলেও জানিয়েছেন আইনজীবী মেজবাহুর রহমান।

তিনি বলেন, ‘আজ ২০১ জন আমানতকারী পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পুনর্গঠন আবেদন করেন। পরে আদালত তাদের বক্তব্য শুনেন।’ এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষের আইনজীবী তানজীব উল আলম আদালতকে বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য রয়েছে। তখন আদালত আগামী ২৮ জুন দিন ঠিক করে দেন জবাব দাখিলের জন্য।’

হাইকোর্টে আমানতকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড (পিএলএফএসএল) এর সাময়িক অবাসায়ক (প্রবেশনাল লিক্যুডেটর) মো. আসাদুজ্জামানের পক্ষে ছিলেন মেজবাহুর রহমান।

আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ঋণ গ্রহীতাদের তলব করে ২১ জানুয়ারি আদেশ দিয়েছিল হাইকোর্ট। এরপর কয়েক দফায় ঋণখেলাপিরা আদালতে হাজির হয়ে হলফনামা দাখিল করেন এবং ঋণপরিশোধের কথা জানান। এরপর প্রতিষ্ঠানটিকে বাঁচাতে গত ৯ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বক্তব্য শুনে হাইকোর্ট।

মঙ্গলবার, ২২ জুন ২০২১ , ৮ আষাঢ় ১৪২৮ ১০ জিলকদ ১৪৪২

পিপলস লিজিং পুনর্গঠিত হবে কিনা সিদ্ধান্ত ২৮ জুন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বিদেশে পলাতক পিকে হালদার কা-ে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পুনর্গঠন হবে কিনা সে বিষয়ে আগামী সোমবার আদেশের জন্য দিন ঠিক করেছে হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ দিন ঠিক করে দেয়। আদালত ২৮ জুন বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শুনবে বলেও জানিয়েছেন আইনজীবী মেজবাহুর রহমান।

তিনি বলেন, ‘আজ ২০১ জন আমানতকারী পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পুনর্গঠন আবেদন করেন। পরে আদালত তাদের বক্তব্য শুনেন।’ এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষের আইনজীবী তানজীব উল আলম আদালতকে বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য রয়েছে। তখন আদালত আগামী ২৮ জুন দিন ঠিক করে দেন জবাব দাখিলের জন্য।’

হাইকোর্টে আমানতকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড (পিএলএফএসএল) এর সাময়িক অবাসায়ক (প্রবেশনাল লিক্যুডেটর) মো. আসাদুজ্জামানের পক্ষে ছিলেন মেজবাহুর রহমান।

আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ঋণ গ্রহীতাদের তলব করে ২১ জানুয়ারি আদেশ দিয়েছিল হাইকোর্ট। এরপর কয়েক দফায় ঋণখেলাপিরা আদালতে হাজির হয়ে হলফনামা দাখিল করেন এবং ঋণপরিশোধের কথা জানান। এরপর প্রতিষ্ঠানটিকে বাঁচাতে গত ৯ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বক্তব্য শুনে হাইকোর্ট।