মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আবারও শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল সকালে ১০২ জন বাংলাদেশিসহ মোট ৩০৭ জনকে আটক করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। মালয়েশিয়ার দি স্টার পত্রিকা খবরে জানা যায়, দেশটির সেলাঙ্গার রাজ্যের ডেঙ্গকিল শহরে একটি নির্মাণাধীন ভবনে এ অভিযান চালায় মালয়েশিয়ান পুলিশ। এ সময় বৈধ কাগজ না থাকায় ৩০৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৯৩ জন ইন্দোনেশিয়ান, ১০২ জন বাংলাদেশি, ৮ জন মায়ানমারের ও ৪ জন ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদের নেতৃত্বে অভিবাসন বিভাগ, জেনারেল মুভমেন্ট টিম (পিজিএ), জাতীয় নিবন্ধকরণ বিভাগ (জেপিএন), জাতীয় প্রতিরক্ষা বাহিনী এবং শ্রম বিভাগের ১৮৯ জন কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ৭১৫ জন অভিবাসী আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইমিগ্রেশন পুলিশ।

গ্রেপ্তারকৃতদের প্রথমে করোনা টেস্ট করা হবে, পরে সেমেনিয়াহ ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালক খায়রুল দাযাইমি দাউদ জানিয়েছেন, স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ পেয়ে গোপনে অভিযান পরিচালনা করে দেখা যায়- মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (পিকেপি) এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) না মেনে, অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকছেন এসব অভিবাসী।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি জেনেছি। কুয়ালালামপুরে আমাদের মিশন এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। এর আগে গত ৬ জুন দেশটির সাইবারজায়ার একটি বিল্ডিং নির্মাণ স্থাপনা থেকে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার, ২২ জুন ২০২১ , ৮ আষাঢ় ১৪২৮ ১০ জিলকদ ১৪৪২

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি গ্রেপ্তার

সংবাদ ডেস্ক

অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আবারও শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল সকালে ১০২ জন বাংলাদেশিসহ মোট ৩০৭ জনকে আটক করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। মালয়েশিয়ার দি স্টার পত্রিকা খবরে জানা যায়, দেশটির সেলাঙ্গার রাজ্যের ডেঙ্গকিল শহরে একটি নির্মাণাধীন ভবনে এ অভিযান চালায় মালয়েশিয়ান পুলিশ। এ সময় বৈধ কাগজ না থাকায় ৩০৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৯৩ জন ইন্দোনেশিয়ান, ১০২ জন বাংলাদেশি, ৮ জন মায়ানমারের ও ৪ জন ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদের নেতৃত্বে অভিবাসন বিভাগ, জেনারেল মুভমেন্ট টিম (পিজিএ), জাতীয় নিবন্ধকরণ বিভাগ (জেপিএন), জাতীয় প্রতিরক্ষা বাহিনী এবং শ্রম বিভাগের ১৮৯ জন কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ৭১৫ জন অভিবাসী আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইমিগ্রেশন পুলিশ।

গ্রেপ্তারকৃতদের প্রথমে করোনা টেস্ট করা হবে, পরে সেমেনিয়াহ ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালক খায়রুল দাযাইমি দাউদ জানিয়েছেন, স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ পেয়ে গোপনে অভিযান পরিচালনা করে দেখা যায়- মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (পিকেপি) এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) না মেনে, অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকছেন এসব অভিবাসী।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি জেনেছি। কুয়ালালামপুরে আমাদের মিশন এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। এর আগে গত ৬ জুন দেশটির সাইবারজায়ার একটি বিল্ডিং নির্মাণ স্থাপনা থেকে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।