বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ পরীমনির বিরুদ্ধে

নায়িকা পরীমনির বিরুদ্ধে এবার বনানী ক্লাবে ভাঙচুর করার অভিযোগ করলেন ক্লাব কর্তৃপক্ষ। ৬ মাস আগে একটি অনুষ্ঠানে গিয়ে তুচ্ছ ঘটনায় ভাঙচুর করলেও সে সময় কোন অভিযোগ করেননি ক্লাব কর্তৃপক্ষ। এর আগে গুলশানের অল কমিউনিটি ক্লাবে মদের গ্লাস ভাঙচুর করার অভিযোগ উঠে পরীমনির বিরুদ্ধে।

ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয়েছেন অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। ওই মামলায় আটক হওয়ার সময় ব্যবসায়ী নাসিরের অভিযোগ ছিল ক্লাবে অনুমতি ছাড়া মদ নিতে বাধা দেয়ায় তিনি ভাঙচুর করেছেন ক্লাবটিতে। তখন নিরাপত্তা কর্মীদের সঙ্গে তার ঝামেলা হয়। এরপর থেকে বিভিন্ন ক্লাবে প্রবেশ করে মদ ছিনিয়ে নেয়া, উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ একে একে প্রকাশ পেতে থাকে পরীমনির বিরুদ্ধে।

এ বিষয়ে বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ সাংবাদিকদের বলেন, অভিনেত্রী পরীমনি বনানী ক্লাবের সদস্য না। মাস ছয়েক আগে এক তারকা দম্পতির অনুষ্ঠানে বনানী ক্লাবে এসেছিলেন তিনি। সামান্য ঘটনার জের ধরে সেখানে ভাঙচুর চালিয়েছিলেন। অন্য তারকাদের মতো পরীমনিও অতিথি হিসেবে ক্লাবে এসেছিলেন। তিনি বলেন, বনানী ক্লাবে পরীমনির ভাঙচুরের বিষয়টি ক্লাবের রেজিস্ট্রার খাতায়ও লিখে রাখা হয়েছে। পরীমনির বিষয়ে নানা ঘটনা বেরিয়ে আসার পর ক্লাবের স্টাফরা বিষয়টি আমাদের জানায়। আমরা তাদের কাছ থেকেই জানতে পেরেছি।

অভিযোগের বিষয়ে জানতে পরীমনিকে ফোন করা হলে তিনি টেলিফোনে সংবাদকে বলেন, আমার মাথা ঠিক নেই। নানাভাবে আমি প্রশ্নের শিকার হচ্ছি। আপনারা আগে ঠা-া মাথায় ঘটনা জানুন এরপর আমাকে প্রশ্ন করুন।

গত ১৩ জুন পরীমনি ফেইসবুক স্ট্যাটাসে বলেন, ৮ জুন তিনি ঢাকা বোট ক্লাবে গেলে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে। ওইদিন রাতেই সংবাদ সম্মেলন করে তিনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পূর্ব পরিচিত অমিসহ ৬ জনের বিরুদ্ধে এ অভিযোগ আনেন এবং সাভার থানায় একটি মামলাও করেন। পুলিশ পরদিনই এ অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমিকেে গ্রেপ্তার করে। যদিও তাদের গ্রেপ্তার করার পর মদ এবং ইয়াবা উদ্ধার দেখিয়ে মাদক আইনে একটি মামলা করে পুলিশ এবং সেই মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাকে ৭ দিনের রিমান্ড হেফাজতে নেয়।

‘পরদিন পরীমনি তার মামলায় আসামিদের গ্রেপ্তার করায় পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে বলে প্রশংসা করেন এবং ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদও বলেন আইজিপির নির্দেশ পাওয়ার পর মামলা হওয়ার আগেই রাতে অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে ব্যবসায়ী নাসির মাহমুদ এবং অমিকে গ্রেপ্তার করেছেন। পরীমনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা ছাড়াও তাদের ছোট বোন। সেই দায়িত্ববোধ থেকেই তারা এ কাজটি করেছেন বলেন যুগ্ম কমিশনার হারুন অর রশিদ’।

এরপর পরীমনির বিরুদ্ধে ৭ জুন রাতে গুলশানের অল কমিউনিটি ক্লাবে গিয়ে ভাঙচুর এবং উচ্ছৃঙ্খল আচরণ করার অভিযোগ উঠে। বিষয়টি স্বীকার করলেও ক্লাব কর্তৃপক্ষ জানান এ বিষয় নিয়ে তারা থানায় অভিযোগ করবেন না। তবে ডিবির অতিরিক্ত কমিশনার একে এম হাফিজ আক্তার এক ব্রিফিংয়ে বলেছেন, এ অভিযোগ সুনির্দিষ্টভাবে করা হলে ডিবি সেই বিষয়টি নিয়ে তদন্ত করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, বনানী ক্লাব ও গুলশান অল কমিউনিটি ক্লাবের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ক্লাব কর্তৃপক্ষ এখনও কোন অভিযোগ দেয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে পুলিশের পক্ষ থেকে তা তদন্ত করে দেখা হবে।

মঙ্গলবার, ২২ জুন ২০২১ , ৮ আষাঢ় ১৪২৮ ১০ জিলকদ ১৪৪২

ছয় মাস পর

বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ পরীমনির বিরুদ্ধে

নিজস্ব বার্তা পরিবেশক

নায়িকা পরীমনির বিরুদ্ধে এবার বনানী ক্লাবে ভাঙচুর করার অভিযোগ করলেন ক্লাব কর্তৃপক্ষ। ৬ মাস আগে একটি অনুষ্ঠানে গিয়ে তুচ্ছ ঘটনায় ভাঙচুর করলেও সে সময় কোন অভিযোগ করেননি ক্লাব কর্তৃপক্ষ। এর আগে গুলশানের অল কমিউনিটি ক্লাবে মদের গ্লাস ভাঙচুর করার অভিযোগ উঠে পরীমনির বিরুদ্ধে।

ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয়েছেন অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। ওই মামলায় আটক হওয়ার সময় ব্যবসায়ী নাসিরের অভিযোগ ছিল ক্লাবে অনুমতি ছাড়া মদ নিতে বাধা দেয়ায় তিনি ভাঙচুর করেছেন ক্লাবটিতে। তখন নিরাপত্তা কর্মীদের সঙ্গে তার ঝামেলা হয়। এরপর থেকে বিভিন্ন ক্লাবে প্রবেশ করে মদ ছিনিয়ে নেয়া, উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ একে একে প্রকাশ পেতে থাকে পরীমনির বিরুদ্ধে।

এ বিষয়ে বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ সাংবাদিকদের বলেন, অভিনেত্রী পরীমনি বনানী ক্লাবের সদস্য না। মাস ছয়েক আগে এক তারকা দম্পতির অনুষ্ঠানে বনানী ক্লাবে এসেছিলেন তিনি। সামান্য ঘটনার জের ধরে সেখানে ভাঙচুর চালিয়েছিলেন। অন্য তারকাদের মতো পরীমনিও অতিথি হিসেবে ক্লাবে এসেছিলেন। তিনি বলেন, বনানী ক্লাবে পরীমনির ভাঙচুরের বিষয়টি ক্লাবের রেজিস্ট্রার খাতায়ও লিখে রাখা হয়েছে। পরীমনির বিষয়ে নানা ঘটনা বেরিয়ে আসার পর ক্লাবের স্টাফরা বিষয়টি আমাদের জানায়। আমরা তাদের কাছ থেকেই জানতে পেরেছি।

অভিযোগের বিষয়ে জানতে পরীমনিকে ফোন করা হলে তিনি টেলিফোনে সংবাদকে বলেন, আমার মাথা ঠিক নেই। নানাভাবে আমি প্রশ্নের শিকার হচ্ছি। আপনারা আগে ঠা-া মাথায় ঘটনা জানুন এরপর আমাকে প্রশ্ন করুন।

গত ১৩ জুন পরীমনি ফেইসবুক স্ট্যাটাসে বলেন, ৮ জুন তিনি ঢাকা বোট ক্লাবে গেলে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে। ওইদিন রাতেই সংবাদ সম্মেলন করে তিনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পূর্ব পরিচিত অমিসহ ৬ জনের বিরুদ্ধে এ অভিযোগ আনেন এবং সাভার থানায় একটি মামলাও করেন। পুলিশ পরদিনই এ অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমিকেে গ্রেপ্তার করে। যদিও তাদের গ্রেপ্তার করার পর মদ এবং ইয়াবা উদ্ধার দেখিয়ে মাদক আইনে একটি মামলা করে পুলিশ এবং সেই মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাকে ৭ দিনের রিমান্ড হেফাজতে নেয়।

‘পরদিন পরীমনি তার মামলায় আসামিদের গ্রেপ্তার করায় পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে বলে প্রশংসা করেন এবং ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদও বলেন আইজিপির নির্দেশ পাওয়ার পর মামলা হওয়ার আগেই রাতে অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে ব্যবসায়ী নাসির মাহমুদ এবং অমিকে গ্রেপ্তার করেছেন। পরীমনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা ছাড়াও তাদের ছোট বোন। সেই দায়িত্ববোধ থেকেই তারা এ কাজটি করেছেন বলেন যুগ্ম কমিশনার হারুন অর রশিদ’।

এরপর পরীমনির বিরুদ্ধে ৭ জুন রাতে গুলশানের অল কমিউনিটি ক্লাবে গিয়ে ভাঙচুর এবং উচ্ছৃঙ্খল আচরণ করার অভিযোগ উঠে। বিষয়টি স্বীকার করলেও ক্লাব কর্তৃপক্ষ জানান এ বিষয় নিয়ে তারা থানায় অভিযোগ করবেন না। তবে ডিবির অতিরিক্ত কমিশনার একে এম হাফিজ আক্তার এক ব্রিফিংয়ে বলেছেন, এ অভিযোগ সুনির্দিষ্টভাবে করা হলে ডিবি সেই বিষয়টি নিয়ে তদন্ত করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, বনানী ক্লাব ও গুলশান অল কমিউনিটি ক্লাবের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ক্লাব কর্তৃপক্ষ এখনও কোন অভিযোগ দেয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে পুলিশের পক্ষ থেকে তা তদন্ত করে দেখা হবে।