চারটি অর্থনৈতিক অঞ্চলে জমি ইজারা পেল ছয় প্রতিষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মীরসরাই, কক্সবাজারের মহেশখালী ও জামালপুর অর্থনৈতিক অঞ্চলে দু’টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানসহ ছয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাফ সু’জ লিমিটেড, সায়মন বিচ রিসোর্ট লিমিটেড, ইউনিটেক্স স্পিনিং লিমিটেড এবং স্টেপ মিডিয়া লিমিটেড।

গত সোমবার রাজধানীতে বেজা সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জমি ইজারা সংক্রান্ত চুক্তি সই হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

চুক্তি অনুযায়ী কক্সবাজারের মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে জিটিসিএল ১৩ দশমিক ৮৭ একর জমিতে গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন নির্মাণ করবে। একইসঙ্গে আরপিজিসিএল চার দশমিক ৪০ একর জমিতে দু’টি এফএসআরইউ সাব-সি পাইপলাইন ও প্লাটফর্ম ইন-টাই ইন পয়েন্ট নির্মাণ করবে।

অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে মাফ সু’জ লিমিটেড ৩০ একর জমি লিজ পেয়েছে। প্রতিষ্ঠানটি ৭১ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে শতভাগ রপ্তানিমুখী কম্পোজিট সু, নিট ফেব্রিক, ওভেন ও নন ওভেন ক্যাপ উৎপাদন করবে। এতে প্রায় পাঁচ হাজার ৫০০ লোকের কর্মসংস্থান হবে।

সায়মন বিচ রিসোর্ট লিমিটেড বঙ্গবন্ধু শিল্প নগরে ছয় একর জমিতে ২৯ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে হোটেল ও রিসোর্ট নির্মাণ করবে। এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় ৪৫০ জন লোকের।

বুধবার, ২৩ জুন ২০২১ , ৯ আষাঢ় ১৪২৮ ১১ জিলকদ ১৪৪২

চারটি অর্থনৈতিক অঞ্চলে জমি ইজারা পেল ছয় প্রতিষ্ঠান

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মীরসরাই, কক্সবাজারের মহেশখালী ও জামালপুর অর্থনৈতিক অঞ্চলে দু’টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানসহ ছয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাফ সু’জ লিমিটেড, সায়মন বিচ রিসোর্ট লিমিটেড, ইউনিটেক্স স্পিনিং লিমিটেড এবং স্টেপ মিডিয়া লিমিটেড।

গত সোমবার রাজধানীতে বেজা সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জমি ইজারা সংক্রান্ত চুক্তি সই হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

চুক্তি অনুযায়ী কক্সবাজারের মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে জিটিসিএল ১৩ দশমিক ৮৭ একর জমিতে গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন নির্মাণ করবে। একইসঙ্গে আরপিজিসিএল চার দশমিক ৪০ একর জমিতে দু’টি এফএসআরইউ সাব-সি পাইপলাইন ও প্লাটফর্ম ইন-টাই ইন পয়েন্ট নির্মাণ করবে।

অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে মাফ সু’জ লিমিটেড ৩০ একর জমি লিজ পেয়েছে। প্রতিষ্ঠানটি ৭১ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে শতভাগ রপ্তানিমুখী কম্পোজিট সু, নিট ফেব্রিক, ওভেন ও নন ওভেন ক্যাপ উৎপাদন করবে। এতে প্রায় পাঁচ হাজার ৫০০ লোকের কর্মসংস্থান হবে।

সায়মন বিচ রিসোর্ট লিমিটেড বঙ্গবন্ধু শিল্প নগরে ছয় একর জমিতে ২৯ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে হোটেল ও রিসোর্ট নির্মাণ করবে। এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় ৪৫০ জন লোকের।