ফিরছেন রোকেয়া প্রাচী

অভিনেত্রী ও নাট্যনির্দেশক রোকেয়া প্রাচী করোনা শুরু হবার পর থেকে আজ পর্যন্ত পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন। তিনি জানান, আগামী ঈদের পর তিনি নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের মধ্যদিয়ে কাজে ফেরবেন। তাতে অভিনয়ও করবেন তিনি। রোকেয়া প্রাচী বলেন, ‘ দীর্ঘ এই করোনাকালীন সময়ে সত্যি বলতে কী আমি পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছি। আমার মাকে বিশেষভাবে সময় দিয়েছি। বড় মেয়ে দেশে এসেছে। তাকে নিয়ে ছোট মেয়ের সঙ্গে সময় কেটেছে বেশ ভালোলাগার মধ্যে। এখনো পরিবারের সঙ্গেই আনন্দে কাটছে সময়। মাঝে শুধু বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমার প্রযোজনা সংস্থা থেকে চারটি তথ্যচিত্র নির্মিত হয়েছে। যারমধ্যে আমি যুদ্ধ এব বীরাঙ্গনা’ নির্মাণ করেছি এবং এতে অভিনয়ও করেছি। তবে আগামী ঈদের পর নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করবো এবং তাতে অভিনয়ও করবো। তা নিয়েই আপাতত ব্যস্ত আছি। রোকেয়া প্রাচী প্রথম বিটিভির ‘জয় পরাজয়’ নাটকে অভিনয় করেন। পরবর্তীতে মোরশেদুল ইসলামের ‘দুখাই’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। এই সিনেমাতে অভিনয়ো জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন। রোকেয়া প্রাচী সর্বশেষ অনিমেষ আইচের নির্দেশনায় ‘বোকা ভূত’ নাটকে অভিনয় করেন; যা দূরন্ত টিভিতে প্রচার হয়।

বুধবার, ২৩ জুন ২০২১ , ৯ আষাঢ় ১৪২৮ ১১ জিলকদ ১৪৪২

ফিরছেন রোকেয়া প্রাচী

বিনোদন প্রতিবেদক |

image

অভিনেত্রী ও নাট্যনির্দেশক রোকেয়া প্রাচী করোনা শুরু হবার পর থেকে আজ পর্যন্ত পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন। তিনি জানান, আগামী ঈদের পর তিনি নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের মধ্যদিয়ে কাজে ফেরবেন। তাতে অভিনয়ও করবেন তিনি। রোকেয়া প্রাচী বলেন, ‘ দীর্ঘ এই করোনাকালীন সময়ে সত্যি বলতে কী আমি পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছি। আমার মাকে বিশেষভাবে সময় দিয়েছি। বড় মেয়ে দেশে এসেছে। তাকে নিয়ে ছোট মেয়ের সঙ্গে সময় কেটেছে বেশ ভালোলাগার মধ্যে। এখনো পরিবারের সঙ্গেই আনন্দে কাটছে সময়। মাঝে শুধু বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমার প্রযোজনা সংস্থা থেকে চারটি তথ্যচিত্র নির্মিত হয়েছে। যারমধ্যে আমি যুদ্ধ এব বীরাঙ্গনা’ নির্মাণ করেছি এবং এতে অভিনয়ও করেছি। তবে আগামী ঈদের পর নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করবো এবং তাতে অভিনয়ও করবো। তা নিয়েই আপাতত ব্যস্ত আছি। রোকেয়া প্রাচী প্রথম বিটিভির ‘জয় পরাজয়’ নাটকে অভিনয় করেন। পরবর্তীতে মোরশেদুল ইসলামের ‘দুখাই’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। এই সিনেমাতে অভিনয়ো জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন। রোকেয়া প্রাচী সর্বশেষ অনিমেষ আইচের নির্দেশনায় ‘বোকা ভূত’ নাটকে অভিনয় করেন; যা দূরন্ত টিভিতে প্রচার হয়।