৬ জেলায় করোনায় মৃত্যু ৬, নতুন শনাক্ত ২৪২

বাগেরহাটে মৃত্যু ৩ শনাক্ত ৬০

প্রতিনিধি, বাগেরহাট

মহামারী করেনাভাইরাসে বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৬০ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। ১৩৬টি নমুনা পরীক্ষায় ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনাভাইরাস সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ হাজার ৭৪৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭০ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বুধবার সকালে বলেন, বাগেরহাট জেলায় গত ২৪ ঘটনায় ১৩৬ জনের নমুনা পরীক্ষা করায় ৬০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আর এ সময়ে রামপাল, মংলা ও মোড়েলগঞ্জ উপজেলায় মোট ৩ জন মারা গেছেন। সদর ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ১৯ জন করোনা রোগী ভর্তি আছেন।

ঝালকাঠিতে মৃত্যু ৩

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে গত ৩ দিনে করেনাভাইরাসে পরপর ৩ জনের মৃত্যু হয়েছে। জেলার বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিমে করোনা ইউনিটে এদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মন্টু সিকদার(৭৬), রাজাপুর উপজেলা মঠবাড়ি গ্রামে আব্দুল মান্নান(৭০) ও ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার হাফিজা বেগম(৫০)। এ নিয়ে ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার ৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে ঝালকাঠি জেলায় স্বাস্থ্য বিভাগ ৬৩৪৬ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে ১৪৬৫ জনের পজিটিভ ও ৪৪২৪ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ৩৪ জনের মৃত্যু হয়েছে ও ১৩১৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে ১১৪ জন হোম ও ৩ জন হাসপাতাল আইসোলেশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছেন।

কিশোরগঞ্জে নতুন

শনাক্ত ৫৪

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মঙ্গলবার নতুন ৫৪ জনের করোনা ধরা পড়েছে। সদরেই ৩৬ জন। সুস্থ হয়েছেন ২০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষায় নতুন ৫৪টি আর পুরনো রোগীদের ১৬টি নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবের পরীক্ষায় ৭৫টি নমুনাই নেগেটিভ হয়েছে।

মহেশপুরে শনাক্ত ১০

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

গত মঙ্গলবার ঝিনাইদহের ৬টি উপজেলার মধ্যে সর্বোচ্চ রেকর্ড মহেশপুরে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭ জনে। মহেশপুরে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. হাসিবুর সাত্তার জানান, মঙ্গলবার ঝিনাইদহ জেলায় মোট ৬৫ জনের নমুনা পরীক্ষার পর ৩০ জনের দেহে করোনা পজিটিভ রিপোর্ট ধরা পড়ে। এরমধ্যে মহেশপুর উপজেলায় ১০ জন, ঝিনাইদহ সদরে ৩, হরিণাকু-ে ৭, কালীগঞ্জে ৯ ও শৈলকুপায় ১ জন।

নোয়াখালীতে শনাক্ত ১১৫

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালী জেলায় একদিনে নতুন করে আরও ১১৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০৪৫১ জন। জেলায় মারা গেছে এ পর্যন্ত ১২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৩৩৭ জন। জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীসহ গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে জনসমাগম বেশি। প্রশাসনের তেমন তৎপরতা না থাকায় নোয়াখালীতে সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা। বেগমগঞ্জে এ পর্যন্ত মারা গেছে সর্বোচ্চ ৪৫ জন ।

চিতলমারীতে

শনাক্ত ৩

প্রতিনিধি, চিতলমারী (বাগেরহাট)

বাগেরহাটের চিতলমারী নতুন করে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন থানার ওসি (তদন্ত) মো. ইকরাম হোসেনসহ তিনজন। গত মঙ্গলবার দুপুর ও বিকেলে আক্রান্তদের লকডাউনের আওতায় আনা হয়। আক্রান্তরা হলেন, চিতলমারী থানার ইন্সপেক্টর তদন্ত খড়ম খালী গ্রামের এনজিও কর্মী অর্পিতা ব্রাহ্ম এবং শান্তি খালী গ্রামের স্বপ্না বেগম। উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, উপজেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০৫ জনের। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৯ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন বাদে বাকিরা সুস্থ হয়েছেন।

খাগড়াছড়িতে শনাক্ত ১১

প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, গত ২৪ ঘণ্টায় ২১ জন করোনা পরীক্ষা করলে ৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তার মধ্যে খাগড়াছড়ি সদরে ৫ জন মাটিরাঙ্গায় স্বামী-স্ত্রীসহ ৫ জন ও মানিকছড়ি উপজেলাতে একজন।

এ নিয়ে চলতি মাসে জেলায় মোট ৭শ’ ৬৮ জন করোনা পরীক্ষা করে ৮৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এখন পর্যন্ত জেলায় সর্বমোট ৭ হাজার ১২৫ জন করোনা পরীক্ষা করেছেন। তারমধ্যে এক হাজার ১০ জনের শরীরে করোনা ধরা পড়ে। বর্তমানে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ , ১০ আষাঢ় ১৪২৮ ১২ জিলকদ ১৪৪২

৬ জেলায় করোনায় মৃত্যু ৬, নতুন শনাক্ত ২৪২

বাগেরহাটে মৃত্যু ৩ শনাক্ত ৬০

প্রতিনিধি, বাগেরহাট

মহামারী করেনাভাইরাসে বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৬০ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। ১৩৬টি নমুনা পরীক্ষায় ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনাভাইরাস সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ হাজার ৭৪৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭০ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বুধবার সকালে বলেন, বাগেরহাট জেলায় গত ২৪ ঘটনায় ১৩৬ জনের নমুনা পরীক্ষা করায় ৬০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আর এ সময়ে রামপাল, মংলা ও মোড়েলগঞ্জ উপজেলায় মোট ৩ জন মারা গেছেন। সদর ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ১৯ জন করোনা রোগী ভর্তি আছেন।

ঝালকাঠিতে মৃত্যু ৩

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে গত ৩ দিনে করেনাভাইরাসে পরপর ৩ জনের মৃত্যু হয়েছে। জেলার বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিমে করোনা ইউনিটে এদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মন্টু সিকদার(৭৬), রাজাপুর উপজেলা মঠবাড়ি গ্রামে আব্দুল মান্নান(৭০) ও ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার হাফিজা বেগম(৫০)। এ নিয়ে ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার ৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে ঝালকাঠি জেলায় স্বাস্থ্য বিভাগ ৬৩৪৬ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে ১৪৬৫ জনের পজিটিভ ও ৪৪২৪ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ৩৪ জনের মৃত্যু হয়েছে ও ১৩১৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে ১১৪ জন হোম ও ৩ জন হাসপাতাল আইসোলেশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছেন।

কিশোরগঞ্জে নতুন

শনাক্ত ৫৪

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মঙ্গলবার নতুন ৫৪ জনের করোনা ধরা পড়েছে। সদরেই ৩৬ জন। সুস্থ হয়েছেন ২০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষায় নতুন ৫৪টি আর পুরনো রোগীদের ১৬টি নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবের পরীক্ষায় ৭৫টি নমুনাই নেগেটিভ হয়েছে।

মহেশপুরে শনাক্ত ১০

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

গত মঙ্গলবার ঝিনাইদহের ৬টি উপজেলার মধ্যে সর্বোচ্চ রেকর্ড মহেশপুরে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭ জনে। মহেশপুরে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. হাসিবুর সাত্তার জানান, মঙ্গলবার ঝিনাইদহ জেলায় মোট ৬৫ জনের নমুনা পরীক্ষার পর ৩০ জনের দেহে করোনা পজিটিভ রিপোর্ট ধরা পড়ে। এরমধ্যে মহেশপুর উপজেলায় ১০ জন, ঝিনাইদহ সদরে ৩, হরিণাকু-ে ৭, কালীগঞ্জে ৯ ও শৈলকুপায় ১ জন।

নোয়াখালীতে শনাক্ত ১১৫

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালী জেলায় একদিনে নতুন করে আরও ১১৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০৪৫১ জন। জেলায় মারা গেছে এ পর্যন্ত ১২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৩৩৭ জন। জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীসহ গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে জনসমাগম বেশি। প্রশাসনের তেমন তৎপরতা না থাকায় নোয়াখালীতে সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা। বেগমগঞ্জে এ পর্যন্ত মারা গেছে সর্বোচ্চ ৪৫ জন ।

চিতলমারীতে

শনাক্ত ৩

প্রতিনিধি, চিতলমারী (বাগেরহাট)

বাগেরহাটের চিতলমারী নতুন করে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন থানার ওসি (তদন্ত) মো. ইকরাম হোসেনসহ তিনজন। গত মঙ্গলবার দুপুর ও বিকেলে আক্রান্তদের লকডাউনের আওতায় আনা হয়। আক্রান্তরা হলেন, চিতলমারী থানার ইন্সপেক্টর তদন্ত খড়ম খালী গ্রামের এনজিও কর্মী অর্পিতা ব্রাহ্ম এবং শান্তি খালী গ্রামের স্বপ্না বেগম। উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, উপজেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০৫ জনের। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৯ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন বাদে বাকিরা সুস্থ হয়েছেন।

খাগড়াছড়িতে শনাক্ত ১১

প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, গত ২৪ ঘণ্টায় ২১ জন করোনা পরীক্ষা করলে ৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তার মধ্যে খাগড়াছড়ি সদরে ৫ জন মাটিরাঙ্গায় স্বামী-স্ত্রীসহ ৫ জন ও মানিকছড়ি উপজেলাতে একজন।

এ নিয়ে চলতি মাসে জেলায় মোট ৭শ’ ৬৮ জন করোনা পরীক্ষা করে ৮৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এখন পর্যন্ত জেলায় সর্বমোট ৭ হাজার ১২৫ জন করোনা পরীক্ষা করেছেন। তারমধ্যে এক হাজার ১০ জনের শরীরে করোনা ধরা পড়ে। বর্তমানে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।