রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আশঙ্কাজনক

দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. রিয়াজ হোসেন অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম হয়েছেন। গত সোমবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকার তার নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। সাংবাদিক রিয়াজ হোসেন কাঞ্চন পৌর এলাকার খাঁপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জস্থ ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সহকর্মী দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন জয় জানান, গত সোমবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে রিয়াজকে রাত প্রায় সোয়া ১২টার দিকে কাঞ্চন বাজারের ডিস অফিসের সামনে বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়ে তিনি চলে যান। এরপরই ডিস অফিসের সামনে একদল সন্ত্রাসী রিয়াজ হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে করে মাথার হাড় কেটে যায়। এরপর রিয়াজ হোসেনের আর্তচিৎকারে পরিবারসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সুফী দায়েমুদ্দিন হাসপাতালে ভর্তি করেন। সেখানে রিয়াজের মাথায় ১৮টি সেলাই করে চিকিৎসা দেন চিকিৎসকরা। অবস্থা আশঙ্কা হওয়ায় রিয়াজকে পরে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে, এখনও সাংবাদিক রিয়াজ আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সাংবাদিক জয়নাল আবেদীন জয় আরও জানান, বেশ কয়েকদিন ধরেই সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীরা নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছিল। এ ব্যাপারে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এদিকে, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকরা গুরুতর আহত সাংবাদিক রিয়াজ হোসেনের পাশে দাঁড়িয়েছেন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি আলম হোসেন এবং সাধারণ সম্পাদক নাসরিন গীতি। তারা সন্ত্রাসীদের খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ , ১০ আষাঢ় ১৪২৮ ১২ জিলকদ ১৪৪২

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আশঙ্কাজনক

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. রিয়াজ হোসেন অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম হয়েছেন। গত সোমবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকার তার নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। সাংবাদিক রিয়াজ হোসেন কাঞ্চন পৌর এলাকার খাঁপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জস্থ ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সহকর্মী দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন জয় জানান, গত সোমবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে রিয়াজকে রাত প্রায় সোয়া ১২টার দিকে কাঞ্চন বাজারের ডিস অফিসের সামনে বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়ে তিনি চলে যান। এরপরই ডিস অফিসের সামনে একদল সন্ত্রাসী রিয়াজ হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে করে মাথার হাড় কেটে যায়। এরপর রিয়াজ হোসেনের আর্তচিৎকারে পরিবারসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সুফী দায়েমুদ্দিন হাসপাতালে ভর্তি করেন। সেখানে রিয়াজের মাথায় ১৮টি সেলাই করে চিকিৎসা দেন চিকিৎসকরা। অবস্থা আশঙ্কা হওয়ায় রিয়াজকে পরে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে, এখনও সাংবাদিক রিয়াজ আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সাংবাদিক জয়নাল আবেদীন জয় আরও জানান, বেশ কয়েকদিন ধরেই সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীরা নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছিল। এ ব্যাপারে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এদিকে, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকরা গুরুতর আহত সাংবাদিক রিয়াজ হোসেনের পাশে দাঁড়িয়েছেন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি আলম হোসেন এবং সাধারণ সম্পাদক নাসরিন গীতি। তারা সন্ত্রাসীদের খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।