গৌরীপুর বাজারের বর্জ্যে ভরাট হচ্ছে খাল সেচ সংকটে কৃষক

দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার অনেকে বলে লন্ডনী বাজার। এই বাজারের পূর্বপাশে হাইস্কুল সংলগ্ন একটি খাল। খালটি গোমতী নদী হতে মাইথারকান্দি, হরিপুর, পেন্নাই, আমিরাবাদ, ইছাপুর, তিনচিটা, জিংলাতলী গ্রাম পর্যন্ত বিস্তৃত। এসব গ্রামের কৃষকের জমিতে পানি প্রবাহের একমাত্র উপায় খালটি। বাজারের সব ময়লা আবর্জনা প্রতিনিয়ত খালটির পাশে (স্কুল সংলগ্ন) ফালানো হয়। এ কারণে ময়লায় একদিকে খালটি ভরাট হচ্ছে অপর দিকে দূষিত হচ্ছে পরিবেশ। ময়লা আবর্জনা দুর্গন্ধে স্কুলের ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের ওই রাস্তা দিয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত এভাবে ময়লা আবর্জনা ফেললে ইহার দুর্গন্ধে সাধারণত হাজার হাজার স্কুল এর ছাত্র-ছাত্রী এবং বাজারে আসা হাজার হাজার ক্রেতা-বিক্রেতা সাধারণ মানুষ নানা রকম অসুখ বিশুখে স্বাস্থ্যগতভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। এছাড়া প্রতিনিয়ত খাল সংলগ্ন বাড়িগুলো বেদখল করে নিচ্ছে। এতে করে উক্ত এলাকার হাজার হাজার একর ইরি জমি পানি সেচের কারণে হুমকির সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে বাজারের সেক্রেটারি মো. নোমান সরকার জানান, সত্যিকার অর্থে আজ পর্যন্ত আমরা এ ব্যাপারে কোন রকম উদ্যোগ নেইনি।

খালটি পুনরুদ্ধারের ব্যাপারে মেজর জেনারেল (অব) মো. সুবিদ আলী ভূঁইয়া এম.পি ও উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের সঙ্গে আমরা আলাপ করে যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করব।

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ , ১০ আষাঢ় ১৪২৮ ১২ জিলকদ ১৪৪২

গৌরীপুর বাজারের বর্জ্যে ভরাট হচ্ছে খাল সেচ সংকটে কৃষক

প্রতিনিধি, দাউদকান্দি (কুমিল্লা)

image

দাউদকান্দি (কুমিল্লা) : গৌরীপুর বাজারের বর্জে এভাবেই ভরাট হচ্ছে আমিরাবাদ খাল -সংবাদ

দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার অনেকে বলে লন্ডনী বাজার। এই বাজারের পূর্বপাশে হাইস্কুল সংলগ্ন একটি খাল। খালটি গোমতী নদী হতে মাইথারকান্দি, হরিপুর, পেন্নাই, আমিরাবাদ, ইছাপুর, তিনচিটা, জিংলাতলী গ্রাম পর্যন্ত বিস্তৃত। এসব গ্রামের কৃষকের জমিতে পানি প্রবাহের একমাত্র উপায় খালটি। বাজারের সব ময়লা আবর্জনা প্রতিনিয়ত খালটির পাশে (স্কুল সংলগ্ন) ফালানো হয়। এ কারণে ময়লায় একদিকে খালটি ভরাট হচ্ছে অপর দিকে দূষিত হচ্ছে পরিবেশ। ময়লা আবর্জনা দুর্গন্ধে স্কুলের ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের ওই রাস্তা দিয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত এভাবে ময়লা আবর্জনা ফেললে ইহার দুর্গন্ধে সাধারণত হাজার হাজার স্কুল এর ছাত্র-ছাত্রী এবং বাজারে আসা হাজার হাজার ক্রেতা-বিক্রেতা সাধারণ মানুষ নানা রকম অসুখ বিশুখে স্বাস্থ্যগতভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। এছাড়া প্রতিনিয়ত খাল সংলগ্ন বাড়িগুলো বেদখল করে নিচ্ছে। এতে করে উক্ত এলাকার হাজার হাজার একর ইরি জমি পানি সেচের কারণে হুমকির সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে বাজারের সেক্রেটারি মো. নোমান সরকার জানান, সত্যিকার অর্থে আজ পর্যন্ত আমরা এ ব্যাপারে কোন রকম উদ্যোগ নেইনি।

খালটি পুনরুদ্ধারের ব্যাপারে মেজর জেনারেল (অব) মো. সুবিদ আলী ভূঁইয়া এম.পি ও উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের সঙ্গে আমরা আলাপ করে যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করব।