ইউপি ভোটে মামা-ভাগ্নে ড্র

মেম্বার পদে ভোটযুদ্ধে মামা-ভাগ্নে সমান সমান ভোট পেয়েছেন। গত সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পটুয়াখালীর দশমিনা উপজেলার ৫নং বহরমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফলাফল এটি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত সোমবার ইউপি নির্বাচনে উপজেলার বহরমপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তালা প্রতীকে মামা মো. ইকবাল হোসেন মৃধা ৩৩১ ও ভাইগ্না মো. আফজাল হোসেন কালু মোরগ প্রতীকে ৩৩১ ভোট পেয়ে সমানে সমান হয়ে গেছে। দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মো. নেছার উদ্দিন জানান, বিষয়টি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার মো. জিয়াউল রহমান জানান, বহরমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে তারমধ্যে দুইজন প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনরায় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে জানানো হয় ।

শুক্রবার, ২৫ জুন ২০২১ , ১১ আষাঢ় ১৪২৮ ১৩ জিলকদ ১৪৪২

ইউপি ভোটে মামা-ভাগ্নে ড্র

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

মেম্বার পদে ভোটযুদ্ধে মামা-ভাগ্নে সমান সমান ভোট পেয়েছেন। গত সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পটুয়াখালীর দশমিনা উপজেলার ৫নং বহরমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফলাফল এটি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত সোমবার ইউপি নির্বাচনে উপজেলার বহরমপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তালা প্রতীকে মামা মো. ইকবাল হোসেন মৃধা ৩৩১ ও ভাইগ্না মো. আফজাল হোসেন কালু মোরগ প্রতীকে ৩৩১ ভোট পেয়ে সমানে সমান হয়ে গেছে। দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মো. নেছার উদ্দিন জানান, বিষয়টি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার মো. জিয়াউল রহমান জানান, বহরমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে তারমধ্যে দুইজন প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনরায় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে জানানো হয় ।