মাদারীপুরে লকডাউন ঢিলেঢালা

মাদারীপুর জেলায় লকডাউন ঢিলেঢালাভাবে চলেছে। গণপরিবহন বন্ধ থাকলেও রাস্তায় দেখা গেছে তিন চাকার ব্যাটারি চালিত ইজিবাইক ও রিক্সাসহ বিভিন্ন ধরনের যানবাহন। শহরে দোকানপাটও দেখা গেছে খোলা রয়েছে। মাঝে মাঝে শহরের বিভিন্ন মোড়ে পুলিশ দেখা গেলেও কার্যত লকডাউন ছিল ঢিলেঢালা। প্রশাসনেরও তৎপরতাও তেমন চোখে পড়েনি। মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া এই লকডাউন কার্যকর থাকবে ৩০ জুন পর্যন্ত। মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় ৫৯টি নমুনা পরীক্ষায় ২৬ জন শনাক্ত হয়েছেন।

মুন্সীগঞ্জে সব কিছুই স্বাভাবিক

মুন্সীগঞ্জে তৃতীয় দিনের লকডাউনে সব কিছুই ছিল স্বাভাবিক বন্ধ হয়নি কিছুই। করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়াতে ঢাকার আশপাশের ৭টি জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৬টা পর্যন্ত কঠোর লকডাউনের কোন প্রকার প্রভাব দেখা যায়নি। মানুষের চলাচল এবং অটো, মিশুক, বাজারের সকল দোকান পাট খোলা অবস্থায় রয়েছে।

শুক্রবার, ২৫ জুন ২০২১ , ১১ আষাঢ় ১৪২৮ ১৩ জিলকদ ১৪৪২

মাদারীপুরে লকডাউন ঢিলেঢালা

জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর, প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মাদারীপুর জেলায় লকডাউন ঢিলেঢালাভাবে চলেছে। গণপরিবহন বন্ধ থাকলেও রাস্তায় দেখা গেছে তিন চাকার ব্যাটারি চালিত ইজিবাইক ও রিক্সাসহ বিভিন্ন ধরনের যানবাহন। শহরে দোকানপাটও দেখা গেছে খোলা রয়েছে। মাঝে মাঝে শহরের বিভিন্ন মোড়ে পুলিশ দেখা গেলেও কার্যত লকডাউন ছিল ঢিলেঢালা। প্রশাসনেরও তৎপরতাও তেমন চোখে পড়েনি। মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া এই লকডাউন কার্যকর থাকবে ৩০ জুন পর্যন্ত। মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় ৫৯টি নমুনা পরীক্ষায় ২৬ জন শনাক্ত হয়েছেন।

মুন্সীগঞ্জে সব কিছুই স্বাভাবিক

মুন্সীগঞ্জে তৃতীয় দিনের লকডাউনে সব কিছুই ছিল স্বাভাবিক বন্ধ হয়নি কিছুই। করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়াতে ঢাকার আশপাশের ৭টি জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৬টা পর্যন্ত কঠোর লকডাউনের কোন প্রকার প্রভাব দেখা যায়নি। মানুষের চলাচল এবং অটো, মিশুক, বাজারের সকল দোকান পাট খোলা অবস্থায় রয়েছে।