মুন্নু ফেব্রিক্সের শেয়ারের দাম বেড়েছে দ্বিগুণ

মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে দ্বিগুণ। গত ১৩ জুন ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে আসা কোম্পানিটির শেয়ারের দাম দুই সপ্তাহে বেড়েছে সাড়ে ১৪ টাকা বা দ্বিগুণের বেশি। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য মতে, গত ১৩ জুন মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ারের দাম ছিল ১১ টাকা। সেখান থেকে দুই সপ্তাহে সাড়ে ১৪ টাকা দাম বেড়ে গত ২৪ জুন ২৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। হঠাৎ দাম বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দিয়েছে ডিএসই। কোম্পানিটি জানিয়েছে তাদের কাছে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটি ১৯৯৬ সালে প্রথম পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। উৎপাদন না থাকা, নিয়মিত বার্ষিক সাধারণ সভা না করা, নিয়ম অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আর্থিক প্রতিবেদন জমা না দেয়া, লভ্যাংশ প্রদান ও সিকিউরিটিজ আইন পরিপালন না করায় ২০০৯ সালে ওটিসি মার্কেটে নেয়া হয় মুন্নু ফেব্রিক্সকে। এরপর চলতি মাসের ১৩ জুন থেকে মূল মার্কেটে অন্তর্ভুক্ত করা হয়।

জানা যায়, ২০১৯-২০২০ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস বেড়েছে ৬ পয়সা। এ সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ১১ পয়সা। আগের অর্থবছরের ইপিএস ছিল ৫ পয়সা।

কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৭৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৪ দশমিক ৭৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১ দশমিক ৩৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৭ দশমিক ৯ শতাংশ শেয়ার।

রবিবার, ২৭ জুন ২০২১ , ১৩ আষাঢ় ১৪২৮ ১৫ জিলক্বদ ১৪৪২

মুন্নু ফেব্রিক্সের শেয়ারের দাম বেড়েছে দ্বিগুণ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে দ্বিগুণ। গত ১৩ জুন ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে আসা কোম্পানিটির শেয়ারের দাম দুই সপ্তাহে বেড়েছে সাড়ে ১৪ টাকা বা দ্বিগুণের বেশি। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য মতে, গত ১৩ জুন মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ারের দাম ছিল ১১ টাকা। সেখান থেকে দুই সপ্তাহে সাড়ে ১৪ টাকা দাম বেড়ে গত ২৪ জুন ২৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। হঠাৎ দাম বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দিয়েছে ডিএসই। কোম্পানিটি জানিয়েছে তাদের কাছে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটি ১৯৯৬ সালে প্রথম পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। উৎপাদন না থাকা, নিয়মিত বার্ষিক সাধারণ সভা না করা, নিয়ম অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আর্থিক প্রতিবেদন জমা না দেয়া, লভ্যাংশ প্রদান ও সিকিউরিটিজ আইন পরিপালন না করায় ২০০৯ সালে ওটিসি মার্কেটে নেয়া হয় মুন্নু ফেব্রিক্সকে। এরপর চলতি মাসের ১৩ জুন থেকে মূল মার্কেটে অন্তর্ভুক্ত করা হয়।

জানা যায়, ২০১৯-২০২০ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস বেড়েছে ৬ পয়সা। এ সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ১১ পয়সা। আগের অর্থবছরের ইপিএস ছিল ৫ পয়সা।

কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৭৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৪ দশমিক ৭৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১ দশমিক ৩৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৭ দশমিক ৯ শতাংশ শেয়ার।