করোনায় ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ মালিক-শ্রমিকদের সহায়তা প্রদান

করোনা মহামারীতে নিয়ামতপুরের ক্ষতিগ্রস্ত হোটেল, রেস্তোরা, চা স্টলের মালিক ও শ্রমিকদের প্রধানমন্ত্রীর তথবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। গত শুক্রবার জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। ইতোমধ্যে উপজেলার ৭ ইউনিয়নে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সর্বশেষ ধাপে নিয়ামতপুর সদর ইউপির হোটেল, রেস্তরাঁ ও চা স্টলের মালিক ও শ্রমিকদের হাতে নগদ ৫শ টাকা করে তুলে দিলেন ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসন।

রবিবার, ২৭ জুন ২০২১ , ১৩ আষাঢ় ১৪২৮ ১৫ জিলক্বদ ১৪৪২

করোনায় ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ মালিক-শ্রমিকদের সহায়তা প্রদান

প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

করোনা মহামারীতে নিয়ামতপুরের ক্ষতিগ্রস্ত হোটেল, রেস্তোরা, চা স্টলের মালিক ও শ্রমিকদের প্রধানমন্ত্রীর তথবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। গত শুক্রবার জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। ইতোমধ্যে উপজেলার ৭ ইউনিয়নে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সর্বশেষ ধাপে নিয়ামতপুর সদর ইউপির হোটেল, রেস্তরাঁ ও চা স্টলের মালিক ও শ্রমিকদের হাতে নগদ ৫শ টাকা করে তুলে দিলেন ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসন।