পাঁচ জেলায় মৃত্যু ১৪, শনাক্ত ৪০২

চুয়াডাঙ্গায় মৃত্যু ৯, শনাক্ত ১০৬

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন ১০৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.এ.এস.এম.ফাতেহ্ আকরাম জানান, জেলায় নতুন শনাক্ত ১০৬ জনের মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, আলমডাঙ্গা উপজেলায় ১১ জন, দামুড়হুদা উপজেলায় ১৬ জন ও জীবননগর উপজেলায় ৪০ জন। ২৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জন পজিটিভ হয়। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ২৫ শতাংশ। গত শনিবার জেলার ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এরা হচ্ছেন আলমডাঙ্গার পৌর এলাকার কোর্ট পাড়ার আব্দুল খালেক (৬৮) ও জীবননগর উপজেলার ধানখোলা গ্রামের ডুবারি (৭০)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ৭ জন মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌরসভার সুমিরদিয়া পাড়ার ওহুপান আলী (৬০), তালতলাপাড়ার বাসুদেব কর্মকার (৬১), সদর উপজেলার ডিহিগ্রামের আয়েশা বেগম (৪০), দামুড়হুদা উপজেলার গোপিনাথপুর গ্রামের লাখি আক্তার (৪০), একই উপজেলার জয়রামপুর গ্রামের ওসমানআলি (৬০), একই গ্রমের মরিয়ম বেগম (৪৫)এবং দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ড পাড়ার রেনু বেগম (৭০)।

বাগেরহাটে মৃত্যু ৫, শনাক্ত ১৭৭

করোনাভাইরাসে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭৭ জন সংক্রমিত হয়েছেন। আর ৪৮ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। গত শনিবারে সারাদিনের খুলনা ও বাগেরহাটের ল্যাবে জেলার ৪১২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট গত রোববার সকালে সিভিল সার্জন অফিসে আসে। সংক্রামণের শতকরা হার ৪২.২৯। এ নিয়ে জেলায় প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মোট সংক্রমিত হলেন ৩ হাজার ৫৮ জন। আর মোট মৃত্যু হয়েছে ৭৯ জনের।

ভান্ডারিয়ায় শনাক্ত ২০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শনিবার ৩৩ জন রোগীকে পরীক্ষা করা হলে ১১ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এছাড়াও গত ২৪ জুন ৯ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এ নিয়ে নতুন করে ২০ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে।

পিরোজপুরের ভান্ডারিয়ায় করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় (কোভিড-১৯ সংক্রমণ রোধে) জেলা ম্যাজিস্ট্রেট ও পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত এক সপ্তাহের জন্য ভান্ডারিয়া পৌরসভায় লকডাউন ঘোষণা করেছেন। কিন্তু ভান্ডারিয়া পৌরশহরের ক্রেতা-বিক্রেতাসহ কেহই এ লকডাউন মানছেন না। ভান্ডারিয়া বাজারে সরেজমিনে গিয়ে দেখা সেখানকার জীবনযাত্রা স্বাভাবিক। কারও মুখে মাস্ক পর্যন্ত নেই। কোন রকম স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে তারা বিকিকিনি চালিয়ে যাচ্ছেন।

ঈশ্বরদীতে শনাক্ত ৭৩

ঈশ্বরদীতে গত ২ দিনে নতুন করে ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার ৭৩ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট ঈশ্বরদীতে সরকারি হিসাবে করোনা আক্রান্ত ৪৫৮ জন আর বেসরকারিভাবে করোনা আক্রান্ত ১০৮০ জন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এফ এ আসমা খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের ফলাফল পজিটিভ এসেছে। গত দুই দিনে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ৭১ জনের নমুনা সংগ্রহ করে সরকারি ল্যাবে পরীক্ষায় ৩২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৫০ জনের নমুনা পরীক্ষার মাধ্যমে আরও ৪১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

ঝালকাঠিতে শনাক্ত ২৬

ঝালকাঠিতে গত শনিবারের পাওয়া রিপোর্ট পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২৬ জন আক্রান্ত হয়েছে। গত ১ সপ্তাহ যাবত হঠাৎ করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগ ৬৫৪০ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে ১৫৫৪ জন আক্রান্ত হয়েছে এবং ৪৫০১ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ৩৪ জনের মৃত ও ১৩১৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে ১৫৮ জন হোম ও ৪ জন হাসপাতাল আইসোলেয়েশনে রয়েছে। ঝালকাঠিরে সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছে।

আরও খবর
সুন্দরগঞ্জ-কামারজানি বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস
কাপাসিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ
কেরানীগঞ্জের ইকুরিয়া বাজারের পয়ঃনিষ্কাশন নালা সংস্কার শুরু
গৌরনদীতে শহীদ মুক্তিযোদ্ধার কবর বাঁধাই করতে গিয়ে বিপাকে প্রশাসন
দাগনভূঞার যুবক মীরসরাইয়ে নিহত
দেড় বছর ধরে করোনা রোগীদের সেবা দিচ্ছেন ৬৫ ছাত্রলীগ নেতাকর্মী
করোনাবিধি মানছেন না ভীমপুর ইউপি চেয়ারম্যান
সেনবাগে বিয়ের ১৫ দিন পর গৃহবধূর আত্মহত্যা স্বামী আটক
চট্টগ্রামে অস্ত্রসহ ৩ ডাকাত আটক
শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে যাত্রীর চাপে বাড়ছে করোনার ঝুঁকি
মেয়াদ শেষ হলেও নির্মিত হয়নি দুর্যোগসহনীয় ঘর
সৈয়দপুরে বজ্রপাতে ছাত্রের মৃত্যু
চুয়াডাঙ্গার সীমান্তে ১৫ কেজি রুপা জব্দ : ধৃত দুই
তিতাসে সর্প দংশনে ছাত্রের মৃত্যু

সোমবার, ২৮ জুন ২০২১ , ১৪ আষাঢ় ১৪২৮ ১৬ জিলক্বদ ১৪৪২

পাঁচ জেলায় মৃত্যু ১৪, শনাক্ত ৪০২

প্রতিনিধি, চুয়াডাঙ্গা, বাগেরহাট, ভান্ডারিয়া (পিরোজপুর), জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি, প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

চুয়াডাঙ্গায় মৃত্যু ৯, শনাক্ত ১০৬

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন ১০৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.এ.এস.এম.ফাতেহ্ আকরাম জানান, জেলায় নতুন শনাক্ত ১০৬ জনের মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, আলমডাঙ্গা উপজেলায় ১১ জন, দামুড়হুদা উপজেলায় ১৬ জন ও জীবননগর উপজেলায় ৪০ জন। ২৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জন পজিটিভ হয়। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ২৫ শতাংশ। গত শনিবার জেলার ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এরা হচ্ছেন আলমডাঙ্গার পৌর এলাকার কোর্ট পাড়ার আব্দুল খালেক (৬৮) ও জীবননগর উপজেলার ধানখোলা গ্রামের ডুবারি (৭০)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ৭ জন মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌরসভার সুমিরদিয়া পাড়ার ওহুপান আলী (৬০), তালতলাপাড়ার বাসুদেব কর্মকার (৬১), সদর উপজেলার ডিহিগ্রামের আয়েশা বেগম (৪০), দামুড়হুদা উপজেলার গোপিনাথপুর গ্রামের লাখি আক্তার (৪০), একই উপজেলার জয়রামপুর গ্রামের ওসমানআলি (৬০), একই গ্রমের মরিয়ম বেগম (৪৫)এবং দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ড পাড়ার রেনু বেগম (৭০)।

বাগেরহাটে মৃত্যু ৫, শনাক্ত ১৭৭

করোনাভাইরাসে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭৭ জন সংক্রমিত হয়েছেন। আর ৪৮ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। গত শনিবারে সারাদিনের খুলনা ও বাগেরহাটের ল্যাবে জেলার ৪১২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট গত রোববার সকালে সিভিল সার্জন অফিসে আসে। সংক্রামণের শতকরা হার ৪২.২৯। এ নিয়ে জেলায় প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মোট সংক্রমিত হলেন ৩ হাজার ৫৮ জন। আর মোট মৃত্যু হয়েছে ৭৯ জনের।

ভান্ডারিয়ায় শনাক্ত ২০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শনিবার ৩৩ জন রোগীকে পরীক্ষা করা হলে ১১ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এছাড়াও গত ২৪ জুন ৯ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এ নিয়ে নতুন করে ২০ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে।

পিরোজপুরের ভান্ডারিয়ায় করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় (কোভিড-১৯ সংক্রমণ রোধে) জেলা ম্যাজিস্ট্রেট ও পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত এক সপ্তাহের জন্য ভান্ডারিয়া পৌরসভায় লকডাউন ঘোষণা করেছেন। কিন্তু ভান্ডারিয়া পৌরশহরের ক্রেতা-বিক্রেতাসহ কেহই এ লকডাউন মানছেন না। ভান্ডারিয়া বাজারে সরেজমিনে গিয়ে দেখা সেখানকার জীবনযাত্রা স্বাভাবিক। কারও মুখে মাস্ক পর্যন্ত নেই। কোন রকম স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে তারা বিকিকিনি চালিয়ে যাচ্ছেন।

ঈশ্বরদীতে শনাক্ত ৭৩

ঈশ্বরদীতে গত ২ দিনে নতুন করে ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার ৭৩ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট ঈশ্বরদীতে সরকারি হিসাবে করোনা আক্রান্ত ৪৫৮ জন আর বেসরকারিভাবে করোনা আক্রান্ত ১০৮০ জন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এফ এ আসমা খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের ফলাফল পজিটিভ এসেছে। গত দুই দিনে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ৭১ জনের নমুনা সংগ্রহ করে সরকারি ল্যাবে পরীক্ষায় ৩২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৫০ জনের নমুনা পরীক্ষার মাধ্যমে আরও ৪১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

ঝালকাঠিতে শনাক্ত ২৬

ঝালকাঠিতে গত শনিবারের পাওয়া রিপোর্ট পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২৬ জন আক্রান্ত হয়েছে। গত ১ সপ্তাহ যাবত হঠাৎ করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগ ৬৫৪০ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে ১৫৫৪ জন আক্রান্ত হয়েছে এবং ৪৫০১ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ৩৪ জনের মৃত ও ১৩১৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে ১৫৮ জন হোম ও ৪ জন হাসপাতাল আইসোলেয়েশনে রয়েছে। ঝালকাঠিরে সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছে।