চট্টগ্রামে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

চট্টগ্রাম মহানগরীতে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। নগরের বিভিন্ন এলাকায় সিএনজি ও মোটরসাইকেল ব্যবহার করে ডাকাতি ও ছিনতাই করে বেড়ানো এই তিনজনকে গ্রেফতার করা হয়।

এ সময় ছিনতাই চক্রের বাকি ৪ সদস্য পালিয়ে যায়। নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ২টি টিপ ছোরা ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এরা হলো, মো. আরমান আলী (২৩), মো. রফিকুল আলম (২৩) ও মো. আবু (২৬)।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দীন বলেন, তারা পেশাদার ডাকাত দলের সদস্য। বিভিন্ন জায়গায় অস্ত্রসহ দিনে ও রাতে মোটরসাইকেলযোগে রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিক্সার গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের থেকে সর্বস্ব লুটে নেয়। অনেক সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে বের হওয়া ব্যক্তিদের টার্গেট করে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে তারা। পুলিশ এ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করলেও বাকি ৪ সদস্য পালিয়ে যায়। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

আরও খবর
সুন্দরগঞ্জ-কামারজানি বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস
কাপাসিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ
কেরানীগঞ্জের ইকুরিয়া বাজারের পয়ঃনিষ্কাশন নালা সংস্কার শুরু
গৌরনদীতে শহীদ মুক্তিযোদ্ধার কবর বাঁধাই করতে গিয়ে বিপাকে প্রশাসন
পাঁচ জেলায় মৃত্যু ১৪, শনাক্ত ৪০২
দাগনভূঞার যুবক মীরসরাইয়ে নিহত
দেড় বছর ধরে করোনা রোগীদের সেবা দিচ্ছেন ৬৫ ছাত্রলীগ নেতাকর্মী
করোনাবিধি মানছেন না ভীমপুর ইউপি চেয়ারম্যান
সেনবাগে বিয়ের ১৫ দিন পর গৃহবধূর আত্মহত্যা স্বামী আটক
শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে যাত্রীর চাপে বাড়ছে করোনার ঝুঁকি
মেয়াদ শেষ হলেও নির্মিত হয়নি দুর্যোগসহনীয় ঘর
সৈয়দপুরে বজ্রপাতে ছাত্রের মৃত্যু
চুয়াডাঙ্গার সীমান্তে ১৫ কেজি রুপা জব্দ : ধৃত দুই
তিতাসে সর্প দংশনে ছাত্রের মৃত্যু

সোমবার, ২৮ জুন ২০২১ , ১৪ আষাঢ় ১৪২৮ ১৬ জিলক্বদ ১৪৪২

চট্টগ্রামে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীতে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। নগরের বিভিন্ন এলাকায় সিএনজি ও মোটরসাইকেল ব্যবহার করে ডাকাতি ও ছিনতাই করে বেড়ানো এই তিনজনকে গ্রেফতার করা হয়।

এ সময় ছিনতাই চক্রের বাকি ৪ সদস্য পালিয়ে যায়। নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ২টি টিপ ছোরা ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এরা হলো, মো. আরমান আলী (২৩), মো. রফিকুল আলম (২৩) ও মো. আবু (২৬)।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দীন বলেন, তারা পেশাদার ডাকাত দলের সদস্য। বিভিন্ন জায়গায় অস্ত্রসহ দিনে ও রাতে মোটরসাইকেলযোগে রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিক্সার গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের থেকে সর্বস্ব লুটে নেয়। অনেক সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে বের হওয়া ব্যক্তিদের টার্গেট করে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে তারা। পুলিশ এ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করলেও বাকি ৪ সদস্য পালিয়ে যায়। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।