ভোক্তাদের জন্য নেয়া উদ্যোগ যথেষ্ট নয় : ক্যাব সভাপতি

সরকার ভোক্তাদের জন্য বেশ কিছু উদ্যোগ নিলেও তা প্রয়োজনের তুলনায় কম মন্তব্য করে তিনি বলেন, ফলে প্রান্তিক মানুষ কোন সুবিধা পাচ্ছে না। মহামারীর মধ্যেও ধনী আরও ধনী হচ্ছে, আর গরিব আরও গরিব হচ্ছে।

গতকাল ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন ক্যাপ সভাপতি। অনুষ্ঠানে মূল প্রবন্ধে চাল, তেল, চিনি, ডালসহ সব নিত্যপণ্য অন্তত কোভিড-১৯ মহামারীর আগের অবস্থায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।

বাজারে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে একটি ‘প্রাইস স্ট্যাবিলাইজেশন ফান্ড’ তৈরির সুপারিশও করা হয় সরকারের কাছে। ভোক্তার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশের কৃষকদের কাছে উন্নত বীজ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ধানকাটার পরপরই কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে তা কিনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ক্যাব।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভোক্তার অধিকার আদায়ে প্রচার আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ভোক্তাদের অধিকার আদায় মনিটরিং করে শুধু জরিমানা করে শেষ করা যাবে না, এ জন্য ব্যাপকভাবে প্রচার প্রচারণার দরকার আছে। এই প্রচারণার মাধ্যমে ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে।

সরকার ব্যবসাবান্ধব হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের খাদ্য অধিকার যেন নিশ্চিত হয়, সে বিষয়েও সতর্ক বলে মন্তব্য করেন তিনি।

কাউকে মনোপলি ব্যবসা করতে দেয়া হবে না, ইচ্ছামতো দাম বাড়ানো যাবে না। এ জন্য প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতি বিরাজমান রাখতে হবে। মানুষও ন্যায্য দামে পণ্য পাবে। টিপু মুনশি বলেন, ভোক্তারা যেন কোন অসাধু ব্যবসায়ীর কবলে না পড়ে, তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং এক সঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার, ২৯ জুন ২০২১ , ১৫ আষাঢ় ১৪২৮ ১৭ জিলক্বদ ১৪৪২

ভোক্তাদের জন্য নেয়া উদ্যোগ যথেষ্ট নয় : ক্যাব সভাপতি

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সরকার ভোক্তাদের জন্য বেশ কিছু উদ্যোগ নিলেও তা প্রয়োজনের তুলনায় কম মন্তব্য করে তিনি বলেন, ফলে প্রান্তিক মানুষ কোন সুবিধা পাচ্ছে না। মহামারীর মধ্যেও ধনী আরও ধনী হচ্ছে, আর গরিব আরও গরিব হচ্ছে।

গতকাল ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন ক্যাপ সভাপতি। অনুষ্ঠানে মূল প্রবন্ধে চাল, তেল, চিনি, ডালসহ সব নিত্যপণ্য অন্তত কোভিড-১৯ মহামারীর আগের অবস্থায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।

বাজারে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে একটি ‘প্রাইস স্ট্যাবিলাইজেশন ফান্ড’ তৈরির সুপারিশও করা হয় সরকারের কাছে। ভোক্তার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশের কৃষকদের কাছে উন্নত বীজ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ধানকাটার পরপরই কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে তা কিনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ক্যাব।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভোক্তার অধিকার আদায়ে প্রচার আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ভোক্তাদের অধিকার আদায় মনিটরিং করে শুধু জরিমানা করে শেষ করা যাবে না, এ জন্য ব্যাপকভাবে প্রচার প্রচারণার দরকার আছে। এই প্রচারণার মাধ্যমে ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে।

সরকার ব্যবসাবান্ধব হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের খাদ্য অধিকার যেন নিশ্চিত হয়, সে বিষয়েও সতর্ক বলে মন্তব্য করেন তিনি।

কাউকে মনোপলি ব্যবসা করতে দেয়া হবে না, ইচ্ছামতো দাম বাড়ানো যাবে না। এ জন্য প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতি বিরাজমান রাখতে হবে। মানুষও ন্যায্য দামে পণ্য পাবে। টিপু মুনশি বলেন, ভোক্তারা যেন কোন অসাধু ব্যবসায়ীর কবলে না পড়ে, তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং এক সঙ্গে কাজ করতে হবে।