তদন্তে প্রমাণিত : মালামাল উদ্ধারে উদাসীন কর্তৃপক্ষ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি ও অপর দুই সদস্য কর্তৃক বিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ইট ও রড় আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পরও প্রতিকার নেই। দীর্ঘদিন ধরে অভিযোগটি কর্তৃপক্ষের নথিবন্দী রয়েছে। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

জানা যায়, উপজেলার খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক তলা ভবনের ওপরে দোতলা নির্মাণ করার জন্য ছাদের রেলিং সিড়িকোঠার ছাদ ও দেয়াল ভাঙ্গা হলে প্রায় ৬-৮ হাজার ইট ও ৪ টন রড বেরিয়ে এলে গতবছরের ২০ নভেম্বর বিদ্যালয় কমিটির সাভাপতি মোশারফ হোসেন ম-ল, সদস্য হুমায়ুন কবির চৌধুরী এবং মোস্তফা কামাল হ্যান্ড ট্রলি ও ভ্যান গাড়ি দিয়ে ৭ গাড়ি ইট ও ৪ টন রড নিয়ে যায়। এ ব্যাপারে বিদ্যালয়ের সহ-সভাপতি মো. মহিবুর রহমান তালুকদার, গত ২২ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এক লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্তের নিমিত্তে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিমকে নির্দেশ দেন। অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান তালুকদার ২০ নভেম্বর তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে তাদের বিরুদ্ধে বিদ্যালয়ের ইট-রড আত্মসাতের অভিযোগ করেন। জানা যায়, তদন্তের নির্দেশপ্রাপ্তির পরপরই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে এলে এ অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। অভিযুক্তরা ইট-রড নেয়ার কথা স্বীকার করে ফেরত দেবে বলে অঙ্গীকার করেন। এ নিয়ে স্থানীয় পত্রিকায় খবর প্রকাশ পায়। তদন্তে প্রমাণিত অভিযোগে ৭ মাস চলতে থাকলেও অভিযুক্তরা ইট-রড ফেরত দেননি। অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা কর্তৃপক্ষ নেয়নি। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিমের সঙ্গে কথা হলে তিনি বলেন, ইট-রড ফেরত দেয়ার জন্য তাগিদ দেয়া হয়েছে।

মঙ্গলবার, ২৯ জুন ২০২১ , ১৫ আষাঢ় ১৪২৮ ১৭ জিলক্বদ ১৪৪২

তারাকান্দা খিচা. সর. প্রা. স্কুল

তদন্তে প্রমাণিত : মালামাল উদ্ধারে উদাসীন কর্তৃপক্ষ

প্রতিনিধি, তারাকান্দা (ময়মনসিংহ)

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি ও অপর দুই সদস্য কর্তৃক বিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ইট ও রড় আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পরও প্রতিকার নেই। দীর্ঘদিন ধরে অভিযোগটি কর্তৃপক্ষের নথিবন্দী রয়েছে। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

জানা যায়, উপজেলার খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক তলা ভবনের ওপরে দোতলা নির্মাণ করার জন্য ছাদের রেলিং সিড়িকোঠার ছাদ ও দেয়াল ভাঙ্গা হলে প্রায় ৬-৮ হাজার ইট ও ৪ টন রড বেরিয়ে এলে গতবছরের ২০ নভেম্বর বিদ্যালয় কমিটির সাভাপতি মোশারফ হোসেন ম-ল, সদস্য হুমায়ুন কবির চৌধুরী এবং মোস্তফা কামাল হ্যান্ড ট্রলি ও ভ্যান গাড়ি দিয়ে ৭ গাড়ি ইট ও ৪ টন রড নিয়ে যায়। এ ব্যাপারে বিদ্যালয়ের সহ-সভাপতি মো. মহিবুর রহমান তালুকদার, গত ২২ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এক লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্তের নিমিত্তে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিমকে নির্দেশ দেন। অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান তালুকদার ২০ নভেম্বর তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে তাদের বিরুদ্ধে বিদ্যালয়ের ইট-রড আত্মসাতের অভিযোগ করেন। জানা যায়, তদন্তের নির্দেশপ্রাপ্তির পরপরই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে এলে এ অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। অভিযুক্তরা ইট-রড নেয়ার কথা স্বীকার করে ফেরত দেবে বলে অঙ্গীকার করেন। এ নিয়ে স্থানীয় পত্রিকায় খবর প্রকাশ পায়। তদন্তে প্রমাণিত অভিযোগে ৭ মাস চলতে থাকলেও অভিযুক্তরা ইট-রড ফেরত দেননি। অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা কর্তৃপক্ষ নেয়নি। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিমের সঙ্গে কথা হলে তিনি বলেন, ইট-রড ফেরত দেয়ার জন্য তাগিদ দেয়া হয়েছে।