নয় জেলায় করোনায়  মৃত্যু ১৩ শনাক্ত ৪৫৭

চুয়াডাঙ্গায় মৃত্যু

৬, শনাক্ত ৯৯

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড জোনে মৃত্যুবরণ করেছেন দু’জন। এরা হলেন দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মিরাজুল ইসলামের ছেলে আকবর আলী(৪৪) ও আলমডাঙ্গা উপজেলার চক হারদী গ্রামের শওকত মণ্ডলের ছেলে ফকির মোহাম্মদ (৮০)। এছাড়া হাসপাতালের ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে মারা যান আলমডাঙ্গা উপজেলার হায়দার আলি(৭২), দামুড়হুদা উপজেলার ফাতেমা বেগম (৬৫), একই উপজেলার মনির হোসেন(৫২) ও সদর উপজেলার দৌলতদিয়া পাড়ার টিটু(৫১)। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে এরা মৃত্যুবরণ করেছেন। চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ্ আকরাম।

বাগেরহাটে মৃত্যু

৫, শনাক্ত ১১৬

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে স্থানীয়ভাবে কঠোর বিধিনিষেধ দিয়েও সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না। বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১১৬ জন করোনা পজিটিভ হয়েছেন। ২২৬ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে ২৪ ঘণ্টায় জেলায় সংক্রমণের হার ৫১ শতাংশ। যা গত ২৪ ঘণ্টার তুলনায় ৪ শতাংশ বেশি। বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মিরাজুল করিম মঙ্গলবার সকালে বলেন, বাগেরহাটের করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। দিনদিন যেভাবে রোগীর চাপ বাড়ছে তাতে আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে বর্তমানে ৩৭ জন ভর্তি রয়েছেন।

সিরাজগঞ্জে মৃত্যু

১, শনাক্ত ৪৩

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু। মৃত আতাউর রহমান (৪৫) কাজিপুর উপজেলা নির্বাহী অফিসের সহকারী বলে জেলা সিভিল সার্জন অফিস নিশ্চিত করে । এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জন। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ জেলায় আরও ৪৩ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৩৫ জনের । আক্রান্তের হার ৩১ দশমিক ৮৫ ভাগ। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৮ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে। হাসপাতালে এখন ২০ জন চিকিৎসাধীন রয়েছে।

মোরেলগঞ্জে মৃত্যু ১

প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জে সকলের প্রিয় যুবলীগ নেতা অধ্যক্ষ আব্দুল আহাদ টিপু চলে গেলেন না ফেরার দেশে। গত সোমবার সন্ধায় সাড়ে ৬টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি করোনা পজিটিভ ছিলেন। তার বড় ভাই আব্দুল মজিদ জব্বার এ খবর নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জে

শনাক্ত ৭৮

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সোমবার রাত সাড়ে ৯টার দিকে প্রকাশ করা প্রতিবেদনে জানা গেছে, তখন পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় নতুন ৭৮ জনের করোনা ধরা পড়েছে। এরমধ্যে সদরেই ৫০ জন। এ সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৩০ জন। তিনি জানান, সোমবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৭২টি আর পুরনো রোগীদের ৭টি নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় এ জেলায় আক্রান্ত ৩ জনের আর অন্য জেলায় আক্রান্ত ২ জনের নমুনা পজিটিভ হয়েছে। অন্যদিকে করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩টি পজিটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৫০ জন, ভৈরবে ১৬ জন, কুলিয়ারচর ও বাজিতপুরে ৪ জন করে, তাড়াইলে ৩ জন, আর পাকুন্দিয়ায় একজন। সুস্থ হয়েছেন সদরে ১৩ জন, পাকুন্দিয়ায় ৫ জন, কটিয়াদী ও কুলিয়ারচরে ৪ জন করে, ভৈরবে ৩ জন, আর তাড়াইলে একজন।

সোনারগাঁয়ে

শনাক্ত ১২

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাপকভাবে বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মাত্র ১৬ জনের পরিক্ষায় ১২ জনের মধ্যেই প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে।

সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত সোমবার উপজেলার বিভিন্ন এলাকার ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার দুপুরে পাওয়া তথ্যে দেখা যায় ১৬ জনের পরীক্ষায় ১২ জনের মধ্যেই করোনাভাইরাস শনাক্ত হয়।

ফেনীতে শনাক্ত ১০৯

প্রতিনিধি, ফেনী

ফেনী জেলায় গত সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। নতুন শনাক্তের সংখ্যা ১০৯। গতবছরের ১৬ এপ্রিল করোনা শনাক্তের পর জেলায় এটি সর্বোচ্চ সংক্রমণ। জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এর আগে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল চলতি বছরের গত ৬ এপ্রিল। সেদিন ১০৮ জন আক্রান্ত হয়েছিলেন। সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৩৪৩ জন শনাক্ত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৯ জন।

শিবগঞ্জে ৬ লাখ

মাস্ক বিতরণ

প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান ‘নিজে মাস্ক পরুন, নিরাপদ থাকুন ও অন্যকে নিরাপদে রাখুন’- এই ঘোষণা বাস্তবায়ন ও করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রায় ৬ লাখ মানুষের কাছে মাস্ক পৌঁছে দিতে মাঠে নেমেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দ নজরুল ইসলাম। এর আগে করোনার প্রথম ঢেউয়ে তিনি তাদের পারিবারিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান জিকে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় বিশ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আলোচিত হয়েছিলেন। আবারও করোনার প্রকোপ শুরু হওয়ায় এবারও তিনি শিবগঞ্জের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বদলগাছী করোনার সংক্রমণ

বৃদ্ধি : মানুষ উদাসীন

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছী মাহামারী ভাইরাস করোনার সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়লেও উদাসীন সাধারণ জনগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম উপজেলার বিভিন্ন স্থানে সভা ও সেমিনারে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিলেও কেউ শোনছেনা সেই কথা। সাধারণ জনগণ যেন স্বাস্থ্যবিধি তোয়াক্কাই করছে না।

এলাকাবাসী জানায়, বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করে উপজেলার হাট বাজারগুলোতে। প্রতিটি হাটে শাক-সবজি ও কাঁচামাল কেনাবেচার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এই উপজেলায়। সকাল থেকে দিনব্যাপী হাজার হাজার লোকের সমাগম ঘটে এসব হাট-বাজারে। সেখানে স্বাস্থ্যবিধি তো দূরের কথা, কারও মুখে মাস্ক পর্যন্ত থাকে না। করোনা এখন গ্রাম পর্যায়ে বিস্তার লাভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নওগাঁর জেলা প্রশাসক গত বৃহস্পতিবার আগামী ৩০ শে জুন পর্যন্ত জেলার সব গরুর হাট বন্ধ ঘোষণা করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন গত শুক্রবার উপজেলার সবচেয়ে বড় কোলা হটের গরু হাটটি ভেঙ্গে দেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কানিস ফারহানা বলেন, বদলগাছী প্রতিদিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এ পর্যন্ত উপজেলায় মোট ৬৫ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে আর মারা গেছে ৫ জন।

বুধবার, ৩০ জুন ২০২১ , ১৬ আষাঢ় ১৪২৮ ১৮ জিলক্বদ ১৪৪২

নয় জেলায় করোনায়  মৃত্যু ১৩ শনাক্ত ৪৫৭

চুয়াডাঙ্গায় মৃত্যু

৬, শনাক্ত ৯৯

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড জোনে মৃত্যুবরণ করেছেন দু’জন। এরা হলেন দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মিরাজুল ইসলামের ছেলে আকবর আলী(৪৪) ও আলমডাঙ্গা উপজেলার চক হারদী গ্রামের শওকত মণ্ডলের ছেলে ফকির মোহাম্মদ (৮০)। এছাড়া হাসপাতালের ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে মারা যান আলমডাঙ্গা উপজেলার হায়দার আলি(৭২), দামুড়হুদা উপজেলার ফাতেমা বেগম (৬৫), একই উপজেলার মনির হোসেন(৫২) ও সদর উপজেলার দৌলতদিয়া পাড়ার টিটু(৫১)। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে এরা মৃত্যুবরণ করেছেন। চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ্ আকরাম।

বাগেরহাটে মৃত্যু

৫, শনাক্ত ১১৬

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে স্থানীয়ভাবে কঠোর বিধিনিষেধ দিয়েও সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না। বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১১৬ জন করোনা পজিটিভ হয়েছেন। ২২৬ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে ২৪ ঘণ্টায় জেলায় সংক্রমণের হার ৫১ শতাংশ। যা গত ২৪ ঘণ্টার তুলনায় ৪ শতাংশ বেশি। বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মিরাজুল করিম মঙ্গলবার সকালে বলেন, বাগেরহাটের করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। দিনদিন যেভাবে রোগীর চাপ বাড়ছে তাতে আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে বর্তমানে ৩৭ জন ভর্তি রয়েছেন।

সিরাজগঞ্জে মৃত্যু

১, শনাক্ত ৪৩

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু। মৃত আতাউর রহমান (৪৫) কাজিপুর উপজেলা নির্বাহী অফিসের সহকারী বলে জেলা সিভিল সার্জন অফিস নিশ্চিত করে । এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জন। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ জেলায় আরও ৪৩ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৩৫ জনের । আক্রান্তের হার ৩১ দশমিক ৮৫ ভাগ। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৮ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে। হাসপাতালে এখন ২০ জন চিকিৎসাধীন রয়েছে।

মোরেলগঞ্জে মৃত্যু ১

প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জে সকলের প্রিয় যুবলীগ নেতা অধ্যক্ষ আব্দুল আহাদ টিপু চলে গেলেন না ফেরার দেশে। গত সোমবার সন্ধায় সাড়ে ৬টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি করোনা পজিটিভ ছিলেন। তার বড় ভাই আব্দুল মজিদ জব্বার এ খবর নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জে

শনাক্ত ৭৮

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সোমবার রাত সাড়ে ৯টার দিকে প্রকাশ করা প্রতিবেদনে জানা গেছে, তখন পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় নতুন ৭৮ জনের করোনা ধরা পড়েছে। এরমধ্যে সদরেই ৫০ জন। এ সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৩০ জন। তিনি জানান, সোমবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৭২টি আর পুরনো রোগীদের ৭টি নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় এ জেলায় আক্রান্ত ৩ জনের আর অন্য জেলায় আক্রান্ত ২ জনের নমুনা পজিটিভ হয়েছে। অন্যদিকে করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩টি পজিটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৫০ জন, ভৈরবে ১৬ জন, কুলিয়ারচর ও বাজিতপুরে ৪ জন করে, তাড়াইলে ৩ জন, আর পাকুন্দিয়ায় একজন। সুস্থ হয়েছেন সদরে ১৩ জন, পাকুন্দিয়ায় ৫ জন, কটিয়াদী ও কুলিয়ারচরে ৪ জন করে, ভৈরবে ৩ জন, আর তাড়াইলে একজন।

সোনারগাঁয়ে

শনাক্ত ১২

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাপকভাবে বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মাত্র ১৬ জনের পরিক্ষায় ১২ জনের মধ্যেই প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে।

সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত সোমবার উপজেলার বিভিন্ন এলাকার ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার দুপুরে পাওয়া তথ্যে দেখা যায় ১৬ জনের পরীক্ষায় ১২ জনের মধ্যেই করোনাভাইরাস শনাক্ত হয়।

ফেনীতে শনাক্ত ১০৯

প্রতিনিধি, ফেনী

ফেনী জেলায় গত সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। নতুন শনাক্তের সংখ্যা ১০৯। গতবছরের ১৬ এপ্রিল করোনা শনাক্তের পর জেলায় এটি সর্বোচ্চ সংক্রমণ। জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এর আগে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল চলতি বছরের গত ৬ এপ্রিল। সেদিন ১০৮ জন আক্রান্ত হয়েছিলেন। সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৩৪৩ জন শনাক্ত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৯ জন।

শিবগঞ্জে ৬ লাখ

মাস্ক বিতরণ

প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান ‘নিজে মাস্ক পরুন, নিরাপদ থাকুন ও অন্যকে নিরাপদে রাখুন’- এই ঘোষণা বাস্তবায়ন ও করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রায় ৬ লাখ মানুষের কাছে মাস্ক পৌঁছে দিতে মাঠে নেমেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দ নজরুল ইসলাম। এর আগে করোনার প্রথম ঢেউয়ে তিনি তাদের পারিবারিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান জিকে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় বিশ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আলোচিত হয়েছিলেন। আবারও করোনার প্রকোপ শুরু হওয়ায় এবারও তিনি শিবগঞ্জের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বদলগাছী করোনার সংক্রমণ

বৃদ্ধি : মানুষ উদাসীন

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছী মাহামারী ভাইরাস করোনার সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়লেও উদাসীন সাধারণ জনগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম উপজেলার বিভিন্ন স্থানে সভা ও সেমিনারে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিলেও কেউ শোনছেনা সেই কথা। সাধারণ জনগণ যেন স্বাস্থ্যবিধি তোয়াক্কাই করছে না।

এলাকাবাসী জানায়, বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করে উপজেলার হাট বাজারগুলোতে। প্রতিটি হাটে শাক-সবজি ও কাঁচামাল কেনাবেচার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এই উপজেলায়। সকাল থেকে দিনব্যাপী হাজার হাজার লোকের সমাগম ঘটে এসব হাট-বাজারে। সেখানে স্বাস্থ্যবিধি তো দূরের কথা, কারও মুখে মাস্ক পর্যন্ত থাকে না। করোনা এখন গ্রাম পর্যায়ে বিস্তার লাভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নওগাঁর জেলা প্রশাসক গত বৃহস্পতিবার আগামী ৩০ শে জুন পর্যন্ত জেলার সব গরুর হাট বন্ধ ঘোষণা করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন গত শুক্রবার উপজেলার সবচেয়ে বড় কোলা হটের গরু হাটটি ভেঙ্গে দেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কানিস ফারহানা বলেন, বদলগাছী প্রতিদিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এ পর্যন্ত উপজেলায় মোট ৬৫ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে আর মারা গেছে ৫ জন।