গফরগাঁওয়ে এক যুগেও সংশোধন হয়নি একটি জাতীয় পরিচয়পত্র

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনী নিয়ে ভোগান্তিতে পড়েছেন এক ব্যক্তি। এই ভুল সংশোধন করতে গিয়ে নানা বিড়ম্বনাসহ হয়রানির শিকার হয়েছেন।

উপজেলার গফরগাঁও ইউনিয়নের ছিপান গ্রামের বাসিন্দা মো.শাহাব উদ্দিন মন্ডলের জাতীয় পরিচয়পত্রে পিতার নামে স্থানে ভুলবশত হেলেনা খাতুনের নাম চলে আসে।

শাহাব উদ্দিন জানান, এই ভুলের বিষয়ে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে সংশোধনের জন্য সহায়ক কাগজপত্র নিয়ে কয়েক দফা চেষ্টা করেও সংশোধন করতে পারেননি নিজের জাতীয় পরিচয়পত্র। এতে করে এক যুগ ধরে বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। তিনি বলেন, দিনের পর দিন উপজেলা নির্বাচন অফিসে ঘুরেও আমার সমস্যার সমাধান করতে পারলাম না। ছেলে সরকারি চাকরি করেন। এসব প্রয়োজনে জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করা খুবই জরুরি।

গফরগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুন নাহার ভূইয়া এ বিষয়ে বলেন, ২০০৯ সালের আগ পর্যন্ত যারা ভোটার হয়েছেন,তাদের বেলায় তথ্যগত ক্রটির কারনে এমনটি হতে পারে।

শাহাব উদ্দিন মন্ডলের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য হয়তো তিনি ধারাবাহিকভাবে যোগাযোগ করেননি। এখন অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনী পাবেন।

বুধবার, ৩০ জুন ২০২১ , ১৬ আষাঢ় ১৪২৮ ১৮ জিলক্বদ ১৪৪২

গফরগাঁওয়ে এক যুগেও সংশোধন হয়নি একটি জাতীয় পরিচয়পত্র

প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনী নিয়ে ভোগান্তিতে পড়েছেন এক ব্যক্তি। এই ভুল সংশোধন করতে গিয়ে নানা বিড়ম্বনাসহ হয়রানির শিকার হয়েছেন।

উপজেলার গফরগাঁও ইউনিয়নের ছিপান গ্রামের বাসিন্দা মো.শাহাব উদ্দিন মন্ডলের জাতীয় পরিচয়পত্রে পিতার নামে স্থানে ভুলবশত হেলেনা খাতুনের নাম চলে আসে।

শাহাব উদ্দিন জানান, এই ভুলের বিষয়ে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে সংশোধনের জন্য সহায়ক কাগজপত্র নিয়ে কয়েক দফা চেষ্টা করেও সংশোধন করতে পারেননি নিজের জাতীয় পরিচয়পত্র। এতে করে এক যুগ ধরে বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। তিনি বলেন, দিনের পর দিন উপজেলা নির্বাচন অফিসে ঘুরেও আমার সমস্যার সমাধান করতে পারলাম না। ছেলে সরকারি চাকরি করেন। এসব প্রয়োজনে জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করা খুবই জরুরি।

গফরগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুন নাহার ভূইয়া এ বিষয়ে বলেন, ২০০৯ সালের আগ পর্যন্ত যারা ভোটার হয়েছেন,তাদের বেলায় তথ্যগত ক্রটির কারনে এমনটি হতে পারে।

শাহাব উদ্দিন মন্ডলের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য হয়তো তিনি ধারাবাহিকভাবে যোগাযোগ করেননি। এখন অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনী পাবেন।