বাজারে রিয়েলমি সি২৫এস ও ইয়ার বাডস কিউ২

রিয়েলমি বাজারে এনেছে শক্তিশালী হেলিও জি৮৫ গেমিং প্রসেসর সম্বলিত নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি২৫এস’ ও নতুন ইয়ার বাডস ‘রিয়েলমি বাডস কিউ২’। গত ২৬ জুন এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে পণ্য দুটি উন্মোচন করা হয়।

রিয়েলমি সি২৫এস স্মার্টফোনটি ওয়াটার গ্রে ও ওয়াটার ব্লু এ দুটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র?্যামসহ এই স্মার্টফোন পাওয়া যাবে ৬৪ জিবি ও ১২৮ জিবির দুটি ভিন্ন স্টোরেজ সুবিধাসহ। গ্রাহকদের জন্য রিয়েলমি সি২৫এস স্মার্টফোনের ৪/৬৪ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪,৪৯০ টাকা এবং ৪/১২৮ এর মূল্য নির্ধারন করা হয়েছে ১৫,৪৯০ টাকা। স্মার্টফোনটি কিনতে বা বিস্তারিত জানতে ভিজিট https://cutt.ly/BuyNow_realmeC25s। পাশাপাশি, রিয়েলমি সি২৫এস কেনার পর আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গ্রাহকরা পাবেন রিয়েলমি য়াওকিরিং, ডল।

রিয়েলমি সি২৫এস এর সঙ্গে বাজারে এসেছে রিয়েলমি বাডস কিউ২। এই ইয়ার বাডসটি পাওয়া যাবে ১,৯৯৯ টাকায়। বিস্তারিত জানতে ভিজিট https://cutt.ly/BuyNow_realmeBudsQ2।

রিয়েলমি সি২৫এস স্মার্টফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা এবং এফ/১.৮ লার্জ অ্যাপার্চার। সেলফি তোলার জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৬.৫ ইঞ্চি (১৬.৫ সেমি) ডিসপ্লে এবং ১৮ ওয়াটের টাইপসি কুইক চার্জার সমৃদ্ধ ফোনটিতে রয়েছে ৬০০০এমএএইচ ব্যাটারি। অন্যদিকে রিয়েলমি বাডস কিউ২ এর বাইরের শেল ডায়মন্ড কাট প্যাটার্নে বানানো। এ কারণে, রিয়েলমি বাডস কিউ২ আলোতে রাখলে দারুণ আভা ছড়ায়। এই ইয়ার বাডসে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন ২০ ঘণ্টা প্লেব্যাক সুবিধা।

দুইটি প্রোডাক্ট লঞ্চের পাশাপাশি, রিয়েলমি তাদের ৫জি+এআইওটি কর্মপরিকল্পনা তুলে ধরেছে। আগামী তিন বছরের মধ্যে রিয়েলমি ১০ কোটি তরুণদের জন্য ৫জি মোবাইল বাজারে আনার কথা জানিয়েছে। রিয়েলমি এখন পর্যন্ত মোট ২১টি মার্কেটে ১৪টি ৫জি স্মার্টফোন উন্মোচন করেছে। রিয়েলমি বিশ^ব্যাপী ৭টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে এবং ২০২১ সালে ৫জি সম্পর্কিত গবেষণা ও পণ্য উৎপাদনে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ৩০ জুন ২০২১ , ১৬ আষাঢ় ১৪২৮ ১৮ জিলক্বদ ১৪৪২

বাজারে রিয়েলমি সি২৫এস ও ইয়ার বাডস কিউ২

image

রিয়েলমি বাজারে এনেছে শক্তিশালী হেলিও জি৮৫ গেমিং প্রসেসর সম্বলিত নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি২৫এস’ ও নতুন ইয়ার বাডস ‘রিয়েলমি বাডস কিউ২’। গত ২৬ জুন এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে পণ্য দুটি উন্মোচন করা হয়।

রিয়েলমি সি২৫এস স্মার্টফোনটি ওয়াটার গ্রে ও ওয়াটার ব্লু এ দুটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র?্যামসহ এই স্মার্টফোন পাওয়া যাবে ৬৪ জিবি ও ১২৮ জিবির দুটি ভিন্ন স্টোরেজ সুবিধাসহ। গ্রাহকদের জন্য রিয়েলমি সি২৫এস স্মার্টফোনের ৪/৬৪ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪,৪৯০ টাকা এবং ৪/১২৮ এর মূল্য নির্ধারন করা হয়েছে ১৫,৪৯০ টাকা। স্মার্টফোনটি কিনতে বা বিস্তারিত জানতে ভিজিট https://cutt.ly/BuyNow_realmeC25s। পাশাপাশি, রিয়েলমি সি২৫এস কেনার পর আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গ্রাহকরা পাবেন রিয়েলমি য়াওকিরিং, ডল।

রিয়েলমি সি২৫এস এর সঙ্গে বাজারে এসেছে রিয়েলমি বাডস কিউ২। এই ইয়ার বাডসটি পাওয়া যাবে ১,৯৯৯ টাকায়। বিস্তারিত জানতে ভিজিট https://cutt.ly/BuyNow_realmeBudsQ2।

রিয়েলমি সি২৫এস স্মার্টফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা এবং এফ/১.৮ লার্জ অ্যাপার্চার। সেলফি তোলার জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৬.৫ ইঞ্চি (১৬.৫ সেমি) ডিসপ্লে এবং ১৮ ওয়াটের টাইপসি কুইক চার্জার সমৃদ্ধ ফোনটিতে রয়েছে ৬০০০এমএএইচ ব্যাটারি। অন্যদিকে রিয়েলমি বাডস কিউ২ এর বাইরের শেল ডায়মন্ড কাট প্যাটার্নে বানানো। এ কারণে, রিয়েলমি বাডস কিউ২ আলোতে রাখলে দারুণ আভা ছড়ায়। এই ইয়ার বাডসে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন ২০ ঘণ্টা প্লেব্যাক সুবিধা।

দুইটি প্রোডাক্ট লঞ্চের পাশাপাশি, রিয়েলমি তাদের ৫জি+এআইওটি কর্মপরিকল্পনা তুলে ধরেছে। আগামী তিন বছরের মধ্যে রিয়েলমি ১০ কোটি তরুণদের জন্য ৫জি মোবাইল বাজারে আনার কথা জানিয়েছে। রিয়েলমি এখন পর্যন্ত মোট ২১টি মার্কেটে ১৪টি ৫জি স্মার্টফোন উন্মোচন করেছে। রিয়েলমি বিশ^ব্যাপী ৭টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে এবং ২০২১ সালে ৫জি সম্পর্কিত গবেষণা ও পণ্য উৎপাদনে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। সংবাদ বিজ্ঞপ্তি।