লভ্যাংশ দেবে না গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড

বিনিয়োগকারীদের হতাশ করল পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড লিমিটেড। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিট হোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিদায়ী বছরে প্রতিষ্ঠানের ফান্ডটির ইউনিট প্রতি লোকসান দেখানো হয়েছে ৯৯ পয়সা। এর ফলে ২০২০ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯ টাকা ৭ পয়সা।

এ দিকে একইদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেড তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির চলতি বছরের জানুয়ারি-৩১ মার্চ সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল দশমিক ৬০১ পয়সা।

আর চলতি অর্থবছরের তিন প্রান্তিক অর্থাৎ ২০২০ সালের জুলাই থেকে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে দশমিক ১৭৫ পয়সা যা এর আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪৪৬ পয়সা।

বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ , ১৭ আষাঢ় ১৪২৮ ১৯ জিলক্বদ ১৪৪২

লভ্যাংশ দেবে না গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বিনিয়োগকারীদের হতাশ করল পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড লিমিটেড। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিট হোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিদায়ী বছরে প্রতিষ্ঠানের ফান্ডটির ইউনিট প্রতি লোকসান দেখানো হয়েছে ৯৯ পয়সা। এর ফলে ২০২০ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯ টাকা ৭ পয়সা।

এ দিকে একইদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেড তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির চলতি বছরের জানুয়ারি-৩১ মার্চ সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল দশমিক ৬০১ পয়সা।

আর চলতি অর্থবছরের তিন প্রান্তিক অর্থাৎ ২০২০ সালের জুলাই থেকে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে দশমিক ১৭৫ পয়সা যা এর আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪৪৬ পয়সা।