এনবিআর ভ্যাট অনলাইন প্রকল্পে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি ব্র্যাক ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে যেখানে ব্র্যাক ব্যাংক এনবিআর-এর ভ্যাট অনলাইন প্রকল্পে তার এপিআই সংযোগ স্থাপন করতে পারবে। এর ফলে এনবিআর-এর ভ্যাট অনলাইন প্রকল্পের সঙ্গে এপিআই সংযোগ স্থাপনকারী দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যুক্ত হলো ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংক এখন তার কর্পোরেট ক্লায়েন্টদের ব্যাংকটির অনলাইন পেমেন্ট সলিউশন ‘করপনেট’-এ রিয়েল-টাইম ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে ভ্যাট, ভিডিএস এবং সম্পূরক শুল্ক প্রদানের সুবিধা দেবে। ডিজিটাল বাংলাদেশ হবার সরকারের লক্ষ্য অর্জনে রাজস্ব আদায় জোরদার করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এনবিআর। এই যাত্রা অব্যাহত রেখে এনবিআর অনলাইনে ভ্যাট প্রদান প্রক্রিয়া শুরু করেছে যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনলাইনে এবং সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরকারি কোষাগারে ভ্যাট প্রদান করতে পারবেন।

গত বুধবার যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানে এই সেবা প্রদানের যাত্রা শুরু করে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক ও এনবিআর কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘ভ্যাট অনলাইন প্রকল্পের সঙ্গে যুক্ত প্রথম ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংককে আমি অভিনন্দন জানাই। এই সমন্বিত প্রক্রিয়ার ফলে সরকারি রাজস্ব সংগ্রহে গতি আসবে এবং ডিজিটাল বাংলাদেশের দিকে দেশকে আরও এক ধাপ এগিয়ে নিতে সহায়তা করবে।’

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে আর্থিক অন্তর্ভুক্তির জন্য বেশ কিছু ডিজিটাল উদ্যোগ নিয়েছি আমরা। আমাদের প্রতি আস্থা রাখার জন্য এবং এই ঐতিহাসিক ডিজিটাল যাত্রায় ব্র্যাক ব্যাংককে সুযোগ করে দেয়ার জন্য আমি এনবিআর-এর প্রতি ধন্যবাদ জানাই।’

এপিআই ইন্টিগ্রেশন-এর ফলে এনবিআর ভ্যাট প্রদানকারীর কাছ থেকে সরাসরি ভ্যাট সংগ্রহ করতে পারবে, ভ্যাট প্রদানকারীরাও স্বাচ্ছন্দ্যে তাদের সুবিধা অনুযায়ী ভ্যাট দিতে সক্ষম হবেন।

শুক্রবার, ০২ জুলাই ২০২১ , ১৮ আষাঢ় ১৪২৮ ২০ জিলক্বদ ১৪৪২

এনবিআর ভ্যাট অনলাইন প্রকল্পে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি ব্র্যাক ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে যেখানে ব্র্যাক ব্যাংক এনবিআর-এর ভ্যাট অনলাইন প্রকল্পে তার এপিআই সংযোগ স্থাপন করতে পারবে। এর ফলে এনবিআর-এর ভ্যাট অনলাইন প্রকল্পের সঙ্গে এপিআই সংযোগ স্থাপনকারী দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যুক্ত হলো ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংক এখন তার কর্পোরেট ক্লায়েন্টদের ব্যাংকটির অনলাইন পেমেন্ট সলিউশন ‘করপনেট’-এ রিয়েল-টাইম ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে ভ্যাট, ভিডিএস এবং সম্পূরক শুল্ক প্রদানের সুবিধা দেবে। ডিজিটাল বাংলাদেশ হবার সরকারের লক্ষ্য অর্জনে রাজস্ব আদায় জোরদার করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এনবিআর। এই যাত্রা অব্যাহত রেখে এনবিআর অনলাইনে ভ্যাট প্রদান প্রক্রিয়া শুরু করেছে যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনলাইনে এবং সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরকারি কোষাগারে ভ্যাট প্রদান করতে পারবেন।

গত বুধবার যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানে এই সেবা প্রদানের যাত্রা শুরু করে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক ও এনবিআর কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘ভ্যাট অনলাইন প্রকল্পের সঙ্গে যুক্ত প্রথম ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংককে আমি অভিনন্দন জানাই। এই সমন্বিত প্রক্রিয়ার ফলে সরকারি রাজস্ব সংগ্রহে গতি আসবে এবং ডিজিটাল বাংলাদেশের দিকে দেশকে আরও এক ধাপ এগিয়ে নিতে সহায়তা করবে।’

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে আর্থিক অন্তর্ভুক্তির জন্য বেশ কিছু ডিজিটাল উদ্যোগ নিয়েছি আমরা। আমাদের প্রতি আস্থা রাখার জন্য এবং এই ঐতিহাসিক ডিজিটাল যাত্রায় ব্র্যাক ব্যাংককে সুযোগ করে দেয়ার জন্য আমি এনবিআর-এর প্রতি ধন্যবাদ জানাই।’

এপিআই ইন্টিগ্রেশন-এর ফলে এনবিআর ভ্যাট প্রদানকারীর কাছ থেকে সরাসরি ভ্যাট সংগ্রহ করতে পারবে, ভ্যাট প্রদানকারীরাও স্বাচ্ছন্দ্যে তাদের সুবিধা অনুযায়ী ভ্যাট দিতে সক্ষম হবেন।