বাউফলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

পটুয়াখালীর বাউফল উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এদেরমধ্যে ৪ জনের নমুনা পজিটিভ শনাক্ত হয়েছে। অন্যদের অধিকতর নিশ্চিত হওয়ার জন্য পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের আরটিপিসিআর এ পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫৯২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এদেরমধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৬৬ জন। এদের মধ্যে কালাইয়া গ্রামের সামসুল হক(৪২) ও দাশপাড়া গ্রামের স্বপন তালুকদার(৬০) মারা গেছেন । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং হোম আইসোলেশনে ১৭ জন চিকিৎসাধীন। অন্যরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এর আগে করোনার প্রথম ঢেউ শুরু হলে ১১০৮ জনের নমুনা পরীক্ষার মধ্যে করোনা শনাক্ত হয়েছিল ১৬৫ জন। এদের মধ্যে মারা গেছেন ৭ জন। অন্যরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ থেকে সারাদেশে করোনাভাইরাসের প্রথম ঢেউ শুরু হয় এবং তা মহামারী আকার ধারণ করে। পরে এ বছরের জানুয়ারি থেকে আবার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সারাদেশে দ্বিতীয়বারের মতো সাতদিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেন। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মাঠে কাজ করছে। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩২ হাজার ৪শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার, ০৪ জুলাই ২০২১ , ২০ আষাঢ় ১৪২৮ ২২ জিলক্বদ ১৪৪২

বাউফলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এদেরমধ্যে ৪ জনের নমুনা পজিটিভ শনাক্ত হয়েছে। অন্যদের অধিকতর নিশ্চিত হওয়ার জন্য পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের আরটিপিসিআর এ পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫৯২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এদেরমধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৬৬ জন। এদের মধ্যে কালাইয়া গ্রামের সামসুল হক(৪২) ও দাশপাড়া গ্রামের স্বপন তালুকদার(৬০) মারা গেছেন । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং হোম আইসোলেশনে ১৭ জন চিকিৎসাধীন। অন্যরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এর আগে করোনার প্রথম ঢেউ শুরু হলে ১১০৮ জনের নমুনা পরীক্ষার মধ্যে করোনা শনাক্ত হয়েছিল ১৬৫ জন। এদের মধ্যে মারা গেছেন ৭ জন। অন্যরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ থেকে সারাদেশে করোনাভাইরাসের প্রথম ঢেউ শুরু হয় এবং তা মহামারী আকার ধারণ করে। পরে এ বছরের জানুয়ারি থেকে আবার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সারাদেশে দ্বিতীয়বারের মতো সাতদিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেন। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মাঠে কাজ করছে। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩২ হাজার ৪শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।