১২ জেলায় করোনায় মৃত্যু ১৪ শনাক্ত ৭০৮

বগুড়ায় মৃত্যু ৫

শনাক্ত ১৯৪

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে। এরা সবাই বগুড়া করোনা ডেডিকেটেড মোহাম্মাদ আলী হাসপাতালে মারা যান। এছাড়া করোনা উপসর্গ নিয়ে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতলে মারা গেছেন ১ জন। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৪ জন। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬শ’ জনের নমুনা পরীক্ষা করে ১৯৪ জন করেনো শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩২। বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে মারা যাওয়াদের মধ্যে ৪ জনের বাড়ি বগুড়ায় এবং ১ জনের বাড়ি নওগাঁয়।

ঝালকাঠিতে মৃত্যু

৩, শনাক্ত ১১১

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে শনি ও রবিবারের ৪৮ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১১ জন ও মারা যান ৩ জন। এরমধ্যে শনিবার শনাক্ত হয় ২৩ এবং রবিবার শনাক্ত হয় ৮৮ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের। জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষায় মোট ১৯৫৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নূতন ১২ জনসহ মোট ১৩৮০ জন সুস্থ হয়েছে এবং ৩৯ জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছে।

নবাবগঞ্জে মৃত্যু ১

প্রতিনিধি, নবাবগঞ্জ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে পারুল বেগম (৫২) নামে এক নারীর মৃত্যুবরণ করেছে। শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত নারী নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা হাজি বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়. পারুল বেগম কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন। শনিবার সকালে তিনি মারা যায়। পরে দুপুরে জানাজা শেষে নতুন বান্দুরা সামাজিক করবস্থানে তাকে দাফন করা হয়।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, বৃহস্পতিবার (১ জুলাই) তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে তার রিপোর্ট পজিটিভ আসে।

মধুখালীতে মৃত্যু ১

প্রতিনিধি , মধুখালী (ফরিদপুর)

মধুখালী পৌরসভার ৬ নম্বর ওয়াডের কাউন্সিলর মো.জাহিদুল ইসলাম জিন্নাহ করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসারত অবস্থায় শনিবার বিকেলে মৃত্যুবরণ করেছেন। রবিবার সকালে তার লাশ নিজ গ্রাম মধুখালী উপজেলার শ্রীপুর গ্রামে যানাজা শেষে দাফন করা হয়। তিনি প্রথমে একাধিকবার মধুখালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বর হিসেবে এবং পরবর্তীতে মধুথালী পৌরসভার দুইবার কাউন্সিলর নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

লালমনিরহাটে মৃত্যু

১, শনাক্ত ১৭

প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাট জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত শনিবার জেলায় নতুন করে করোনা পজিটিভ ১৭ জন। মৃত্যু একজন। জেলায় এ পর্যন্ত এক হাজার ৫৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২৮ জন। গত শনিবার লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, সরকার ঘোষিত ৭ দিনে লকডাউনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

বোদায় মৃত্যু ১

প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের বোদায় করোনায় আক্রান্ত হয়ে গত শনিবার অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মো. আবুল হোসেন (৭৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। জানা যায়, গত ২৭ জুন বোদা সদর হাসপাতালে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ৩ জুলাই শনিবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ৩ জুলাই শনিবার বিকেলে মরহুমকে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

কিশোরগঞ্জে মৃত্যু

১, শনাক্ত ১১২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের গত শনিবার রাতে জানান, গত ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো করোনা পজিটিভ শতক স্পর্শ করল। এদিন জেলায় মোট ১১২ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদরেই ৫৮ জন। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দুপুরে সদরের শিক্ষক পল্লীর গোলাম মাহবুব (৭০) নামে এক রোগী মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ৯১ জনের মৃত্যু হলো। আর শনিবার সুস্থ হয়েছেন ৩৮ জন, যাদের সবাই সদরের। গত শনিবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ১০৪টি আর পুরনো রোগীদের ১২টি নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষায় এ জেলায় আক্রান্ত ৮ জনের আর অন্য জেলায় আক্রান্ত ৩ জনের নমুনা পজিটিভ হয়েছে।

নিয়ামতপুরে

মৃত্যু এক

প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে তৃতীয় দিনেও নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসন কঠোর তৎপর রয়েছে। উপজেলা প্রশাসনকে মাঠে সার্বিক সহযোগিতা করছেন পুলিশ প্রশাসন। পাশাপাশি সার্বক্ষণিক টহলে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব। উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম (৩৫) নামে ২ জুলাই শুক্রবার রাত সাড়ে ১২টায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে উপজেলায় করোনা সংক্রমিত হয়ে ১৪ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জে শনাক্ত ৬৬

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০৬ জনের। আক্রান্তের হার ৩২ দশমিক ৪ ভাগ। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ৩ জনক ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ায় অপর ৩ জনকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালে ১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। উপজেলা পর্যায়ে আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরে ৫০ জন, শাহজাদপুরে ৯ জন, রায়গঞ্জে ৪ জন, কামারখন্দে ২ এবং উল্লাপাড়ায় ১ জন রয়েছে।

সৈয়দপুরে শনাক্ত ১৬

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুরে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা এ পর্যন্ত উপজেলায় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৯ জনে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সৈয়দপুরে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ২৮ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫৭ দশমিক ১৫।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আলেমুল বাশার জানান, সৈয়দপুরে এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট ৩২৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৫৫ জন। বাড়িতে কোয়ারেন্টিনে আছেন ৫৮ জন। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন একজন এবং এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন।

গোবিন্দগঞ্জে শনাক্ত ১৮

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

করোনাভাইরাসের ডেল্টা ঢেউ জেকে বসতে শুরু করেছে গোবিন্দগঞ্জ উপজেলায়। করোনার দ্বিতীয় ঢেউ এর একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখল উপজেলাবাসী। সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন শনিবার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার অফিস এই তথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংগৃহীত নমুনার ঢাকার ল্যাবে এবং রংপুর মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে দুই জনের এবং বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যান্টিজেন ল্যাবে ১৫ জনের করোনা শনাক্ত হয়। করোনার দ্বিতীয় ঢেউ এ গোবিন্দগঞ্জে ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছে ৭২ জন।

নাটোরে শনাক্ত ১৭৬

প্রতিনিধি, নাটোর

এদিকে রবিবার নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, নাটোর সদর হাসপাতালের ৫০ বেডের করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৮১ রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৬ জন আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১৭ জনের। সংক্রমণের হার ২৮.৫২ শতাংশ। মোট আক্রান্ত ৪১০২ জন। আক্রান্তদের মধ্যে ৪৬ শতাংশ নারী। গতকাল যে তিনজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তারাও নারী। সুস্থ হয়েছেন ১৯৫১ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২০৯১ জন। জেলায় মোট মৃত্যু ৬০ জন।

সোমবার, ০৫ জুলাই ২০২১ , ২১ আষাঢ় ১৪২৮ ২৩ জিলক্বদ ১৪৪২

১২ জেলায় করোনায় মৃত্যু ১৪ শনাক্ত ৭০৮

বগুড়ায় মৃত্যু ৫

শনাক্ত ১৯৪

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে। এরা সবাই বগুড়া করোনা ডেডিকেটেড মোহাম্মাদ আলী হাসপাতালে মারা যান। এছাড়া করোনা উপসর্গ নিয়ে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতলে মারা গেছেন ১ জন। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৪ জন। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬শ’ জনের নমুনা পরীক্ষা করে ১৯৪ জন করেনো শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩২। বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে মারা যাওয়াদের মধ্যে ৪ জনের বাড়ি বগুড়ায় এবং ১ জনের বাড়ি নওগাঁয়।

ঝালকাঠিতে মৃত্যু

৩, শনাক্ত ১১১

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে শনি ও রবিবারের ৪৮ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১১ জন ও মারা যান ৩ জন। এরমধ্যে শনিবার শনাক্ত হয় ২৩ এবং রবিবার শনাক্ত হয় ৮৮ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের। জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষায় মোট ১৯৫৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নূতন ১২ জনসহ মোট ১৩৮০ জন সুস্থ হয়েছে এবং ৩৯ জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছে।

নবাবগঞ্জে মৃত্যু ১

প্রতিনিধি, নবাবগঞ্জ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে পারুল বেগম (৫২) নামে এক নারীর মৃত্যুবরণ করেছে। শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত নারী নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা হাজি বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়. পারুল বেগম কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন। শনিবার সকালে তিনি মারা যায়। পরে দুপুরে জানাজা শেষে নতুন বান্দুরা সামাজিক করবস্থানে তাকে দাফন করা হয়।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, বৃহস্পতিবার (১ জুলাই) তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে তার রিপোর্ট পজিটিভ আসে।

মধুখালীতে মৃত্যু ১

প্রতিনিধি , মধুখালী (ফরিদপুর)

মধুখালী পৌরসভার ৬ নম্বর ওয়াডের কাউন্সিলর মো.জাহিদুল ইসলাম জিন্নাহ করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসারত অবস্থায় শনিবার বিকেলে মৃত্যুবরণ করেছেন। রবিবার সকালে তার লাশ নিজ গ্রাম মধুখালী উপজেলার শ্রীপুর গ্রামে যানাজা শেষে দাফন করা হয়। তিনি প্রথমে একাধিকবার মধুখালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বর হিসেবে এবং পরবর্তীতে মধুথালী পৌরসভার দুইবার কাউন্সিলর নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

লালমনিরহাটে মৃত্যু

১, শনাক্ত ১৭

প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাট জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত শনিবার জেলায় নতুন করে করোনা পজিটিভ ১৭ জন। মৃত্যু একজন। জেলায় এ পর্যন্ত এক হাজার ৫৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২৮ জন। গত শনিবার লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, সরকার ঘোষিত ৭ দিনে লকডাউনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

বোদায় মৃত্যু ১

প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের বোদায় করোনায় আক্রান্ত হয়ে গত শনিবার অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মো. আবুল হোসেন (৭৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। জানা যায়, গত ২৭ জুন বোদা সদর হাসপাতালে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ৩ জুলাই শনিবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ৩ জুলাই শনিবার বিকেলে মরহুমকে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

কিশোরগঞ্জে মৃত্যু

১, শনাক্ত ১১২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের গত শনিবার রাতে জানান, গত ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো করোনা পজিটিভ শতক স্পর্শ করল। এদিন জেলায় মোট ১১২ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদরেই ৫৮ জন। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দুপুরে সদরের শিক্ষক পল্লীর গোলাম মাহবুব (৭০) নামে এক রোগী মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ৯১ জনের মৃত্যু হলো। আর শনিবার সুস্থ হয়েছেন ৩৮ জন, যাদের সবাই সদরের। গত শনিবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ১০৪টি আর পুরনো রোগীদের ১২টি নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষায় এ জেলায় আক্রান্ত ৮ জনের আর অন্য জেলায় আক্রান্ত ৩ জনের নমুনা পজিটিভ হয়েছে।

নিয়ামতপুরে

মৃত্যু এক

প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে তৃতীয় দিনেও নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসন কঠোর তৎপর রয়েছে। উপজেলা প্রশাসনকে মাঠে সার্বিক সহযোগিতা করছেন পুলিশ প্রশাসন। পাশাপাশি সার্বক্ষণিক টহলে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব। উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম (৩৫) নামে ২ জুলাই শুক্রবার রাত সাড়ে ১২টায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে উপজেলায় করোনা সংক্রমিত হয়ে ১৪ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জে শনাক্ত ৬৬

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০৬ জনের। আক্রান্তের হার ৩২ দশমিক ৪ ভাগ। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ৩ জনক ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ায় অপর ৩ জনকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালে ১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। উপজেলা পর্যায়ে আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরে ৫০ জন, শাহজাদপুরে ৯ জন, রায়গঞ্জে ৪ জন, কামারখন্দে ২ এবং উল্লাপাড়ায় ১ জন রয়েছে।

সৈয়দপুরে শনাক্ত ১৬

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুরে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা এ পর্যন্ত উপজেলায় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৯ জনে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সৈয়দপুরে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ২৮ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫৭ দশমিক ১৫।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আলেমুল বাশার জানান, সৈয়দপুরে এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট ৩২৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৫৫ জন। বাড়িতে কোয়ারেন্টিনে আছেন ৫৮ জন। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন একজন এবং এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন।

গোবিন্দগঞ্জে শনাক্ত ১৮

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

করোনাভাইরাসের ডেল্টা ঢেউ জেকে বসতে শুরু করেছে গোবিন্দগঞ্জ উপজেলায়। করোনার দ্বিতীয় ঢেউ এর একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখল উপজেলাবাসী। সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন শনিবার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার অফিস এই তথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংগৃহীত নমুনার ঢাকার ল্যাবে এবং রংপুর মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে দুই জনের এবং বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যান্টিজেন ল্যাবে ১৫ জনের করোনা শনাক্ত হয়। করোনার দ্বিতীয় ঢেউ এ গোবিন্দগঞ্জে ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছে ৭২ জন।

নাটোরে শনাক্ত ১৭৬

প্রতিনিধি, নাটোর

এদিকে রবিবার নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, নাটোর সদর হাসপাতালের ৫০ বেডের করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৮১ রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৬ জন আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১৭ জনের। সংক্রমণের হার ২৮.৫২ শতাংশ। মোট আক্রান্ত ৪১০২ জন। আক্রান্তদের মধ্যে ৪৬ শতাংশ নারী। গতকাল যে তিনজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তারাও নারী। সুস্থ হয়েছেন ১৯৫১ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২০৯১ জন। জেলায় মোট মৃত্যু ৬০ জন।