যেমন আছেন আতিক হাসান

সংগীতশিল্পী আতিক হাসান তার প্রথম একক অ্যালবাম ‘মাধবী কি ছিলো ভুল’ দিয়ে শ্রোতা দর্শকের মনে সাড়া ফেলেছিলেন ২০০২ সালে। অনেক জনপ্রিয় গান রয়েছে তার প্রকাশিত ‘চন্দনা ফিরে আসবেনা’, ‘প্রিয়া তোমার মন বলে কিছু নেই’, ‘ফিরে আয় পিয়া’, ‘মৌসুমী ভালোবাসি আমি’, ‘ওরে আমার ময়না’সহ অন্যান্য অ্যালবামগুলোতে। আতিক হাসানের প্রকাশিত অধিকাংশ অ্যালবামের গান লেখা ও সুর করা ইথুন বাবুর। মূলত ১৯৯৩ থেকে ১৯৯৬ সালে সৌদি আরবে থাকাকালীন একজন পেশাদার শিল্পী হিসেবে তার পথচলা। পরবর্তীতে চট্টগ্রাম ফিরে তিনি মঞ্চে অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ^জিৎ, কিশোর কুমার ও কুমার শানুর গান গাইতেন।

সিনেমায় আতিক হাসান প্রথম প্লে-ব্যাক করেন ডি এইচ বাদল খান পরিচালিত ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমিক ডাকাত’ সিনেমায়। পরে আরো প্রায় ৫০টি সিনেমায় গান করেন আতিক হাসান। বর্তমানে করোনার কারণে একেবারেই স্টেজ শো বিহীন সময় কাটছে বলে জানান আতিক হাসান। আতিক বলেন, ‘গান নিয়ে আমার যে স্বপ্ন ছিলো তার চেয়ে অনেক অনেক বেশিই পূরণ হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিল্পীর গানকে ঘিরে যে স্বপ্ন থাকতে পারে, তার চেয়েও বেশি পেয়েছি আমি। এই দেশের আমার গ্রানপ্রেমী শ্রোতা ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আজীবন গানই করে যেতে চাই আমি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আলম ভাই, বাবুল ভাই ও ইথুন বাবু ভাইয়ের কাছে।’

সোমবার, ০৫ জুলাই ২০২১ , ২১ আষাঢ় ১৪২৮ ২৩ জিলক্বদ ১৪৪২

যেমন আছেন আতিক হাসান

বিনোদন প্রতিবেদক |

image

সংগীতশিল্পী আতিক হাসান তার প্রথম একক অ্যালবাম ‘মাধবী কি ছিলো ভুল’ দিয়ে শ্রোতা দর্শকের মনে সাড়া ফেলেছিলেন ২০০২ সালে। অনেক জনপ্রিয় গান রয়েছে তার প্রকাশিত ‘চন্দনা ফিরে আসবেনা’, ‘প্রিয়া তোমার মন বলে কিছু নেই’, ‘ফিরে আয় পিয়া’, ‘মৌসুমী ভালোবাসি আমি’, ‘ওরে আমার ময়না’সহ অন্যান্য অ্যালবামগুলোতে। আতিক হাসানের প্রকাশিত অধিকাংশ অ্যালবামের গান লেখা ও সুর করা ইথুন বাবুর। মূলত ১৯৯৩ থেকে ১৯৯৬ সালে সৌদি আরবে থাকাকালীন একজন পেশাদার শিল্পী হিসেবে তার পথচলা। পরবর্তীতে চট্টগ্রাম ফিরে তিনি মঞ্চে অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ^জিৎ, কিশোর কুমার ও কুমার শানুর গান গাইতেন।

সিনেমায় আতিক হাসান প্রথম প্লে-ব্যাক করেন ডি এইচ বাদল খান পরিচালিত ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমিক ডাকাত’ সিনেমায়। পরে আরো প্রায় ৫০টি সিনেমায় গান করেন আতিক হাসান। বর্তমানে করোনার কারণে একেবারেই স্টেজ শো বিহীন সময় কাটছে বলে জানান আতিক হাসান। আতিক বলেন, ‘গান নিয়ে আমার যে স্বপ্ন ছিলো তার চেয়ে অনেক অনেক বেশিই পূরণ হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিল্পীর গানকে ঘিরে যে স্বপ্ন থাকতে পারে, তার চেয়েও বেশি পেয়েছি আমি। এই দেশের আমার গ্রানপ্রেমী শ্রোতা ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আজীবন গানই করে যেতে চাই আমি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আলম ভাই, বাবুল ভাই ও ইথুন বাবু ভাইয়ের কাছে।’