অভিনেতা থেকে পরিচালনায় নিকুল মণ্ডল

নানামাত্রিক অভিনয় দিয়ে এতদিন দর্শক মাতিয়েছেন নিকুল মণ্ডল। এবার তিনি হাজির হলেন পরিচালক হিসেবে। ‘নুরুলের শেষের কবিতা’ নামে একটি নাটক পরিচালনা করেছেন তিনি। এটি রচনা করেছেন সাংবাদিক লিমন আহমেদ।

নাটকটিতে এক কবির নীরব প্রেম ও বিরহ ফুটে উঠেছে। যেখানে দেখা যায় প্রেমিকা কবিতার জন্য তার কবি হয়ে উঠা। সেই প্রেমিকাকে হারানোর শোক বুকে নিয়ে বেড়ান তিনি।

নাটকে কবি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। তার প্রেমিকা চরিত্রে দেখা যাবে লাক্স তারকা নাজিয়া হক অর্ষাকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ট্রান্সজেন্ডার হোচিমিন। নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুল্লাহ সবুজ, মিলি বাশার, মাসুম বাশার, আনন্দ খালেদ, হিল্লোল সরকার, জাহিদ হিমেল, জুয়েল মিয়া প্রমুখ।  

নাটকটির জন্য একটি গান লিখেছেন সাংবাদিক গীতিকার জাহিদ আকবর। অনুরুদ্ধ সুরের সুরে সুমন কল্যাণের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন দেবলীনা সুর। নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন এপি শুভ। এর ডিওপি হিসেবে ছিলেন সুমন হোসাইন।

‘নুরুলের শেষের কবিতা’ নাটক প্রসঙ্গে নিকুল মণ্ডল বলেন, ‘এ নাটক দিয়ে আমার পরিচালক হিসেবে যাত্রা শুরু হতে যাচ্ছে। অনেক আবেগ ও প্রত্যাশা মিশে আছে এ কাজটির সঙ্গে। আমি ধন্যবাদ জানাই আমার এ নাটকের সঙ্গে সম্পৃক্ত সবাইকে। খুব ভালো নাটকটির কাজ শেষ করতে পেরেছি। পরিচালনায় নিয়মিত হতে চাই।’ শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে বলে জানিয়েছেন নিকুল মণ্ডল।

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ , ২২ আষাঢ় ১৪২৮ ২৪ জিলক্বদ ১৪৪২

অভিনেতা থেকে পরিচালনায় নিকুল মণ্ডল

বিনোদন প্রতিবেদক |

image

নানামাত্রিক অভিনয় দিয়ে এতদিন দর্শক মাতিয়েছেন নিকুল মণ্ডল। এবার তিনি হাজির হলেন পরিচালক হিসেবে। ‘নুরুলের শেষের কবিতা’ নামে একটি নাটক পরিচালনা করেছেন তিনি। এটি রচনা করেছেন সাংবাদিক লিমন আহমেদ।

নাটকটিতে এক কবির নীরব প্রেম ও বিরহ ফুটে উঠেছে। যেখানে দেখা যায় প্রেমিকা কবিতার জন্য তার কবি হয়ে উঠা। সেই প্রেমিকাকে হারানোর শোক বুকে নিয়ে বেড়ান তিনি।

নাটকে কবি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। তার প্রেমিকা চরিত্রে দেখা যাবে লাক্স তারকা নাজিয়া হক অর্ষাকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ট্রান্সজেন্ডার হোচিমিন। নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুল্লাহ সবুজ, মিলি বাশার, মাসুম বাশার, আনন্দ খালেদ, হিল্লোল সরকার, জাহিদ হিমেল, জুয়েল মিয়া প্রমুখ।  

নাটকটির জন্য একটি গান লিখেছেন সাংবাদিক গীতিকার জাহিদ আকবর। অনুরুদ্ধ সুরের সুরে সুমন কল্যাণের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন দেবলীনা সুর। নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন এপি শুভ। এর ডিওপি হিসেবে ছিলেন সুমন হোসাইন।

‘নুরুলের শেষের কবিতা’ নাটক প্রসঙ্গে নিকুল মণ্ডল বলেন, ‘এ নাটক দিয়ে আমার পরিচালক হিসেবে যাত্রা শুরু হতে যাচ্ছে। অনেক আবেগ ও প্রত্যাশা মিশে আছে এ কাজটির সঙ্গে। আমি ধন্যবাদ জানাই আমার এ নাটকের সঙ্গে সম্পৃক্ত সবাইকে। খুব ভালো নাটকটির কাজ শেষ করতে পেরেছি। পরিচালনায় নিয়মিত হতে চাই।’ শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে বলে জানিয়েছেন নিকুল মণ্ডল।