আজ আহসান মঞ্জিলের সামনে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার

আজ রাত ৮টার বাংলা সংবাদের পর ইত্যাদির আহসান মঞ্জিলের সামনে ধারণকৃত পর্বটি পুনঃপ্রচার হবে। এই পর্বটি ২০০৯ সালের জুন মাসে ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বসম্পন্ন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়। বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকায় অবস্থিত ঢাকার অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আহসানমঞ্জিল একসময় ঢাকার নওয়াবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটিজাদুঘর।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশকয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এক যোগে পুনঃপ্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। যথারীতি এবারও ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ , ২২ আষাঢ় ১৪২৮ ২৪ জিলক্বদ ১৪৪২

আজ আহসান মঞ্জিলের সামনে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার

বিনোদন প্রতিবেদক |

image

আজ রাত ৮টার বাংলা সংবাদের পর ইত্যাদির আহসান মঞ্জিলের সামনে ধারণকৃত পর্বটি পুনঃপ্রচার হবে। এই পর্বটি ২০০৯ সালের জুন মাসে ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বসম্পন্ন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়। বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকায় অবস্থিত ঢাকার অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আহসানমঞ্জিল একসময় ঢাকার নওয়াবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটিজাদুঘর।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশকয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এক যোগে পুনঃপ্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। যথারীতি এবারও ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।