অনলাইনে শিক্ষার আলো ‘মর্ডান স্কুল বিডি’র

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস শিক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। কবে স্বাভাবিক হবে শিক্ষার হাল কেউ জানেন না। তবে অনলাইনে ক্লাস চলমান রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় বদলে যাচ্ছে গতানুগতিক শিক্ষা কার্যক্রম। ঠিক এই মুহূর্তে অনলাইনে পাঠদান দিয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বেশ সাড়া জাগিয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ‘মর্ডান স্কুল বিডি।’

অনার্স চতুর্থ বর্ষের এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী ‘মর্ডান স্কুল বিডি’র মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে অনলাইনে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাদের অনলাইনে পাঠদানের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষানুরাগীরা। জানা গেছে, কারোনা থেকে রক্ষা পেতে যখন সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাসের পর মাস বন্ধ রয়েছে। তখন শিক্ষা মন্ত্রণালয় সংসদ টেলিভিশনের মাধ্যমে অনলাইন ক্লাস চালু করেন। একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র হাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সোয়েব আহমেদ সোহেল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রিয়াঙ্কা সরকার, সোহেল রানা, আপন, আশরাফুল, মরিয়ম আক্তার, শাওনসহ সকলের যৌথ উদ্যোগে ‘মর্ডান স্কুল বিডি’ নামে অনলাইনে একটি প্ল্যাটফর্ম চালু করেন। সবার সম্বলিত প্রচেষ্টায় শিক্ষাবিদদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ‘মর্ডান স্কুল বিডি।’

‘মর্ডান স্কুল বিডি’র পরিচালক প্রিয়াঙ্কা সরকার বলেন, ‘করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা লেখাপড়া থেকে পিছিয়ে পড়ছে। তাই আমরা কয়েকজন মিলে অনলাইনে ফ্রি ক্লাসের কার্যক্রম শুরু করেছি। যাতে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে পিছিয়ে না পড়ে।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন ম-ল জানান, অদৃশ্য করোনার কালো থাবার এই দুর্দিনে তারা শিক্ষার্থী হয়েও অনলাইনে শিক্ষা দান দিয়ে আসছেন। বিষয়টি সত্যি প্রশংসার দাবিদার। মর্ডান স্কুল বিডির যেকোন প্রয়োজনে পাশে থাকবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ , ২৪ আষাঢ় ১৪২৮ ২৬ জিলক্বদ ১৪৪২

অনলাইনে শিক্ষার আলো ‘মর্ডান স্কুল বিডি’র

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস শিক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। কবে স্বাভাবিক হবে শিক্ষার হাল কেউ জানেন না। তবে অনলাইনে ক্লাস চলমান রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় বদলে যাচ্ছে গতানুগতিক শিক্ষা কার্যক্রম। ঠিক এই মুহূর্তে অনলাইনে পাঠদান দিয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বেশ সাড়া জাগিয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ‘মর্ডান স্কুল বিডি।’

অনার্স চতুর্থ বর্ষের এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী ‘মর্ডান স্কুল বিডি’র মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে অনলাইনে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাদের অনলাইনে পাঠদানের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষানুরাগীরা। জানা গেছে, কারোনা থেকে রক্ষা পেতে যখন সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাসের পর মাস বন্ধ রয়েছে। তখন শিক্ষা মন্ত্রণালয় সংসদ টেলিভিশনের মাধ্যমে অনলাইন ক্লাস চালু করেন। একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র হাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সোয়েব আহমেদ সোহেল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রিয়াঙ্কা সরকার, সোহেল রানা, আপন, আশরাফুল, মরিয়ম আক্তার, শাওনসহ সকলের যৌথ উদ্যোগে ‘মর্ডান স্কুল বিডি’ নামে অনলাইনে একটি প্ল্যাটফর্ম চালু করেন। সবার সম্বলিত প্রচেষ্টায় শিক্ষাবিদদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ‘মর্ডান স্কুল বিডি।’

‘মর্ডান স্কুল বিডি’র পরিচালক প্রিয়াঙ্কা সরকার বলেন, ‘করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা লেখাপড়া থেকে পিছিয়ে পড়ছে। তাই আমরা কয়েকজন মিলে অনলাইনে ফ্রি ক্লাসের কার্যক্রম শুরু করেছি। যাতে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে পিছিয়ে না পড়ে।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন ম-ল জানান, অদৃশ্য করোনার কালো থাবার এই দুর্দিনে তারা শিক্ষার্থী হয়েও অনলাইনে শিক্ষা দান দিয়ে আসছেন। বিষয়টি সত্যি প্রশংসার দাবিদার। মর্ডান স্কুল বিডির যেকোন প্রয়োজনে পাশে থাকবেন বলে জানান তিনি।