সাদ-বাঁধন এখন কানসৈকতে

দক্ষিণ ফ্রান্সের কানে পৌঁছেছেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সাতজন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ১০ দিনের কোয়ারেন্টিন শেষে করেন সাদ, বাঁধন, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।

বাঁধন বলেন, ‘কানে গতকাল দুপুর দেড়টায় পৌঁছেছি। ৭ জুলাই ছিল আমাদের সবার জন্য বিশাল একটি দিন।’

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে অফিশিয়াল সিলেকশনের বিভাগ আঁ সার্তে রিগায় স্থান পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে গতবাল বেলা ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিট) ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। বাংলাদেশ যাওয়াা সাতজনের সঙ্গে প্রদর্শনীতে থাকেন জেরেমি চুয়া।

আয়োজকরা জানিয়েছেন, সাল দুবুসিতে আজ ৮ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিট) আবার ‘রেহানা মরিয়ম নূর’-এর প্রদর্শনী রয়েছে। একই দিন সকাল ১০টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) কান শহরের নতুন মাল্টিপ্লেক্স সিনেয়ুম অরা’য় ছবিটি দেখানো হবে।

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ , ২৪ আষাঢ় ১৪২৮ ২৬ জিলক্বদ ১৪৪২

সাদ-বাঁধন এখন কানসৈকতে

বিনোদন প্রতিবেদক |

image

দক্ষিণ ফ্রান্সের কানে পৌঁছেছেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সাতজন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ১০ দিনের কোয়ারেন্টিন শেষে করেন সাদ, বাঁধন, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।

বাঁধন বলেন, ‘কানে গতকাল দুপুর দেড়টায় পৌঁছেছি। ৭ জুলাই ছিল আমাদের সবার জন্য বিশাল একটি দিন।’

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে অফিশিয়াল সিলেকশনের বিভাগ আঁ সার্তে রিগায় স্থান পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে গতবাল বেলা ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিট) ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। বাংলাদেশ যাওয়াা সাতজনের সঙ্গে প্রদর্শনীতে থাকেন জেরেমি চুয়া।

আয়োজকরা জানিয়েছেন, সাল দুবুসিতে আজ ৮ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিট) আবার ‘রেহানা মরিয়ম নূর’-এর প্রদর্শনী রয়েছে। একই দিন সকাল ১০টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) কান শহরের নতুন মাল্টিপ্লেক্স সিনেয়ুম অরা’য় ছবিটি দেখানো হবে।