লকডাউনে নিত্যপণ্যের বাজারে অনিয়ম, ৪৬ প্রতিষ্ঠানকে জরিমানা

করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। এ পরিস্থিতিতে অনিয়মের সুযোগ নিচ্ছে অনেকে। বেশি দামে বিক্রি করছে পণ্য, প্রদর্শন করছে না মূল্য তালিকা। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ওজনে কারচুপিরসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বেশ কিছু প্রতিষ্ঠান। এসব অভিযোগে ৪৬ প্রতিষ্ঠানকে দুই লাখ ১০ হাজার টাকা জ?রিমানা করা হয়েছে।

গত বুধবার ঢাকা মহানগরসহ সারাদেশে অভিযান পরিচালনা করে এ জরিমানা ক?রা হয়। পাশাপা?শি টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন, বাজারে ভোক্তা-ব্যবসায়ীদের মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচার করা হয়।

রাজধানীর বিভিন্ন বাজার, সুপারশপ ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজার তদারকির সময় ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, চিনি, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি না তা মনিটরিং করা হয়।

শুক্রবার, ০৯ জুলাই ২০২১ , ২৫ আষাঢ় ১৪২৮ ২৭ জিলক্বদ ১৪৪২

লকডাউনে নিত্যপণ্যের বাজারে অনিয়ম, ৪৬ প্রতিষ্ঠানকে জরিমানা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। এ পরিস্থিতিতে অনিয়মের সুযোগ নিচ্ছে অনেকে। বেশি দামে বিক্রি করছে পণ্য, প্রদর্শন করছে না মূল্য তালিকা। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ওজনে কারচুপিরসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বেশ কিছু প্রতিষ্ঠান। এসব অভিযোগে ৪৬ প্রতিষ্ঠানকে দুই লাখ ১০ হাজার টাকা জ?রিমানা করা হয়েছে।

গত বুধবার ঢাকা মহানগরসহ সারাদেশে অভিযান পরিচালনা করে এ জরিমানা ক?রা হয়। পাশাপা?শি টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন, বাজারে ভোক্তা-ব্যবসায়ীদের মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচার করা হয়।

রাজধানীর বিভিন্ন বাজার, সুপারশপ ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজার তদারকির সময় ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, চিনি, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি না তা মনিটরিং করা হয়।