তিন জেলায় লকডাউন অমান্য করায় জরিমানা

মির্জাগঞ্জ

সরকার ঘোষিত বিধিনিষেধ মানাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। এছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মাঝে মাঝে সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়। এরপরও যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হয়েছে প্রশাসনের জেরার মুখে। কারণ ছাড়াই যারা বের হয়েছেন তাদের মৌখিকভাবে সর্তক করে বাড়ি ফিরিয়ে দেয়া হয়েছে। এদিকে করোনা সংক্রমণরোধে জারি করা কঠোর বিধিনিষেধ (লকডাউন) অমান্য করার দায়ে গত এক সপ্তাহে ৮২টি মামলায় ৬০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দোহার

ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৪ জনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৭ম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে ১১ হাজার ৬শত টাকা অর্থদন্ড প্রদান করেন।

সোনারগাঁয়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লকডাউন অমান্য করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় বুধবার বিকেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের অর্থদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী হাকিম ও সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুস্তফা মুন্না জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন পুরো উপজেলায় শক্ত অবস্থানে রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা এলাকায় এক কাপর ব্যবসায়ী দোকান খুলে প্রকাশ্যেই ব্যবসা করছিলেন। সেজন্য সেই দোকান সিলগালা করে দেয়া হয়। এছাড়া কাঁচপুর এলাকায় একটি মার্কেটে দোকান খোলা রাখার অপরাধে ৯ ব্যবসায়ীকে ২৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার, ০৯ জুলাই ২০২১ , ২৫ আষাঢ় ১৪২৮ ২৭ জিলক্বদ ১৪৪২

তিন জেলায় লকডাউন অমান্য করায় জরিমানা

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী), দোহার (ঢাকা), সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

মির্জাগঞ্জ

সরকার ঘোষিত বিধিনিষেধ মানাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। এছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মাঝে মাঝে সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়। এরপরও যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হয়েছে প্রশাসনের জেরার মুখে। কারণ ছাড়াই যারা বের হয়েছেন তাদের মৌখিকভাবে সর্তক করে বাড়ি ফিরিয়ে দেয়া হয়েছে। এদিকে করোনা সংক্রমণরোধে জারি করা কঠোর বিধিনিষেধ (লকডাউন) অমান্য করার দায়ে গত এক সপ্তাহে ৮২টি মামলায় ৬০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দোহার

ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৪ জনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৭ম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে ১১ হাজার ৬শত টাকা অর্থদন্ড প্রদান করেন।

সোনারগাঁয়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লকডাউন অমান্য করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় বুধবার বিকেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের অর্থদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী হাকিম ও সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুস্তফা মুন্না জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন পুরো উপজেলায় শক্ত অবস্থানে রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা এলাকায় এক কাপর ব্যবসায়ী দোকান খুলে প্রকাশ্যেই ব্যবসা করছিলেন। সেজন্য সেই দোকান সিলগালা করে দেয়া হয়। এছাড়া কাঁচপুর এলাকায় একটি মার্কেটে দোকান খোলা রাখার অপরাধে ৯ ব্যবসায়ীকে ২৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।