‘দেশের উন্নতি হবে, আমাদের অবস্থার উন্নতি হবে না’

পুরানা পল্টন বক্সকালভার্ট রোডে জুতা শেলাই করেন ঠাকুর দাস। লকডাউনে কেমন আয় রোজগার হচ্ছে জানতে চাইলে তিনি সংবাদকে বলেন, ‘আজ সকাল থেকে কাজ করেছি মাত্র ২০ টাকার। গতকাল সারাদিনে কাজ করেছিলাম মাত্র ১২০ টাকার। পাঁচ মেয়ে ও এক ছেলে নিয়ে আমার সংসার। এই রোজগার দিয়ে আমি কীভাবে সংসার চালাব? মাসের শুরু থেকে লকডাউন শুরু হয়েছে। এই লকডাউনে আয় রোজগার না থাকায় প্রতিবেশীদের কাছে ইতোমধ্যেই ১২ হাজার টাকা ধার হয়ে গেছে। আমার আয় রোজগার যদি এমনই চলতে থাকে তাহলে নিজে কিভাবে চলব, আর প্রতিবেশির দেনাই বা কিভাবে শোধ করব? দেশ নাকি আগাইয়া যাইতেছে, আমাদের তো কিচ্ছু হচ্ছে না। দেশের উন্নতি হবে, আমাদের অবস্থার পরিবর্তন হবে না। আমরা ফকির আছি, ফকিরই থাকব। মাথাপিছু আয় বাড়লে আমাদের লাভ কী?’ ছবিটি গত বৃহস্পতিবার তোলা Ñসংবাদ

শনিবার, ১০ জুলাই ২০২১ , ২৬ আষাঢ় ১৪২৮ ২৮ জিলক্বদ ১৪৪২

‘দেশের উন্নতি হবে, আমাদের অবস্থার উন্নতি হবে না’

image

পুরানা পল্টন বক্সকালভার্ট রোডে জুতা শেলাই করেন ঠাকুর দাস। লকডাউনে কেমন আয় রোজগার হচ্ছে জানতে চাইলে তিনি সংবাদকে বলেন, ‘আজ সকাল থেকে কাজ করেছি মাত্র ২০ টাকার। গতকাল সারাদিনে কাজ করেছিলাম মাত্র ১২০ টাকার। পাঁচ মেয়ে ও এক ছেলে নিয়ে আমার সংসার। এই রোজগার দিয়ে আমি কীভাবে সংসার চালাব? মাসের শুরু থেকে লকডাউন শুরু হয়েছে। এই লকডাউনে আয় রোজগার না থাকায় প্রতিবেশীদের কাছে ইতোমধ্যেই ১২ হাজার টাকা ধার হয়ে গেছে। আমার আয় রোজগার যদি এমনই চলতে থাকে তাহলে নিজে কিভাবে চলব, আর প্রতিবেশির দেনাই বা কিভাবে শোধ করব? দেশ নাকি আগাইয়া যাইতেছে, আমাদের তো কিচ্ছু হচ্ছে না। দেশের উন্নতি হবে, আমাদের অবস্থার পরিবর্তন হবে না। আমরা ফকির আছি, ফকিরই থাকব। মাথাপিছু আয় বাড়লে আমাদের লাভ কী?’ ছবিটি গত বৃহস্পতিবার তোলা Ñসংবাদ