১৮ জেলায় করোনায় মৃত্যু ৪৩ শনাক্ত ৯৮২

রংপুরের ৮ জেলায় মৃত্যু ৮ শনাক্ত ২৭৮

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার দশম দিন পর সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। সেই সঙ্গে নমুনা পরীক্ষার হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় ১ নারীসহ ৮ জন মারা গেছে। ৮শ’ ৬৫ জনের করোনার নমুনা পরীক্ষার পর ২৭৮ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে ১০ দিনে ১ নারীসহ ১১৭ জন মারা গেছে। যে ৮ জন মারা গেছে তাদের মধ্যে, লালমনিরহাট জেলায় ৩ জন, নীলফামারী জেলায় ২ জন, ঠাকুরগাঁয়ে ১ এবং ও দিনাজপুরে ২ মারা গেছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ জাকিরুল ইসলাম রংপুর বিভাগে করোনায় ৮ জন মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬শ’ ৩২ জনে। আক্রান্তের হার ৩২ দশমিক ১৪ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, লালমনিরহাট ও ঠাকুরগাঁয়ে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

এ নিয়ে রংপুর বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৪ জন এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৩১ হাজার ৯শ ৬৮ জন। সুস্থ হয়েছে ২৩ হাজার ১শ ৪০ জন।

বাগেরহাটে

শনাক্ত ১২

প্রতিনিধি, বাগেরহাট

মহামারী করোনায় বাগেরহাট জেলায় শক্রবারও ৩৪.২৮ শতাংশ মানুষ সংক্রমিত হয়েছে। ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১২ জন সংক্রমিত হয়েছেন। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির শনিবার সকালে জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১২ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৪১৮ জন সংক্রমিত হলেন। শনিবার সকাল পর্যন্ত বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি রয়েছেন।

বগুড়ায় মৃত্যু ১৩

শনাক্ত ৯৭

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আটজন। শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে দু’জন বগুড়ার বাকি তিনজন অন্য জেলার। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নাটোর জেলার হায়দার হোসেন(৫৫), বগুড়া সারিয়াকান্দির আসাদুল(৪৭), জয়পুরহাট জেলার গোলাম রব্বানী(৫২), দিনাজপুর জেলার মোজাম্মেল হক(৫৫) এবং বগুড়া গাবতলী উপজেলার দুলু মিয়া(৬৮)। এদের মধ্যে হায়দার ও আসাদুল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে, গোলাম রব্বানী সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে, মোজ্জামেল হক টিএমএসএস হাসপাতালে এবং দুলু মিয়া গাবতলীতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার সকালে অনলাইন ব্রিফিংয়ে জানান, করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুর হয়েছে। জেলায় নতুন করে আরও ৯৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও ২৫০ শষ্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুটি হাসপাতালে চিকিৎসাধীন ৮ জনের মৃত্যুর হয়েছে।

ডা. তুহিন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩২৮টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৫৭ শতাংশ। এদের মধ্যে সদরের ৭০ জন, শাজাহানপুরের ১১ জন, দুপচাঁচিয়ায় ৮ জন, সারিয়াকান্দি ২ জন এবং গাবতলী ও শেরপুরে একজন করে। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১০৫ জন।

শীতাকুণ্ডে শনাক্ত ৪২

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহামারী করোনার আগ্রাসন বেড়েই চলেছে। গত শুক্রবার একদিনে সর্বোচ্চ ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া অসুস্থ আরও অসংখ্য রোগী আছে ঘরে ঘরে। যারা উপসর্গ নিয়ে ঘুরলেও পরীক্ষা না করিয়ে চিকিৎসা নিচ্ছেন। ফলে একজন থেকে অন্যজনের দেহে করোনা ছড়িয়ে পড়ছে। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, আক্রান্ত রোগীদের অধিকাংশই হাসপাতালের সংস্পর্শে না এসে ঘরে চিকিৎসা নেয়ায় অনেকের অবস্থা জটিল হয়ে পড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এখন করোনা ভয়ঙ্কর মহামারী আকার ধারণ করেছে। এখানে গত এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৩১ জন করে করোনায় আক্রান্ত হয়েছে। সর্বশেষ গত শুক্রবার এখানে সর্বাধিক রেকর্ড ৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা চট্টগ্রামের অনেক উপজেলার তুলনায় অনেক বেশি।

দোহারে শনাক্ত ২৬

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫৬.৫২%। এ নিয়ে দোহার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ২৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন। মোট সুস্থ হয়েছে ৭৯৯ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গত শুক্রবার বিকেলে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, গত ৮ জুলাই ঢাকায় পাঠানো ৪৬ জনের নমুনা থেকে নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ২৬ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ২৪ জন। আক্রান্তের হার ৫৬.৫২%। মোট সুস্থ হয়েছে ৭৯৯ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন।

নবাবগঞ্জে শনাক্ত ৪১

প্রতিনিধি, দোহার(ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৩ শত ৬৪ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৪১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২১ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গত শুক্রবার রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ৮ জুলাই ঢাকায় পাঠানো ৬৫ জনের নমুনা থেকে নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৪১ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফরিদপুরে মৃত্যু

১৬ শনাক্ত ১৮০

প্রতিনিধি, ফরিদপুর

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৬ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৮০ জন আর এই সময়ে করোনায় মারা গেছে ১৬ ব্যক্তি। শনাক্তের হার ৪৭.১৯ শতাংশ।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল রহমান জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৭ এবং উপসর্গ নিয়ে আরও নয়। তিনি আরও বলেন, মোট মৃত্যুর মধ্যে ফরিদপুর জেলায়র সাতজন এবং পার্শ¦বর্তী জেলার নয়জন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ৩৬০ জন।

ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭৬টি এরমধ্যে শনাক্ত হয়েছে ১৮০। আক্রান্তের হার ৪৭.১৯। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৪৫৬ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৮৯৭ জন।

সোনারগাঁয়ে

শনাক্ত ১১

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একজন মেয়ে শিশুসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১ জন। গত ২৪ ঘণ্টায় ৩২ জনের পরীক্ষার ফলাফলে ১১ জনের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, উপজেলার বিভিন্ন এলাকার ৩২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত শনিবার দুপুরে পাওয়া তথ্যে দেখা যায় তাদের মধ্যে ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন এলাকার প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের সঙ্গে পরেমশ্বরদী নোয়াগাঁও এলাকার একজন মেয়ে শিশু রয়েছে। আক্রান্তরা পিরোজপুর, সাদীপুর, কাঁচপুর, নোয়াগাঁও, জামপুর বৈদ্যেরবাজার, বারদী ইউপি ও সোনারগাঁও পৌরসভা এলাকার। করোনাভাইরাসে সোনারগাঁয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪১ জনে। মৃত্যুবরণ করেছেন ৩৯ জন এবং জাতীয় গাইডলাইনের স্বাস্থ্যবিধি মেনে সুস্থতা লাভ করেছেন ১২৪৮ জন।

কিশোরগঞ্জে মৃত্যু

৬, শনাক্ত ১৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রকাশিত করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, এর আগের ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে সুস্থ হয়ছেন ৪৫ জন, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১৬ জন। অবশ্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবের যান্ত্রিক ত্রুটির কারণে এখানে নমুনা পরীক্ষা আপাতত বন্ধ রয়েছে বলে শুক্রবার এখানে কোন নমুনা পরীক্ষা হয়নি। যে কারণে সদরে কোন নতুন রোগী শনাক্তও হয়নি। যান্ত্রিক ত্রুটি সারাতে ঢাকার প্রকৌশলীদের দায়িত্ব দেয়া হয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন।

ভালুকায় শনাক্ত ৩৭

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ভালুকা পৌর এলাকাসহ উপজেলার বিভিন্নস্থানে আরও ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের অনেকেই ময়য়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন উপেক্ষা করে নানা অজুহাতে আইন অমান্য করে যারা রাস্তায় বের হচ্ছেন উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল জরিমানা করে গণসচেতনতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছেন।

ঈশ্বরদীতে শনাক্ত ২২৫

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে বিগত দিনে করোনার প্রথম ঢেউয়ের সময় সকল রেকর্ড ভঙ্গ করে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২২৫ জন। পরীক্ষায় তুলনায় শনাক্তের হার ৩০.৫৪ শতাংশ। তবে এ সময়ের মধ্যে উপজেলায় করোনা আক্রান্ত কেউ মৃত্যুবরণ করেনি।­

image

কিশোরগঞ্জ : করোনা মহামারি ভয়াবহ রূপ নিয়েছে। এরপরও অনেক কথিত শিক্ষিত সচেতন মানুষও মাস্ক পরতে চান না, সেখানে এই মানুষটি মাস্ক পরে ঘুুমিয়ে আছেন ফুটপাতে। অজ্ঞাত পরিচয় মানুষটি সচেতনতার বার্তা দিচ্ছে আমাদের। টনক নড়বে কি? ছবিটি গত শনিবার সকাল ৮টায় শহরের পুরান থানা এলাকা থেকে তোলা ছবি : মোস্তফা কামাল

আরও খবর
করোনা ইউনিটে মেডিসিন বিশেষজ্ঞ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংকট
করোনায় মৃতদের সৎকারে নিরলস ‘ওরা ১৫ জন’
মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সামগ্রী দিলেন সাংসদ মিলন

রবিবার, ১১ জুলাই ২০২১ , ২৭ আষাঢ় ১৪২৮ ২৯ জিলক্বদ ১৪৪২

১৮ জেলায় করোনায় মৃত্যু ৪৩ শনাক্ত ৯৮২

image

কিশোরগঞ্জ : করোনা মহামারি ভয়াবহ রূপ নিয়েছে। এরপরও অনেক কথিত শিক্ষিত সচেতন মানুষও মাস্ক পরতে চান না, সেখানে এই মানুষটি মাস্ক পরে ঘুুমিয়ে আছেন ফুটপাতে। অজ্ঞাত পরিচয় মানুষটি সচেতনতার বার্তা দিচ্ছে আমাদের। টনক নড়বে কি? ছবিটি গত শনিবার সকাল ৮টায় শহরের পুরান থানা এলাকা থেকে তোলা ছবি : মোস্তফা কামাল

রংপুরের ৮ জেলায় মৃত্যু ৮ শনাক্ত ২৭৮

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার দশম দিন পর সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। সেই সঙ্গে নমুনা পরীক্ষার হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় ১ নারীসহ ৮ জন মারা গেছে। ৮শ’ ৬৫ জনের করোনার নমুনা পরীক্ষার পর ২৭৮ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে ১০ দিনে ১ নারীসহ ১১৭ জন মারা গেছে। যে ৮ জন মারা গেছে তাদের মধ্যে, লালমনিরহাট জেলায় ৩ জন, নীলফামারী জেলায় ২ জন, ঠাকুরগাঁয়ে ১ এবং ও দিনাজপুরে ২ মারা গেছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ জাকিরুল ইসলাম রংপুর বিভাগে করোনায় ৮ জন মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬শ’ ৩২ জনে। আক্রান্তের হার ৩২ দশমিক ১৪ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, লালমনিরহাট ও ঠাকুরগাঁয়ে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

এ নিয়ে রংপুর বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৪ জন এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৩১ হাজার ৯শ ৬৮ জন। সুস্থ হয়েছে ২৩ হাজার ১শ ৪০ জন।

বাগেরহাটে

শনাক্ত ১২

প্রতিনিধি, বাগেরহাট

মহামারী করোনায় বাগেরহাট জেলায় শক্রবারও ৩৪.২৮ শতাংশ মানুষ সংক্রমিত হয়েছে। ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১২ জন সংক্রমিত হয়েছেন। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির শনিবার সকালে জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১২ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৪১৮ জন সংক্রমিত হলেন। শনিবার সকাল পর্যন্ত বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি রয়েছেন।

বগুড়ায় মৃত্যু ১৩

শনাক্ত ৯৭

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আটজন। শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে দু’জন বগুড়ার বাকি তিনজন অন্য জেলার। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নাটোর জেলার হায়দার হোসেন(৫৫), বগুড়া সারিয়াকান্দির আসাদুল(৪৭), জয়পুরহাট জেলার গোলাম রব্বানী(৫২), দিনাজপুর জেলার মোজাম্মেল হক(৫৫) এবং বগুড়া গাবতলী উপজেলার দুলু মিয়া(৬৮)। এদের মধ্যে হায়দার ও আসাদুল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে, গোলাম রব্বানী সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে, মোজ্জামেল হক টিএমএসএস হাসপাতালে এবং দুলু মিয়া গাবতলীতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার সকালে অনলাইন ব্রিফিংয়ে জানান, করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুর হয়েছে। জেলায় নতুন করে আরও ৯৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও ২৫০ শষ্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুটি হাসপাতালে চিকিৎসাধীন ৮ জনের মৃত্যুর হয়েছে।

ডা. তুহিন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩২৮টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৫৭ শতাংশ। এদের মধ্যে সদরের ৭০ জন, শাজাহানপুরের ১১ জন, দুপচাঁচিয়ায় ৮ জন, সারিয়াকান্দি ২ জন এবং গাবতলী ও শেরপুরে একজন করে। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১০৫ জন।

শীতাকুণ্ডে শনাক্ত ৪২

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহামারী করোনার আগ্রাসন বেড়েই চলেছে। গত শুক্রবার একদিনে সর্বোচ্চ ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া অসুস্থ আরও অসংখ্য রোগী আছে ঘরে ঘরে। যারা উপসর্গ নিয়ে ঘুরলেও পরীক্ষা না করিয়ে চিকিৎসা নিচ্ছেন। ফলে একজন থেকে অন্যজনের দেহে করোনা ছড়িয়ে পড়ছে। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, আক্রান্ত রোগীদের অধিকাংশই হাসপাতালের সংস্পর্শে না এসে ঘরে চিকিৎসা নেয়ায় অনেকের অবস্থা জটিল হয়ে পড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এখন করোনা ভয়ঙ্কর মহামারী আকার ধারণ করেছে। এখানে গত এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৩১ জন করে করোনায় আক্রান্ত হয়েছে। সর্বশেষ গত শুক্রবার এখানে সর্বাধিক রেকর্ড ৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা চট্টগ্রামের অনেক উপজেলার তুলনায় অনেক বেশি।

দোহারে শনাক্ত ২৬

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫৬.৫২%। এ নিয়ে দোহার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ২৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন। মোট সুস্থ হয়েছে ৭৯৯ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গত শুক্রবার বিকেলে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, গত ৮ জুলাই ঢাকায় পাঠানো ৪৬ জনের নমুনা থেকে নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ২৬ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ২৪ জন। আক্রান্তের হার ৫৬.৫২%। মোট সুস্থ হয়েছে ৭৯৯ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন।

নবাবগঞ্জে শনাক্ত ৪১

প্রতিনিধি, দোহার(ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৩ শত ৬৪ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৪১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২১ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গত শুক্রবার রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ৮ জুলাই ঢাকায় পাঠানো ৬৫ জনের নমুনা থেকে নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৪১ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফরিদপুরে মৃত্যু

১৬ শনাক্ত ১৮০

প্রতিনিধি, ফরিদপুর

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৬ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৮০ জন আর এই সময়ে করোনায় মারা গেছে ১৬ ব্যক্তি। শনাক্তের হার ৪৭.১৯ শতাংশ।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল রহমান জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৭ এবং উপসর্গ নিয়ে আরও নয়। তিনি আরও বলেন, মোট মৃত্যুর মধ্যে ফরিদপুর জেলায়র সাতজন এবং পার্শ¦বর্তী জেলার নয়জন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ৩৬০ জন।

ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭৬টি এরমধ্যে শনাক্ত হয়েছে ১৮০। আক্রান্তের হার ৪৭.১৯। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৪৫৬ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৮৯৭ জন।

সোনারগাঁয়ে

শনাক্ত ১১

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একজন মেয়ে শিশুসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১ জন। গত ২৪ ঘণ্টায় ৩২ জনের পরীক্ষার ফলাফলে ১১ জনের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, উপজেলার বিভিন্ন এলাকার ৩২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত শনিবার দুপুরে পাওয়া তথ্যে দেখা যায় তাদের মধ্যে ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন এলাকার প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের সঙ্গে পরেমশ্বরদী নোয়াগাঁও এলাকার একজন মেয়ে শিশু রয়েছে। আক্রান্তরা পিরোজপুর, সাদীপুর, কাঁচপুর, নোয়াগাঁও, জামপুর বৈদ্যেরবাজার, বারদী ইউপি ও সোনারগাঁও পৌরসভা এলাকার। করোনাভাইরাসে সোনারগাঁয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪১ জনে। মৃত্যুবরণ করেছেন ৩৯ জন এবং জাতীয় গাইডলাইনের স্বাস্থ্যবিধি মেনে সুস্থতা লাভ করেছেন ১২৪৮ জন।

কিশোরগঞ্জে মৃত্যু

৬, শনাক্ত ১৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রকাশিত করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, এর আগের ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে সুস্থ হয়ছেন ৪৫ জন, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১৬ জন। অবশ্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবের যান্ত্রিক ত্রুটির কারণে এখানে নমুনা পরীক্ষা আপাতত বন্ধ রয়েছে বলে শুক্রবার এখানে কোন নমুনা পরীক্ষা হয়নি। যে কারণে সদরে কোন নতুন রোগী শনাক্তও হয়নি। যান্ত্রিক ত্রুটি সারাতে ঢাকার প্রকৌশলীদের দায়িত্ব দেয়া হয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন।

ভালুকায় শনাক্ত ৩৭

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ভালুকা পৌর এলাকাসহ উপজেলার বিভিন্নস্থানে আরও ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের অনেকেই ময়য়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন উপেক্ষা করে নানা অজুহাতে আইন অমান্য করে যারা রাস্তায় বের হচ্ছেন উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল জরিমানা করে গণসচেতনতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছেন।

ঈশ্বরদীতে শনাক্ত ২২৫

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে বিগত দিনে করোনার প্রথম ঢেউয়ের সময় সকল রেকর্ড ভঙ্গ করে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২২৫ জন। পরীক্ষায় তুলনায় শনাক্তের হার ৩০.৫৪ শতাংশ। তবে এ সময়ের মধ্যে উপজেলায় করোনা আক্রান্ত কেউ মৃত্যুবরণ করেনি।­