মৌমিতার ‘চাঁদ জোছনা ঢালে’ া বিনোদন প্রতিবেদক মৌমিতা বড়–য়া, এই প্রজন্মের একজন সংগীতশিল্পী। ২০১৭ সালে চ্যানেল আই

মৌমিতা বড়ুয়া, এই প্রজন্মের একজন সংগীতশিল্পী। ২০১৭ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ’তে শীর্ষ দশে উঠেছিল সে। সে চট্টগ্রামের মেয়ে। বাবা ত্রিবিদ বড়ুয়া রানার কাছে গানে তার হাতেখড়ি। উচ্চাঙ্গ সংগীতে গেলো ১৩ বছর যাবত মৌমিতা সুব্রত দাশ অনুজের কাছে তালিম নিচ্ছেন। আগামী ঈদে আসছে মৌমিতার কণ্ঠে ‘চাঁদ জোছনা ঢালে’ শিরোনামের নতুন একটি গান। এর আগেও তার প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে গান প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন শহীদুর রহমান এবং সুর করেছেন এস আর সারোয়ার। গানটির ভিডিও চিত্রায়িত হয়েছে ভারতের আসামে। গানটি নিয়ে মৌমিতার বলেন, ‘আমার অনেক আশা, স্বপ্ন এই গানটিকে ঘিরে। আমি ভালো গান করতে চাই। নিজেকে আগামী ১০ বছরে সাধণা করে এমন একটি অবস্থানে নিয়ে যেতে চাই, মেয়েরা যেন স্বপ্ন দেখে আমার মতো হবার।’ মৌমিতার বাবা ত্রিবিদ বড়ুয়া রানা বলেন, ‘আমার মেয়েকে আগামীতে সত্যিকারের একজন শিল্পী, একজন জাত শিল্পী হিসেবে আমি দেখতে চাই, এটাই আমার স্বপ্ন। ’

মৌমিতা জানান, শিগগিরই প্রকাশ পাবে ক্লোজআপ তারকা রাশেদের সঙ্গে ‘টিপ’ শিরোনামের একটি গান। মৌমিতার প্রথম মৌলিক গান ছিলো ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টি’।

রবিবার, ১১ জুলাই ২০২১ , ২৭ আষাঢ় ১৪২৮ ২৯ জিলক্বদ ১৪৪২

মৌমিতার ‘চাঁদ জোছনা ঢালে’ া বিনোদন প্রতিবেদক মৌমিতা বড়–য়া, এই প্রজন্মের একজন সংগীতশিল্পী। ২০১৭ সালে চ্যানেল আই

image

মৌমিতা বড়ুয়া, এই প্রজন্মের একজন সংগীতশিল্পী। ২০১৭ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ’তে শীর্ষ দশে উঠেছিল সে। সে চট্টগ্রামের মেয়ে। বাবা ত্রিবিদ বড়ুয়া রানার কাছে গানে তার হাতেখড়ি। উচ্চাঙ্গ সংগীতে গেলো ১৩ বছর যাবত মৌমিতা সুব্রত দাশ অনুজের কাছে তালিম নিচ্ছেন। আগামী ঈদে আসছে মৌমিতার কণ্ঠে ‘চাঁদ জোছনা ঢালে’ শিরোনামের নতুন একটি গান। এর আগেও তার প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে গান প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন শহীদুর রহমান এবং সুর করেছেন এস আর সারোয়ার। গানটির ভিডিও চিত্রায়িত হয়েছে ভারতের আসামে। গানটি নিয়ে মৌমিতার বলেন, ‘আমার অনেক আশা, স্বপ্ন এই গানটিকে ঘিরে। আমি ভালো গান করতে চাই। নিজেকে আগামী ১০ বছরে সাধণা করে এমন একটি অবস্থানে নিয়ে যেতে চাই, মেয়েরা যেন স্বপ্ন দেখে আমার মতো হবার।’ মৌমিতার বাবা ত্রিবিদ বড়ুয়া রানা বলেন, ‘আমার মেয়েকে আগামীতে সত্যিকারের একজন শিল্পী, একজন জাত শিল্পী হিসেবে আমি দেখতে চাই, এটাই আমার স্বপ্ন। ’

মৌমিতা জানান, শিগগিরই প্রকাশ পাবে ক্লোজআপ তারকা রাশেদের সঙ্গে ‘টিপ’ শিরোনামের একটি গান। মৌমিতার প্রথম মৌলিক গান ছিলো ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টি’।