মহামারী মোকাবিলায় ৬৫ হাজার কোটি ডলারের তহবিল আইএমএফের

কোভিড-১৯ মহামারী মোকাবিলায় অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোকে ৬৫ হাজার কোটি ডলার অর্থায়নের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সম্প্রতি আইএমএফের কার্যনির্বাহী বোর্ড এ অর্থায়নের অনুমোদন দিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বলেন, ‘১৯০টি দেশের জন্য নতুন এ সহায়তা ঋণদানকারী সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড়। এটি বিশ্বের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করবে।’

এর আগে আইএমএফ ২০০৮ সালের আর্থিক সংকটের পর ২৫ হাজার কোটি ডলার এসডিআর রিজার্ভের অনুমোদন দিয়েছিল। এ উদ্যোগ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের গৃহীত পদক্ষেপের বিপরীত। বাইডেন প্রশাসন ক্ষমতা গ্রহণের পর গত ফেব্রুয়ারিতে এ উদ্যোগের সূচনা হয়েছিল। মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা এ তহবিল নিয়ে আপত্তি জানিয়েছে। তাদের দাবি, আইএমএফের এ সহায়তা চীন, রাশিয়া ও ইরানের মতো যুক্তরাষ্ট্রের বিরোধীদের উপকৃত করবে। তবে এ তহবিল বিতরণের ক্ষেত্রে আন্তর্জাতিক ত্রাণ দাতব্য সংস্থাগুলো জোরালোভাবে সমর্থন দিয়েছে।

ধর্মভিত্তিক উন্নয়ন গ্রুপ জুবিলি ইউএসএ নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এরিক লেকম্পট বলেন, ‘আইএমএফের এ পদক্ষেপ উন্নয়নশীল দেশগুলোকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার কোটি ডলারের বেশি সহায়তার অনুমতি দেবে। এক্ষেত্রে সহায়তা প্রয়োজন নেই এমন ধনী দেশগুলোর উচিত, তাদের এ সহায়তা মহামারীতে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে স্থানান্তর করা।’

সোমবার, ১২ জুলাই ২০২১ , ২৮ আষাঢ় ১৪২৮ ১ জিলহজ্জ ১৪৪২

মহামারী মোকাবিলায় ৬৫ হাজার কোটি ডলারের তহবিল আইএমএফের

সংবাদ ডেস্ক

কোভিড-১৯ মহামারী মোকাবিলায় অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোকে ৬৫ হাজার কোটি ডলার অর্থায়নের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সম্প্রতি আইএমএফের কার্যনির্বাহী বোর্ড এ অর্থায়নের অনুমোদন দিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বলেন, ‘১৯০টি দেশের জন্য নতুন এ সহায়তা ঋণদানকারী সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড়। এটি বিশ্বের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করবে।’

এর আগে আইএমএফ ২০০৮ সালের আর্থিক সংকটের পর ২৫ হাজার কোটি ডলার এসডিআর রিজার্ভের অনুমোদন দিয়েছিল। এ উদ্যোগ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের গৃহীত পদক্ষেপের বিপরীত। বাইডেন প্রশাসন ক্ষমতা গ্রহণের পর গত ফেব্রুয়ারিতে এ উদ্যোগের সূচনা হয়েছিল। মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা এ তহবিল নিয়ে আপত্তি জানিয়েছে। তাদের দাবি, আইএমএফের এ সহায়তা চীন, রাশিয়া ও ইরানের মতো যুক্তরাষ্ট্রের বিরোধীদের উপকৃত করবে। তবে এ তহবিল বিতরণের ক্ষেত্রে আন্তর্জাতিক ত্রাণ দাতব্য সংস্থাগুলো জোরালোভাবে সমর্থন দিয়েছে।

ধর্মভিত্তিক উন্নয়ন গ্রুপ জুবিলি ইউএসএ নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এরিক লেকম্পট বলেন, ‘আইএমএফের এ পদক্ষেপ উন্নয়নশীল দেশগুলোকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার কোটি ডলারের বেশি সহায়তার অনুমতি দেবে। এক্ষেত্রে সহায়তা প্রয়োজন নেই এমন ধনী দেশগুলোর উচিত, তাদের এ সহায়তা মহামারীতে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে স্থানান্তর করা।’