ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে সূচক

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল উত্থানে শুরু হলেও পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। ডিএসইতে সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সিএসইতেও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। সূচক কমলেও ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। লেনদেন কমেছে সিএসইতে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২০৮.৩৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৬.৮২ পয়েন্ট এবং দুই হাজার ২৫৯.০৪ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ টাকার। যা আগের দিন থেকে ১০৭ কোটি ৩০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯১ কোটি ৯১ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৬টির বা ৪২.২৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮৬টির বা ৫০.৪১ শতাংশের এবং ২৭টির বা ৭.৩২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫.৯৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৪ কেটি টাকার লেদেন হয়েছে। কোম্পানিগুলোর ৫০ লাখ ৮০ হাজার ৪৯৩টি শেয়ার ১০৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৪ কোটি ২৪ লাখ ৫৮ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৪৪ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে সোনালী পেপারের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮৮ লাখ ২৩ হাজার টাকার আমান ফিডের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন হয়েছে কাট্টালি টেক্সটাইলের।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৬টির বা ৫০.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত বৃহস্পতিবার লেনদেন শেষে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৩.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪১ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৬.৩৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু ফেব্রিক্সের ৬.২৭ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৬.১০ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫.৭৫ শতাংশ, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ৫.৩২ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.১৫ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৪.৮৯ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ এবং নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৬৫ শতাংশ কমেছে।

আইপিও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বেশ কয়েকদিন আগে শেয়ারবাজারে লেনদেন শুরু করে বীমা খাতের সোনালী লাইফ ইন্স্যুরেন্স। তালিকাভুক্তির পর গত ৮ জুলাই শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। লভ্যাংশ ঘোষণার পরবর্তী কার্যদিবস অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর বাড়া বা কমায় কোন সীমা ছিল না যার ফলে গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪৪০ শতাংশ বেড়েছে।

গত বৃহস্পতিবার সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন শেষে ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৬.৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর এক লাফে ৭০.৫০ টাকা বা ৪৪০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের ৯.৯৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৮৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৬৯ শতাংশ, সমতা লেদারের ৯.৬৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.৫৫ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৯.৪০ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৮.৯৪ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বেড়েছে।

আরও খবর
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের লক্ষ্য ৩৮ হাজার ৮০০ কোটি টাকা
১৫ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধের আহ্বান
মার্কেন্টাইল ব্যাংকের অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সেবা উদ্বোধন
রপ্তানি সুবিধায় বন্ড ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা
সাত ব্রোকারেজ হাউজের কার্যক্রম তদন্ত করার সিদ্ধান্ত বিএসইসির
বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার বরাদ্দে গাফিলতির অভিযোগ
বিজিএমইএ এবং বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আলোচনা
করোনায় মৃত র্কমর্কতার পরবিারকে র্আথকি অনুদান প্রদান সাউথইস্ট ব্যাংকরে
‘জাতীয় বাজেট ২০২১-২২ : ইন দ্য পারসুট অব ইকোনমিক রিকোভারি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ , ২৯ আষাঢ় ১৪২৮ ২ জিলহজ্জ ১৪৪২

ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে সূচক

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল উত্থানে শুরু হলেও পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। ডিএসইতে সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সিএসইতেও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। সূচক কমলেও ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। লেনদেন কমেছে সিএসইতে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২০৮.৩৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৬.৮২ পয়েন্ট এবং দুই হাজার ২৫৯.০৪ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ টাকার। যা আগের দিন থেকে ১০৭ কোটি ৩০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯১ কোটি ৯১ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৬টির বা ৪২.২৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮৬টির বা ৫০.৪১ শতাংশের এবং ২৭টির বা ৭.৩২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫.৯৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৪ কেটি টাকার লেদেন হয়েছে। কোম্পানিগুলোর ৫০ লাখ ৮০ হাজার ৪৯৩টি শেয়ার ১০৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৪ কোটি ২৪ লাখ ৫৮ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৪৪ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে সোনালী পেপারের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮৮ লাখ ২৩ হাজার টাকার আমান ফিডের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন হয়েছে কাট্টালি টেক্সটাইলের।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৬টির বা ৫০.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত বৃহস্পতিবার লেনদেন শেষে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৩.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪১ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৬.৩৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু ফেব্রিক্সের ৬.২৭ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৬.১০ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫.৭৫ শতাংশ, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ৫.৩২ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.১৫ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৪.৮৯ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ এবং নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৬৫ শতাংশ কমেছে।

আইপিও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বেশ কয়েকদিন আগে শেয়ারবাজারে লেনদেন শুরু করে বীমা খাতের সোনালী লাইফ ইন্স্যুরেন্স। তালিকাভুক্তির পর গত ৮ জুলাই শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। লভ্যাংশ ঘোষণার পরবর্তী কার্যদিবস অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর বাড়া বা কমায় কোন সীমা ছিল না যার ফলে গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪৪০ শতাংশ বেড়েছে।

গত বৃহস্পতিবার সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন শেষে ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৬.৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর এক লাফে ৭০.৫০ টাকা বা ৪৪০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের ৯.৯৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৮৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৬৯ শতাংশ, সমতা লেদারের ৯.৬৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.৫৫ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৯.৪০ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৮.৯৪ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বেড়েছে।