হোসেনপুরে চাঁদার দাবিতে আশ্রয়ণের ঘর ভাংচুর একজন আটক

চাঁদার দাবিতে হোসেনপুরে দুর্বৃত্তরা আশ্রয়ণ প্রকল্পের ঘরে হামলা চালিয়ে দরজা-জানালা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। এ ঘটনায় মামলা হলে একজনকে আটক করেছে পুলিশ ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে হোসেনপুরের জিনারী ইউনিয়নের চরজিনারী গ্রামে গৃহহীনদের জন্য ২৫টি ঘর নির্মাণ করা হয়েছে। একদল স্থানীয় দুর্বৃত্ত সম্প্রতি নির্মাণ শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে না পেয়ে ১০ জুলাই রাতে ১০-১২ জনের একটি দল হামলা চালিয়ে একটি ঘরের একটি দরজা ও দু’টি জানালা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ ও হোসেনপুর থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন থানায় মামলা হলে (মামলানং ৪) রাতেই বিজন নামে একজনকে পুলিশ আটক করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমও রোববার ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে মন্তব্য করেছেন এবং এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মো. সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, ওসি শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ , ২৯ আষাঢ় ১৪২৮ ২ জিলহজ্জ ১৪৪২

হোসেনপুরে চাঁদার দাবিতে আশ্রয়ণের ঘর ভাংচুর একজন আটক

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

চাঁদার দাবিতে হোসেনপুরে দুর্বৃত্তরা আশ্রয়ণ প্রকল্পের ঘরে হামলা চালিয়ে দরজা-জানালা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। এ ঘটনায় মামলা হলে একজনকে আটক করেছে পুলিশ ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে হোসেনপুরের জিনারী ইউনিয়নের চরজিনারী গ্রামে গৃহহীনদের জন্য ২৫টি ঘর নির্মাণ করা হয়েছে। একদল স্থানীয় দুর্বৃত্ত সম্প্রতি নির্মাণ শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে না পেয়ে ১০ জুলাই রাতে ১০-১২ জনের একটি দল হামলা চালিয়ে একটি ঘরের একটি দরজা ও দু’টি জানালা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ ও হোসেনপুর থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন থানায় মামলা হলে (মামলানং ৪) রাতেই বিজন নামে একজনকে পুলিশ আটক করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমও রোববার ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে মন্তব্য করেছেন এবং এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মো. সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, ওসি শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।