সূচক ও লেনদেন দুটিই বেড়েছে শেয়ারবাজারে

আগের কার্যদিবস পতন হলেও সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৬.০১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৪.০৯ পয়েন্ট এবং দুই হাজার ২৭৩.৭৫ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৬৬৮ কোটি ৫১ লাখ টাকার। যা আগের দিন থেকে ৬৯ কোটি ৩০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১২টির বা ৫৬.৮৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১২৯টির বা ৩৪.৫৮ শতাংশের এবং ৩২টির বা ৮.৫৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮০.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২২১.৫৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দর বেড়েছে, কমেছে ১১২টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৯ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৪০ লাখ ৫৮ হাজার ৬১৭টি শেয়ার ৭৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৩১ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ১৪ লাখ ৫৪ হাজার টাকার লেনদেন হয়েছে ঢাকা ডাইংয়ের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৪ লাখ ৩১ হাজার টাকার এসিআই ফর্মূলেশনের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৩১ লাখ ৮৭ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১২টির বা ৫৬.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন ফাইন ফুডসের শেয়ারেরপ্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত সোমবার লেনদেন শেষে ফাইন ফুডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফাইন ফুডস ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ৯.৮০ শতাংশ, আইএলএফএসএলের ৯.৭৫ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৯.৭৪ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৬৬ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮.৯৫ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮.৫২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৭.৮৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ এবং ইজেনারেশনের শেয়ার দর ৬.৬০ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির বা ৩৪.৫৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত সোমবার লেনদেন শেষে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৬.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮১ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ৬.৩৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ৬.০৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৪.৫০ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৪.৪০ শতাংশ, আজিজ পাইপসের ৩.৯১ শতাংশ, জেমিনি সি ফুডের ৩.৮০ শতাংশ, সোনালি আঁশের ৩.৬৯ শতাংশ, এস্কয়ার নিটের ৩.৬৪ শতাংশ, খান ব্রাদার্সের ৩.৫২ শতাংশ এবং এসকে ট্রিমসের শেয়ার দর ৩.৫১ শতাংশ কমেছে।

বুধবার, ১৪ জুলাই ২০২১ , ৩০ আষাঢ় ১৪২৮ ৩ জিলহজ্জ ১৪৪২

সূচক ও লেনদেন দুটিই বেড়েছে শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের কার্যদিবস পতন হলেও সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৬.০১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৪.০৯ পয়েন্ট এবং দুই হাজার ২৭৩.৭৫ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৬৬৮ কোটি ৫১ লাখ টাকার। যা আগের দিন থেকে ৬৯ কোটি ৩০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১২টির বা ৫৬.৮৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১২৯টির বা ৩৪.৫৮ শতাংশের এবং ৩২টির বা ৮.৫৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮০.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২২১.৫৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দর বেড়েছে, কমেছে ১১২টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৯ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৪০ লাখ ৫৮ হাজার ৬১৭টি শেয়ার ৭৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৩১ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ১৪ লাখ ৫৪ হাজার টাকার লেনদেন হয়েছে ঢাকা ডাইংয়ের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৪ লাখ ৩১ হাজার টাকার এসিআই ফর্মূলেশনের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৩১ লাখ ৮৭ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১২টির বা ৫৬.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন ফাইন ফুডসের শেয়ারেরপ্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত সোমবার লেনদেন শেষে ফাইন ফুডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফাইন ফুডস ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ৯.৮০ শতাংশ, আইএলএফএসএলের ৯.৭৫ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৯.৭৪ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৬৬ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮.৯৫ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮.৫২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৭.৮৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ এবং ইজেনারেশনের শেয়ার দর ৬.৬০ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির বা ৩৪.৫৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত সোমবার লেনদেন শেষে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৬.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮১ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ৬.৩৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ৬.০৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৪.৫০ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৪.৪০ শতাংশ, আজিজ পাইপসের ৩.৯১ শতাংশ, জেমিনি সি ফুডের ৩.৮০ শতাংশ, সোনালি আঁশের ৩.৬৯ শতাংশ, এস্কয়ার নিটের ৩.৬৪ শতাংশ, খান ব্রাদার্সের ৩.৫২ শতাংশ এবং এসকে ট্রিমসের শেয়ার দর ৩.৫১ শতাংশ কমেছে।