দুই জেলায় টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়

কুষ্টিয়া

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া

করোনা ভ্যাকসিন নিতে কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল সাড়ে ৯টায় টিকা প্রদান কার্যক্রম শুরু হলেও ভোর থেকেই মানুষ কেন্দ্রে ভিড় জমাচ্ছেন। সেখানে স্বাস্থ্যবিধি মানার কোনে প্রবণতা দেখা যায়নি। ভিড় সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। টিকা ফুরিয়ে গেলে অনেককে ফিরে যেতে দেখা গেছে।

সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোরুল ইসলাম বলেন, শনিবার থেকে কুষ্টিয়ায় টিকা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তিনি বলেন, টিকা নেয়ার জন্য দৈনিক ৪শ’ থেকে ৬শ’ মানুষের কাছে মোবাইলে এসএমএস দেয়া হলেও প্রতিদিন সেখানে কয়েক হাজার মানুষ উপস্থিত হচ্ছেন। তিনি বলেন, যারা এসএমএস পাবেন কেবল তাদের টিকা দেয়া হবে, এ কথা মাইকে প্রচার ও ঘোষণা দেয়া হলেও না বুঝেই অনেকে চলে আসছেন।

এবার জেলায় ৩০ হাজার ৪শ’ টিকা পাওয়া গেছে। কুষ্টিয়া সদর উপজেলার জন্য ১০৪০০ এবং বাকি টিকা ৫ উপজেলায় প্রদান করা হবে।

যশোর

যশোর অফিস

করোনা ভয়াবহ রূপ নেয়ার প্রেক্ষাপটে যশোরে টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে বিপুলভাবে। এ কারণে টিকাদান কেন্দ্রে মানুষের ভিড় হচ্ছে। ফলে, টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার কোন সুযোগ থাকছে না।

গত সোমবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্রে আগ্রহীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। দিনের প্রথমভাগেই মজুদ টিকা ফুরিয়ে যায় এই কেন্দ্রে। পরে বেলা ১২টার দিকে সদর উপজেলা থেকে নতুন করে টিকা এনে চাহিদা পূরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

যশোরে করোনার টিকাদান কার্যক্রম চালানো হচ্ছিল জেনারেল হাসপাতালের পশ্চিম গেটের পাশের একটি স্থাপনায়। কিন্তু বিপুলসংখ্যক মানুষ টিকা নিতে আসায় স্থান পরিবর্তন করে এখন তুলনামূলক বড় স্থান ব্যবহার করা হচ্ছে। টিকাদানের বর্তমান কেন্দ্র নার্সিং ট্রেনিং সেন্টার (এনটিসি)। সেখানেও মানুষের ভিড় হচ্ছে। দুপুর দুইটা পর্যন্ত টিকা দেয়ার নির্ধারিত সময় থাকলেও ওই সময় পর্যন্ত সম্ভব না বলে জানান কর্তব্যরত সেবিকারা। ভিড় সামলাতে দায়িত্বরত স্বেচ্ছাসেবীদের হিমশিম খেতে দেখা যায় সেখানে।

বুধবার, ১৪ জুলাই ২০২১ , ৩০ আষাঢ় ১৪২৮ ৩ জিলহজ্জ ১৪৪২

দুই জেলায় টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়

image

কুষ্টিয়া : করোনা ভ্যাকসিন নিতে শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মানুষের ভীড়। স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই -সংবাদ

কুষ্টিয়া

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া

করোনা ভ্যাকসিন নিতে কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল সাড়ে ৯টায় টিকা প্রদান কার্যক্রম শুরু হলেও ভোর থেকেই মানুষ কেন্দ্রে ভিড় জমাচ্ছেন। সেখানে স্বাস্থ্যবিধি মানার কোনে প্রবণতা দেখা যায়নি। ভিড় সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। টিকা ফুরিয়ে গেলে অনেককে ফিরে যেতে দেখা গেছে।

সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোরুল ইসলাম বলেন, শনিবার থেকে কুষ্টিয়ায় টিকা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তিনি বলেন, টিকা নেয়ার জন্য দৈনিক ৪শ’ থেকে ৬শ’ মানুষের কাছে মোবাইলে এসএমএস দেয়া হলেও প্রতিদিন সেখানে কয়েক হাজার মানুষ উপস্থিত হচ্ছেন। তিনি বলেন, যারা এসএমএস পাবেন কেবল তাদের টিকা দেয়া হবে, এ কথা মাইকে প্রচার ও ঘোষণা দেয়া হলেও না বুঝেই অনেকে চলে আসছেন।

এবার জেলায় ৩০ হাজার ৪শ’ টিকা পাওয়া গেছে। কুষ্টিয়া সদর উপজেলার জন্য ১০৪০০ এবং বাকি টিকা ৫ উপজেলায় প্রদান করা হবে।

যশোর

যশোর অফিস

করোনা ভয়াবহ রূপ নেয়ার প্রেক্ষাপটে যশোরে টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে বিপুলভাবে। এ কারণে টিকাদান কেন্দ্রে মানুষের ভিড় হচ্ছে। ফলে, টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার কোন সুযোগ থাকছে না।

গত সোমবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্রে আগ্রহীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। দিনের প্রথমভাগেই মজুদ টিকা ফুরিয়ে যায় এই কেন্দ্রে। পরে বেলা ১২টার দিকে সদর উপজেলা থেকে নতুন করে টিকা এনে চাহিদা পূরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

যশোরে করোনার টিকাদান কার্যক্রম চালানো হচ্ছিল জেনারেল হাসপাতালের পশ্চিম গেটের পাশের একটি স্থাপনায়। কিন্তু বিপুলসংখ্যক মানুষ টিকা নিতে আসায় স্থান পরিবর্তন করে এখন তুলনামূলক বড় স্থান ব্যবহার করা হচ্ছে। টিকাদানের বর্তমান কেন্দ্র নার্সিং ট্রেনিং সেন্টার (এনটিসি)। সেখানেও মানুষের ভিড় হচ্ছে। দুপুর দুইটা পর্যন্ত টিকা দেয়ার নির্ধারিত সময় থাকলেও ওই সময় পর্যন্ত সম্ভব না বলে জানান কর্তব্যরত সেবিকারা। ভিড় সামলাতে দায়িত্বরত স্বেচ্ছাসেবীদের হিমশিম খেতে দেখা যায় সেখানে।