বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেপ্তার

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেপ্তার করেছে র?্যাব। গত সোমবার রাতে শহরের শিববাটী এলাকায় ভান্ডারী মেগাসিটির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার মৃত আলহাজ সওদাগরের ছেলে জাহিদ সওদাগর (২৬), একই এলাকার রাখালের ছেলে আজিদ (২৩), মৃত হারুন অর রশিদের ছেলে মাছুম (২৮), মৃত ওলির ছেলে আল আমিন (২৫), শহরের বাদুরতলার মোজাম্মেল হক মোজামের ছেলে নাজমুল হক কামাল সাগর (৩৮), নারুলী মধ্যপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে রাজা মিয়া (২১), সদর উপজেলার সাত শিমুলিয়া গ্রামের সহিদুর রহমানের ছেলে সুমন সরকার (৩৫) এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাদগ্রামের মফিজালের ছেলে মুরাদ চৌধুরী (২৬)।

এ সময় তাদের কাছ থেকে একটি হাঁসুয়া, একটি চাকু, রশি, ৪টি মোবাইল, ৩টি সিমকার্ড ও নগদ এক হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

র?্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) কিশোর রায় জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। গত সোমবার রাতেও তারা ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হছ। গতকাল মামলা দায়ের করে তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বুধবার, ১৪ জুলাই ২০২১ , ৩০ আষাঢ় ১৪২৮ ৩ জিলহজ্জ ১৪৪২

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেপ্তার করেছে র?্যাব। গত সোমবার রাতে শহরের শিববাটী এলাকায় ভান্ডারী মেগাসিটির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার মৃত আলহাজ সওদাগরের ছেলে জাহিদ সওদাগর (২৬), একই এলাকার রাখালের ছেলে আজিদ (২৩), মৃত হারুন অর রশিদের ছেলে মাছুম (২৮), মৃত ওলির ছেলে আল আমিন (২৫), শহরের বাদুরতলার মোজাম্মেল হক মোজামের ছেলে নাজমুল হক কামাল সাগর (৩৮), নারুলী মধ্যপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে রাজা মিয়া (২১), সদর উপজেলার সাত শিমুলিয়া গ্রামের সহিদুর রহমানের ছেলে সুমন সরকার (৩৫) এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাদগ্রামের মফিজালের ছেলে মুরাদ চৌধুরী (২৬)।

এ সময় তাদের কাছ থেকে একটি হাঁসুয়া, একটি চাকু, রশি, ৪টি মোবাইল, ৩টি সিমকার্ড ও নগদ এক হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

র?্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) কিশোর রায় জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। গত সোমবার রাতেও তারা ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হছ। গতকাল মামলা দায়ের করে তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।