ডিএসইতে সামান্য উত্থান হলেও সিএসইতে পতন

আগের কার্যদিবস বড় উত্থান হলেও সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল সামান্য উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। ডিএসইতে সূচক বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। সিএসইতেও লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৩.৩৩ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৭৪.৬৯ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৯৯ পয়েন্ট কমেছে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৬৬৪ কোটি ৮৯ লাখ টাকার যা আগের দিন থেকে ১৯ কোটি ৬২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৮ কোটি ৫১ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৬টির বা ৪৪.৫০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৪টির বা ৪৬.৬৫ শতাংশের এবং ৩৩টির বা ৮.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২০১.৯৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৯টির দর বেড়েছে, কমেছে ১৪৩টির আর ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির ১১২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে চারটি লেনদেন হয়েছে সবচেয়ে বেশি। কোম্পানিগুলোর ৩ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৭২৯টি শেয়ার ৮৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১১২ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে চারটিরই ৯০ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪০ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে সাইথইস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ কোটি ১১ লাখ টাকার বিডি ফাইন্যান্সের, তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার এবং চতুর্থ সর্বোচ্চ ৩ কোটি ৩৭ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৪টির বা ৪৬.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন তাল্লু স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত মঙ্গলবার লেনদেন শেষে তাল্লু স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৮.১৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে তাল্লু স্পিনিং ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফের ৭.৭৭ শতাংশ, বিআইএফসির ৭.৫০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৬.৯৬ শতাংশ, অলটেক্সের ৫.৬৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫.১২ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৯৫ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৪.৯০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.৫৭ শতাংশ এবং মিথুন নিটিংয়ের শেয়ার দর ৪.৪১ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৬টির বা ৪৪.৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন জিকিউ বলপেনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত মঙ্গলবার লেনদেন শেষে জিকিউ বলপেনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮৮.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩০.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১.৮০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জিকিউ বলপেন ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেঙ্গল উইন্ডসোরের ৯.৮৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.৮১ শতাংশ, একটিভ ফাইনের ৯.৫২ শতাংশ, সালভো কেমিক্যালের ৯.৪৯ শতাংশ, রহিম টেক্সটাইলের ৮.৬১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৮.২৪ শতাংশ, সিলকো ফার্মার ৮.১৪ শতাংশ, ইন্ট্রাকোর ৭.৪৫ শতাংশ এবং এএফসি এগ্রোর শেয়ার দর ৭.০৪ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ , ৩১ আষাঢ় ১৪২৮ ৪ জিলহজ ১৪৪২

ডিএসইতে সামান্য উত্থান হলেও সিএসইতে পতন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের কার্যদিবস বড় উত্থান হলেও সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল সামান্য উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। ডিএসইতে সূচক বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। সিএসইতেও লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৩.৩৩ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৭৪.৬৯ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৯৯ পয়েন্ট কমেছে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৬৬৪ কোটি ৮৯ লাখ টাকার যা আগের দিন থেকে ১৯ কোটি ৬২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৮ কোটি ৫১ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৬টির বা ৪৪.৫০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৪টির বা ৪৬.৬৫ শতাংশের এবং ৩৩টির বা ৮.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২০১.৯৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৯টির দর বেড়েছে, কমেছে ১৪৩টির আর ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির ১১২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে চারটি লেনদেন হয়েছে সবচেয়ে বেশি। কোম্পানিগুলোর ৩ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৭২৯টি শেয়ার ৮৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১১২ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে চারটিরই ৯০ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪০ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে সাইথইস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ কোটি ১১ লাখ টাকার বিডি ফাইন্যান্সের, তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার এবং চতুর্থ সর্বোচ্চ ৩ কোটি ৩৭ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৪টির বা ৪৬.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন তাল্লু স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত মঙ্গলবার লেনদেন শেষে তাল্লু স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৮.১৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে তাল্লু স্পিনিং ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফের ৭.৭৭ শতাংশ, বিআইএফসির ৭.৫০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৬.৯৬ শতাংশ, অলটেক্সের ৫.৬৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫.১২ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৯৫ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৪.৯০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.৫৭ শতাংশ এবং মিথুন নিটিংয়ের শেয়ার দর ৪.৪১ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৬টির বা ৪৪.৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন জিকিউ বলপেনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত মঙ্গলবার লেনদেন শেষে জিকিউ বলপেনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮৮.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩০.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১.৮০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জিকিউ বলপেন ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেঙ্গল উইন্ডসোরের ৯.৮৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.৮১ শতাংশ, একটিভ ফাইনের ৯.৫২ শতাংশ, সালভো কেমিক্যালের ৯.৪৯ শতাংশ, রহিম টেক্সটাইলের ৮.৬১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৮.২৪ শতাংশ, সিলকো ফার্মার ৮.১৪ শতাংশ, ইন্ট্রাকোর ৭.৪৫ শতাংশ এবং এএফসি এগ্রোর শেয়ার দর ৭.০৪ শতাংশ বেড়েছে।