কানে এশিয়ার হ্যাটট্রিকের হাতছানি

এশিয়ার জয়ের হ্যাটট্রিক হয়ে যেতে পারে কান চলচ্চিত্র উৎসবে! ২০১৮ সালে জাপানের হিরোকাজু কোরিদার ‘শপলিফটারস’ এবং ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার বঙ জুন হো পরিচালিত ‘প্যারাসাইট’ স্বর্ণ পাম জিতেছে। কানের ৭৪তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জাপানের রিয়ুসুকে হামাগুচির ‘ড্রাইভ মাই কার’কে ঘিরে এশিয়ার আরেকবার স্বর্ণ পাম জয় নিয়ে আশা তৈরি হয়েছে। ছবিটি এখন বোদ্ধাদের প্রশংসা কুড়াচ্ছে। জাপান ছাড়াও এবারের কানের মূল প্রতিযোগিতায় এশিয়া থেকে আছে থাইল্যান্ডের ‘মেমোরিয়া’। এটি পরিচালনা করেছেন অ্যাপিচ্যাটপঙ বিরাসেতাকুল। একযুগ আগে ‘আঙ্কেল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লিভস’ ছবির মাধ্যমে থাইল্যান্ডকে স্বর্ণ পাম এনে দিয়েছিলেন তিনি। ফলে তার নতুন কাজ নিয়ে আশাবাদী অনেকে।

কানের আঁ সার্তে রিগা বিভাগে এবার এশিয়ার প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ এবং চীনের না জিয়াজো পরিচালিত প্রথম ছবি ‘গাই ওয়ার’। এর মধ্যে বাংলাদেশের ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন বোদ্ধারা। আশা করা হচ্ছে, আগামী ১৬ জুলাই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এর প্রতিফলন পাওয়া যাবে।

বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ , ৩১ আষাঢ় ১৪২৮ ৪ জিলহজ ১৪৪২

কানে এশিয়ার হ্যাটট্রিকের হাতছানি

বিনোদন প্রতিবেদক |

image

এশিয়ার জয়ের হ্যাটট্রিক হয়ে যেতে পারে কান চলচ্চিত্র উৎসবে! ২০১৮ সালে জাপানের হিরোকাজু কোরিদার ‘শপলিফটারস’ এবং ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার বঙ জুন হো পরিচালিত ‘প্যারাসাইট’ স্বর্ণ পাম জিতেছে। কানের ৭৪তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জাপানের রিয়ুসুকে হামাগুচির ‘ড্রাইভ মাই কার’কে ঘিরে এশিয়ার আরেকবার স্বর্ণ পাম জয় নিয়ে আশা তৈরি হয়েছে। ছবিটি এখন বোদ্ধাদের প্রশংসা কুড়াচ্ছে। জাপান ছাড়াও এবারের কানের মূল প্রতিযোগিতায় এশিয়া থেকে আছে থাইল্যান্ডের ‘মেমোরিয়া’। এটি পরিচালনা করেছেন অ্যাপিচ্যাটপঙ বিরাসেতাকুল। একযুগ আগে ‘আঙ্কেল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লিভস’ ছবির মাধ্যমে থাইল্যান্ডকে স্বর্ণ পাম এনে দিয়েছিলেন তিনি। ফলে তার নতুন কাজ নিয়ে আশাবাদী অনেকে।

কানের আঁ সার্তে রিগা বিভাগে এবার এশিয়ার প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ এবং চীনের না জিয়াজো পরিচালিত প্রথম ছবি ‘গাই ওয়ার’। এর মধ্যে বাংলাদেশের ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন বোদ্ধারা। আশা করা হচ্ছে, আগামী ১৬ জুলাই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এর প্রতিফলন পাওয়া যাবে।