১৩ জেলায় করোনায় মৃত্যু ৫৩ শনাক্ত ১৩১৮

রামেকে মৃত্যু ১৯, শনাক্ত ২৫১

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল। বাকিদের মধ্যে ১২ জন উপসর্গ নিয়ে এবং ২ জন মারা যান করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায়। গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬ জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২জন, নওগাঁর ২ জন ও পাবনার ৬ জন। মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৪ জন নারী। এদের মধ্যে ৭ জনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়াও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ৪ জন ও ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে ১ জন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত) করোনা আক্রান্ত, উপসর্গ ও করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতা নিয়ে ২৬৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটের ৪৫৪টি বেডের বিপরীতে ভর্তি আছেন ৫০৭ জন। বাকিদের ওয়ার্ডে মেঝে ও বারাদ্দায় অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেয়া হচ্ছে। আইসিইউতে ভর্তি আছেন ২০ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫০৭ জনের মধ্যে ২৫১ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০৩ জন।

ময়মনসিংহ মৃত্যু ১৯, শনাক্ত ২৬৩

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ বিভাগে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা পজিটিভ হয়ে ৮ জনের মৃত্যু ও করোনা উপসর্গ নিয়ে আরও ১১ জনসহ মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত বুধবার ময়মনসিংহ জেলায় নতুন করে ৯২০ টি নমুনা পরীক্ষায় ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে মৃত ৮ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ২ জন, নেত্রকোনা জেলার ৩ ও জামালপুর জেলার ১ জন। এ বিভাগের বাইরে টাঙ্গাইল ও গাজীপুর জেলার ১ জন করে রয়েছে। এছাড়া করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই এ বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা তার মধ্যে ময়মনসিংহ জেলার ৫ জন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯২০ টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় সনাক্তের হার শতকরা ২৮.৫৮।

বাগেরহাটে মৃত্যু ৪, শনাক্ত ৮৮

প্রতিনিধি, বাগেরহাট

করোনা মহামারিতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৮৮ জন পজিটিভ হয়েছেন। এ সময়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে ১ জন এবং উপসর্গ নিয়ে আরও ৩ জন মারা গেছেন। গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ৩২৩ জনের নুমনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরো ৮৮ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন, ৫ হাজার ৬০ জন। আর মোট মারা গেছেন ১০৩ জন। যা বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিসের দেয়া হিসাব মতে। বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মিরাজুল করিম জানান, হাসপাতালে করোনা পজিটিভ ১ জন ও আর উপসর্গ নিয়ে আরো ৩ জন মারা গেছেন। বাগেরহাট সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৮৮ জন করোনা পজিটিভ হিসাবে শনাক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার ২৭.২৪ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৬০ জন সংক্রমিত হলেন।

কিশোরগঞ্জে মৃত্যু ৩

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বুধবার রাত সোয়া ১০টার দিকে জেলার বিগত ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। ততে দেখা গেছে, কটিয়াদীর ৭৫ বছরের একজন পুরুষ রোগি করোনা পজিটিভ নিয়ে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার ৪৪৬টি নমুনা পরীক্ষায় জেলায় নতুন ৭৫ জনের করোনা ধরা পড়েছে। আর সুস্থ হয়েছেন ৭৯ জন। ফলে বুধবার রাত পর্যন্ত জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট এক হাজার ৩৭৮ জন।

নবাবগঞ্জে মৃত্যু ৩, শনাক্ত ৭২

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে ৩ নারীর মৃত্যু হয়েছে। মৃত জাহানা বেগম উপজেলার বলমন্তচর এলাকার বাসিন্দা এবং জরিনা বেগম জয়কৃষ্ণপুর এলাকার বাসিন্দা ও পর্ণমা রানী বান্দুরা এলাকার বাসিন্দা ছিলেন। গত বুধবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাছাড়া নতুন করে আরও ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিরাজগঞ্জে মৃত্যু ১, শনাক্ত ১৭৯

জেলা বার্তা পরিবেশক সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। নতুন করে ১৭৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিল ৫৯৫ জনের। আক্রান্তের হার ৩০ দশমিক ৮ ভাগ। জেলার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জান্নাতুল ফেরদৌস এ্যানি (৩৪)। তিনি সিরাজগঞ্জ পৌরসভার কালিবাড়ী মহল্লার বাসিন্দা। জেলার অন্যান্য হাসপাতালে গুলোতে আরও ২১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতাল চিকিৎসাধীন আছে ৪৬ জন। ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরে ৯৯ জন, বেলকুচিতে ১৭ জন, কামারখন্দ ১৬ , উল্লাপাড়া ১৩ জন, শাহজাদপুরে ১৩ জন, কাজিপুরে ১২ জন, চৌহালীতে ৪ জন, রায়গঞ্জে ৩ জন, এবং তাড়াশে ২ জন রয়েছে। সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন রামপদ রায় এ তথ্য নিশ্চিত করে।

ভালুকায় মৃত্যু ১

প্রতিনিধি ভালুকা (ময়মনসিংহ)

ভালুকার হবিরবাড়ী সীডস্টোর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দীনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা নূরুল হক (৮৫) করোনা আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরহুমের পারিবারিক সূত্রে জানাযায় ১০/১২ দিন যাবৎ তিনি সর্দিজ্বর, কাশি ও শ্বাস কষ্টে ভোগছিলেন। গত শুক্রবার তাকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তির পর করোনা সনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান। বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাাযা শেষে পারিবারিক গোরসস্থানে তাকওয় ফাউন্ডেশনের স্বেচচ্ছা সেবক কর্র্মীরা তাঁর দাফন সম্পন্ন করেন।

ঈশ্বরদীতে মৃত্যু ১, শনাক্ত ৩২৩

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

গত বুধবার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৩২৩ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ঈশ্বরদীতে সর্বমোট সরকারি হিসাবে করোনা আক্রান্ত ৮৯২ জন আর বে-সরকারিভাবে করোনা আক্রান্ত ২৮৭০ জন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান ১৪ জুলাই রাত সাড়ে ৮টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ ১৬৪০ জনের নমুনা পরীক্ষা করে ৩২৩ জনের ফলাফল পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ১১০ জনের নমুনা সংগ্রহ করে সরকারি ল্যাবে পরীক্ষায় ৪০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৫৩০ জনের নমুনা পরীক্ষার মাধ্যমে আরো ২৮৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদিকে করোনায় আক্রান্ত ১জন ঈশ^রদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দেবহাটায় মৃত্যু ১

প্রতিনিধি, দেবহাটা (সাতক্ষীরা)

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দেবহাটায় ছোট বোনের পর সেজ বোনের মৃত্যু হয়েছে। তার নাম রিনা বেগম (৩৬)। তিনি উপজেলার নওয়াপাড়া গ্রামের শেখ আব্দুল গফুরের সেজ কন্যা ও একই গ্রামের বাসিন্দা উপসচিব মো. আলমগীর হোসেনের ভাই মুকুল মোল্লার স্ত্রী। গত কয়েকদিন আগে শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রিনা বেগমকে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এর আগে গত ৬ জুলাই উপজেলার চন্ডীপুর গ্রামের মিলন চৌধুরীর স্ত্রী ও তার ছোট বোন শাহানাজ পারভীন করোনায় মৃত্যু বরন করেন। এদিকে, আব্দুল গফুর শেখের ছোট কন্যার ১ সপ্তাহ পর সেজ কন্যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনারগাঁয়ে মৃত্যু ১, শনাক্ত ৩৬

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১ জন। এছাড়াও প্রাণঘাতী এই ভাইরাসে এক মেয়ে শিশুসহ নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩৬ জন। ৫৬ জনের পরীক্ষার ফলাফলে প্রাণঘাতি এই ভাইরাস ৩৬ জনের মধ্যে শনাক্ত হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঁচপুর ইউপির একজন প্রাপ্তবয়স্ক মহিলা মৃত্যুবরণ করেছেন।

গাইবান্ধায় শনাক্ত ৪৩

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় বুধবার করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ৪৩ জন। এরমধ্যে সদর উপজেলায় ১৬, গোবিন্দগঞ্জে ১০, সুন্দরগঞ্জে ৬, সাঘাটায় ৩, পলাশবাড়ীতে, ফুলছড়িতে ৩ জন ও সাদুল্যাপুর উপজেলায় ১ জন। তবে করোনাভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ৮০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৯০ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৪১ জন। এরমধ্যে ২৭ জন মারা গেছে। ১ হাজার ৯০৯ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সত্রে এসব তথ্য জানা গেছে।

দোহারে শনাক্ত ৫১

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ উপজেলায় করোনা শনাক্তের হার ৫০.৫০%। এ নিয়ে দোহার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১ শত ২৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৭ জন। মোট সুস্থ হয়েছে ৮১৬ জন। গতকাল দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

জাজিরায় শনাক্ত ১২

সংবাদদাতা, জাজিরা, শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরা উপজেলায় অতীতের সব রেকর্ড ভেঙে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ১২ জন। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপেক্স সূত্রে জানা যায়, গত বুধবার জাজিরায় একদিনে ২০ জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ১২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এর আগে উপজেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল সাতজন যা করোনাভাইরাস সংক্রমনের ১ম ধাপে হয়েছিল। জাজিরায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ জন ও মোট আক্রান্তের সংখ্যা ২৯৭ জন এবং মোট সুস্থ হয়েছে ২৬১ জন।

শুক্রবার, ১৬ জুলাই ২০২১ , ১ শ্রাবন ১৪২৮ ৫ জিলহজ ১৪৪২

১৩ জেলায় করোনায় মৃত্যু ৫৩ শনাক্ত ১৩১৮

রামেকে মৃত্যু ১৯, শনাক্ত ২৫১

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল। বাকিদের মধ্যে ১২ জন উপসর্গ নিয়ে এবং ২ জন মারা যান করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায়। গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬ জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২জন, নওগাঁর ২ জন ও পাবনার ৬ জন। মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৪ জন নারী। এদের মধ্যে ৭ জনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়াও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ৪ জন ও ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে ১ জন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত) করোনা আক্রান্ত, উপসর্গ ও করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতা নিয়ে ২৬৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটের ৪৫৪টি বেডের বিপরীতে ভর্তি আছেন ৫০৭ জন। বাকিদের ওয়ার্ডে মেঝে ও বারাদ্দায় অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেয়া হচ্ছে। আইসিইউতে ভর্তি আছেন ২০ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫০৭ জনের মধ্যে ২৫১ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০৩ জন।

ময়মনসিংহ মৃত্যু ১৯, শনাক্ত ২৬৩

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ বিভাগে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা পজিটিভ হয়ে ৮ জনের মৃত্যু ও করোনা উপসর্গ নিয়ে আরও ১১ জনসহ মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত বুধবার ময়মনসিংহ জেলায় নতুন করে ৯২০ টি নমুনা পরীক্ষায় ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে মৃত ৮ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ২ জন, নেত্রকোনা জেলার ৩ ও জামালপুর জেলার ১ জন। এ বিভাগের বাইরে টাঙ্গাইল ও গাজীপুর জেলার ১ জন করে রয়েছে। এছাড়া করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই এ বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা তার মধ্যে ময়মনসিংহ জেলার ৫ জন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯২০ টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় সনাক্তের হার শতকরা ২৮.৫৮।

বাগেরহাটে মৃত্যু ৪, শনাক্ত ৮৮

প্রতিনিধি, বাগেরহাট

করোনা মহামারিতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৮৮ জন পজিটিভ হয়েছেন। এ সময়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে ১ জন এবং উপসর্গ নিয়ে আরও ৩ জন মারা গেছেন। গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ৩২৩ জনের নুমনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরো ৮৮ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন, ৫ হাজার ৬০ জন। আর মোট মারা গেছেন ১০৩ জন। যা বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিসের দেয়া হিসাব মতে। বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মিরাজুল করিম জানান, হাসপাতালে করোনা পজিটিভ ১ জন ও আর উপসর্গ নিয়ে আরো ৩ জন মারা গেছেন। বাগেরহাট সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৮৮ জন করোনা পজিটিভ হিসাবে শনাক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার ২৭.২৪ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৬০ জন সংক্রমিত হলেন।

কিশোরগঞ্জে মৃত্যু ৩

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বুধবার রাত সোয়া ১০টার দিকে জেলার বিগত ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। ততে দেখা গেছে, কটিয়াদীর ৭৫ বছরের একজন পুরুষ রোগি করোনা পজিটিভ নিয়ে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার ৪৪৬টি নমুনা পরীক্ষায় জেলায় নতুন ৭৫ জনের করোনা ধরা পড়েছে। আর সুস্থ হয়েছেন ৭৯ জন। ফলে বুধবার রাত পর্যন্ত জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট এক হাজার ৩৭৮ জন।

নবাবগঞ্জে মৃত্যু ৩, শনাক্ত ৭২

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে ৩ নারীর মৃত্যু হয়েছে। মৃত জাহানা বেগম উপজেলার বলমন্তচর এলাকার বাসিন্দা এবং জরিনা বেগম জয়কৃষ্ণপুর এলাকার বাসিন্দা ও পর্ণমা রানী বান্দুরা এলাকার বাসিন্দা ছিলেন। গত বুধবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাছাড়া নতুন করে আরও ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিরাজগঞ্জে মৃত্যু ১, শনাক্ত ১৭৯

জেলা বার্তা পরিবেশক সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। নতুন করে ১৭৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিল ৫৯৫ জনের। আক্রান্তের হার ৩০ দশমিক ৮ ভাগ। জেলার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জান্নাতুল ফেরদৌস এ্যানি (৩৪)। তিনি সিরাজগঞ্জ পৌরসভার কালিবাড়ী মহল্লার বাসিন্দা। জেলার অন্যান্য হাসপাতালে গুলোতে আরও ২১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতাল চিকিৎসাধীন আছে ৪৬ জন। ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরে ৯৯ জন, বেলকুচিতে ১৭ জন, কামারখন্দ ১৬ , উল্লাপাড়া ১৩ জন, শাহজাদপুরে ১৩ জন, কাজিপুরে ১২ জন, চৌহালীতে ৪ জন, রায়গঞ্জে ৩ জন, এবং তাড়াশে ২ জন রয়েছে। সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন রামপদ রায় এ তথ্য নিশ্চিত করে।

ভালুকায় মৃত্যু ১

প্রতিনিধি ভালুকা (ময়মনসিংহ)

ভালুকার হবিরবাড়ী সীডস্টোর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দীনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা নূরুল হক (৮৫) করোনা আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরহুমের পারিবারিক সূত্রে জানাযায় ১০/১২ দিন যাবৎ তিনি সর্দিজ্বর, কাশি ও শ্বাস কষ্টে ভোগছিলেন। গত শুক্রবার তাকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তির পর করোনা সনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান। বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাাযা শেষে পারিবারিক গোরসস্থানে তাকওয় ফাউন্ডেশনের স্বেচচ্ছা সেবক কর্র্মীরা তাঁর দাফন সম্পন্ন করেন।

ঈশ্বরদীতে মৃত্যু ১, শনাক্ত ৩২৩

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

গত বুধবার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৩২৩ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ঈশ্বরদীতে সর্বমোট সরকারি হিসাবে করোনা আক্রান্ত ৮৯২ জন আর বে-সরকারিভাবে করোনা আক্রান্ত ২৮৭০ জন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান ১৪ জুলাই রাত সাড়ে ৮টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ ১৬৪০ জনের নমুনা পরীক্ষা করে ৩২৩ জনের ফলাফল পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ১১০ জনের নমুনা সংগ্রহ করে সরকারি ল্যাবে পরীক্ষায় ৪০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৫৩০ জনের নমুনা পরীক্ষার মাধ্যমে আরো ২৮৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদিকে করোনায় আক্রান্ত ১জন ঈশ^রদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দেবহাটায় মৃত্যু ১

প্রতিনিধি, দেবহাটা (সাতক্ষীরা)

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দেবহাটায় ছোট বোনের পর সেজ বোনের মৃত্যু হয়েছে। তার নাম রিনা বেগম (৩৬)। তিনি উপজেলার নওয়াপাড়া গ্রামের শেখ আব্দুল গফুরের সেজ কন্যা ও একই গ্রামের বাসিন্দা উপসচিব মো. আলমগীর হোসেনের ভাই মুকুল মোল্লার স্ত্রী। গত কয়েকদিন আগে শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রিনা বেগমকে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এর আগে গত ৬ জুলাই উপজেলার চন্ডীপুর গ্রামের মিলন চৌধুরীর স্ত্রী ও তার ছোট বোন শাহানাজ পারভীন করোনায় মৃত্যু বরন করেন। এদিকে, আব্দুল গফুর শেখের ছোট কন্যার ১ সপ্তাহ পর সেজ কন্যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনারগাঁয়ে মৃত্যু ১, শনাক্ত ৩৬

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১ জন। এছাড়াও প্রাণঘাতী এই ভাইরাসে এক মেয়ে শিশুসহ নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩৬ জন। ৫৬ জনের পরীক্ষার ফলাফলে প্রাণঘাতি এই ভাইরাস ৩৬ জনের মধ্যে শনাক্ত হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঁচপুর ইউপির একজন প্রাপ্তবয়স্ক মহিলা মৃত্যুবরণ করেছেন।

গাইবান্ধায় শনাক্ত ৪৩

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় বুধবার করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ৪৩ জন। এরমধ্যে সদর উপজেলায় ১৬, গোবিন্দগঞ্জে ১০, সুন্দরগঞ্জে ৬, সাঘাটায় ৩, পলাশবাড়ীতে, ফুলছড়িতে ৩ জন ও সাদুল্যাপুর উপজেলায় ১ জন। তবে করোনাভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ৮০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৯০ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৪১ জন। এরমধ্যে ২৭ জন মারা গেছে। ১ হাজার ৯০৯ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সত্রে এসব তথ্য জানা গেছে।

দোহারে শনাক্ত ৫১

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ উপজেলায় করোনা শনাক্তের হার ৫০.৫০%। এ নিয়ে দোহার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১ শত ২৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৭ জন। মোট সুস্থ হয়েছে ৮১৬ জন। গতকাল দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

জাজিরায় শনাক্ত ১২

সংবাদদাতা, জাজিরা, শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরা উপজেলায় অতীতের সব রেকর্ড ভেঙে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ১২ জন। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপেক্স সূত্রে জানা যায়, গত বুধবার জাজিরায় একদিনে ২০ জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ১২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এর আগে উপজেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল সাতজন যা করোনাভাইরাস সংক্রমনের ১ম ধাপে হয়েছিল। জাজিরায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ জন ও মোট আক্রান্তের সংখ্যা ২৯৭ জন এবং মোট সুস্থ হয়েছে ২৬১ জন।